একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে?
Solution
Correct Answer: Option D
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তলহ্ন তাকে অসমীকরণ বলে। যেমন-
ধপ+ধপ= ধপাধপ,
টপ+টপ= টপাটপ,
ঝপ+ঝপ= ঝপাঝপ ইত্যাদি।