What is the angle between any two sides of an equilateral triangle?
Solution
Correct Answer: Option B
একটি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য:
- সমবাহু ত্রিভুজের সব বাহু সমান দৈর্ঘ্যের হয়।
- সমবাহু ত্রিভুজের সব কোণ সমান হয়।
ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি = 180°
যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান, তাই:
প্রতিটি কোণ = 180° ÷ 3 = 60°
সুতরাং, সমবাহু ত্রিভুজের যেকোনো দুইটি বাহুর মধ্যে কোণ 60°।