দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে ২৮ এবং ৪। বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option A
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y।
প্রশ্নমতে,
x + y = ২৮ ...(১)
x - y = ৪ ...(২)
এখন, (১) নং সমীকরণ এবং (২) নং সমীকরণ যোগ করে পাই,
x + y + x - y = ২৮ + ৪
বা, ২x = ৩২
বা, x = ৩২/২
∴ x = ১৬
সুতরাং, বড় সংখ্যাটি ১৬।