৪৮ মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ। ঐ আয়তের সমান পরিসীমাবিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য __
A ১৬ মিটার
B ৩২ মিটার
C ২৪ মিটার
D ২৮ মিটার
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
দৈর্ঘ্য=৪৮
∴ প্রস্থ =৪৮/৩=১৬
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৪৮+১৬) = ১২৮
বর্গের পরিসীমা = ১২৮
সুতরাং, বর্গের একটি বাহুর দৈর্ঘ্য = ১২৮/৪ = ৩২ মিটার