What was the title of the largest "crop field-mosaic" the Guinness World Record recognized recently?
A Bangabandhu in field portrait
B Crop field mosaic of Bangabandhu
C Shasyachitre Bangabandhu
D Bangabandhu Sonar Bangla
Solution
Correct Answer: Option C
-বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বগুড়া জেলার শেরপুর উপজেলায় ১০০ বিঘা জমিতে দুই জাতের ধান লাগিয়ে বিশাল ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতি ।
-যার নাম দেওয়া হয়েছে 'শস্যচিত্রে বঙ্গবন্ধু ।
-বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এই প্রতিকৃতি তৈরি করা হয়
-বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে ১৭ মার্চ ,২০২১ সালে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় ।