Solution
Correct Answer: Option A
- ভূমির খাজনা তত্ত্বের (Theory of Rent) প্রবক্তা হলেন প্রখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো।
- তিনি তার বিখ্যাত গ্রন্থ "The Principles of Political Economy and Taxation" (প্রকাশিত ১৮১৭ সালে) এ এই তত্ত্বটি উপস্থাপন করেন।
- রিকার্ডোর খাজনা তত্ত্ব জমির উর্বরতা এবং চাহিদার তুলনায় জমির সীমিত যোগানের উপর ভিত্তি করে গঠিত।