বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি ?
Solution
Correct Answer: Option C
-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ ' ২৮ টি পরিচ্ছেদে বিভক্তি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা ,যার প্রণয়প্রার্থী লতিফ ।
-লতফ -সিদ্দিকাকে ঘিরে অসংখ্য নারী চরিত্রের সমাবেশের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত হোসেন তৎকালীন সমাজে নারীদের অবস্থান উপস্থাপন করেছেন ।
-কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ 'শিউলিমালা' এর বিখ্যাত গল্প -পদ্ম -গোখরা ।
-মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ ' অবলম্বনে আলাওল রচনা করেন 'পদ্মাবতী' ।