হার্ডিঞ্জ ব্রীজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে?

A ঈশ্বরদী-ভেড়ামারা

B চাটমোহর-ভেড়ামারা

C ঈশ্বরদী-দৌলতপুর

D চাটমোহর-দৌলতপুর

Solution

Correct Answer: Option A

- পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি হতে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত সংযুক্তকারী রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ।
- এটি বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু।
- এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫।
- তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়।
- হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১৭৯৮.৩২ মিটার।
- এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions