Solution
Correct Answer: Option D
- অরবিস ইন্টারন্যাশনাল একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি একট অলাভজনক এবং বেসরকারি সংস্থা যা পৃথিবীব্যাপী চোখের আলো রক্ষার জন্য নিবেদিত।
- ১৯৮২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- আলবার্ট উহয়েল্টশি, থমাস নাইট, বেটশি দে ভেসি ও ডেভিড প্যাটন হলেন এটির প্রতিষ্ঠাতা।
- এর সদর দপ্তর নিউইয়ক, যুক্তরাষ্ট্র।