Solution
Correct Answer: Option C
- ভাইরাস দ্বারা সৃষ্ট রোগই হচ্ছে Viral Disease.
- জন্ডিস, এইডস, চোখ ওঠা, এমপক্স, হাম, মাম্পস, জলবসন্ত প্রভৃতি ভাইরাসজনিত রোগ।
অন্যদিকে
- নিউমোনিয়া হলো এক ধরনের ফুসফুসের প্রদাহ।
- অ্যালভিওলাই ব্যাকটেরিয়া সংক্রমিত হলে শিশুরা নিউমোনিরয়ায় আক্রান্ত হয়।