একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো, বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A ৪৮০ টাকা
B ৪৬০ টাকা
C ৪৫০ টাকা
D ৪২০ টাকা
Solution
Correct Answer: Option C
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা।
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ২০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা।
∴ বিক্রয়মূল্য বেশি = (১২০ - ৯০) = ৩০ টাকা।
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×১৩৫)/৩০ টাকা
= ৪৫০ টাকা।