Which protocol assigns IP address to the client connected in the internet ?
Solution
Correct Answer: Option A
কম্পিউটার নেটওয়ার্কের দুই ধরণের আইপ নির্ধারণ করা যায়।
১। স্টাটিক আইপি
২। ডাইনামিক আইপি।
ডাইনামি আইপিগুলো আসে। DHCP সার্ভার থেকে। এখানে আপনাকে কোন আইপি দিতে হবে না। কম্পিউটার নেটওয়ার্কে আসলে একটা আইপি যোগ হয়ে যাবে।