পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে, পুত্রের বয়স কত?
A ৪০ বছর
B ৩৫ বছর
C ৩০ বছর
D ২৫ বছর
Solution
Correct Answer: Option C
ধরি, পুত্রের বয়স x বছর।
প্রশ্নমতে,
২x + ২ = ৬২
২x = ৬২ - ২
২x = ৬০
x = ৬০/২
x = ৩০
অতএব, পুত্রের বয়স ৩০ বছর।