কত সালে UNICEF জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে?
A ১৯৪৬
B ১৯৫৩
C ১৯৫৯
D ১৯৬২
Solution
Correct Answer: Option B
- UNICEF (United Nations Children Fund) বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় যা ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।
- শুরুতে এটির নাম ছিলো The United Nations International Children’s Emergency Fund যা ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- ইউনিসেফের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির অধিক দেশ ও অঞ্চলে কাজ করছে।