How many electoral votes did Donald Trump get in the last US Presidential election?
Solution
Correct Answer: Option D
- ৫ নভেম্বর, ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন এবং তার ইলোকটোরাল ভোটের সংখ্যা ৩১২টি।
- অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ইলেকটোরাল ভোট পান।
- ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট ৭৬,৮৫১,৯১০টি (৫০ শতাংশ) এবং কমলা হ্যারিস ৭৪,৩৪৮,৭১৯টি (৪৮.৪ শতাংশ) ভোট পেয়েছেন।