Solution
Correct Answer: Option B
- চাঁদ উঠেছে। (শুদ্ধ বাক্য)
- আমরা দাঁড়াইয়া থাকিবো। (শুদ্ধ নয়)
- কারণ, এটি সাধু ভাষার ক্রিয়া রূপে ব্যবহৃত হয়েছে, যা চলিত ভাষার সঙ্গে মিশ্রিত। চলিত ভাষায় এটি হবে "আমরা দাঁড়িয়ে থাকব"। সাধু ও চলিত ভাষার মিশ্রণ ব্যাকরণগত দোষ হিসেবে বিবেচিত হয়।
- তাহারা গান করিবে। (শুদ্ধ বাক্য)
- বাঁশি বাজে। (শুদ্ধ বাক্য)