'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A মোহাম্মদ আকরাম খাঁ

B তফাজ্জল হোসেন

C মোহাম্মদ নাসির উদ্দিন

D সিকানদার আবু জাফর

Solution

Correct Answer: Option D

'সমকাল' (১৯৫৭) পত্রিকাটি সম্পাদনা করেন সিকান্দর আবু জাফর ।
গুরুত্তপুর্ণ পত্রিকার সম্পাদকঃ
- সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক : নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭।
- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা  : শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত
- কাজী নজরুলের পত্রিকা  : ধূমকেতু , লাঙ্গল , নবযুগ।
- সওগাত পত্রিকার সম্পাদক  : মোহাম্মদ নাসিরউদ্দিন
- বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক  : বঙ্কিম ( ১৮৭২)
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক : অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩)
- সুধাকর পত্রিকার সম্পাদক : শেখ আব্দুর রহিম
- সমকাল পত্রিকার সম্পাদক : সিকান্দার আবু জাফর
- পূর্বাশা পত্রিকার সম্পাদক : সঞ্জয় ভট্টাচার্য
- কবিতা পত্রিকার সম্পাদক  : বুদ্ধদেব বসু
- আঙ্গুর পত্রিকার সম্পাদক  : ড. মুহাম্মদ শহীদুল্লাহ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions