এল নিনো ও লা নিনা শব্দ দুটি কিসের সাথে সম্পর্কিত ?
Solution
Correct Answer: Option C
এল নিনো একটি স্প্যানিশ শব্দ ,যার অর্থ ছোট বালক ।বিষুব রেখার অপর পাশ থেকে নেমে আসা উষ্ণ পানির স্রোতের কারণে সৃষ্ট জলবায়ুর প্রতিক্রিয়াকে ব্যক্ত করার জন্য ইকুয়েডর ও পেরুর জেলেরা এল নিনো শব্দের ব্যবহার করে । ডিসেম্বর মাসে শেষ ভাগে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ইকুয়েডর ও পেরুর উপকূলের দিকে বিষুব রেখার অপর পাশ থেকে উষ্ণ পানির স্রোত আসতে শুরু করে ।এর ফলে সাগরের পানির উষ্ণতা বাড়ে এবং ঝড় ,খরা ও অনাবৃষ্টি হয় ।লা নিনো শব্দটিো স্প্যানিশ , যার অর্থ খুদে বালিকা ।সাধারণত এল নিনোর পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে লা নিনো শুরু হয় ।এল নিনোর প্রভাবে সাগরের উষ্ণ পানির উষ্ণতা কমে আসে ।সাগরের পানির এ উষ্ণতা কমে আসাই লা-নি-নো নামে পরিচিত ।লা নিনোর প্রভাবে অতিবৃষ্টি ও বন্যা হয় ।