দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/ শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?

A হাইপো-থাইরয়ডিজম

B রাতকানা

C এনিমিয়া

D কোয়াশিয়রকর

Solution

Correct Answer: Option A

- কোনো কারণে থাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদন কমে গেলে তাকে হাইপো-থাইরয়ডিজম বলে।

- বাংলাদেশে প্রধানত খাদ্যে আয়োডিনের ঘাটতির কারণে এ হরমোন উৎপাদন ব্যাহত হয়।

- দৈনন্দিন খাবারের সঙ্গে বেশি পরিমাণ আয়োডিনযুক্ত খাদ্য (শাকসবজি, ফলমূল, সামুদ্রিক মাছ ও শৈবাল) ও আয়োডিনযুক্ত লবণ খেয়ে এ রোগ থেকে আরোগ্য লাভ করা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions