Which country is the partner of Bangladesh in the Payra coal-fired power plant project?
Solution
Correct Answer: Option A
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র 'পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র' ।এটি পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অবস্থিত ।বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা মোট ১৩২০ মেগাওয়াট .২০১৬ সালে কেন্দ্রটির ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় এবং ২১ মার্চ ,২০২০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ।