|
|
- ক্রিয়ামূল বা নাম প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। - প্রত্যয় সাধারণত ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়। যেমন: • √ডুব + অন্ত = ডুবন্ত, • মনু + ষ্ণ = মানব, • এক+ইক = ঐকিক ইত্যাদি।
|
|
| |
|
|
|
- তদ্ধিত প্রত্যয়: নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।
|
|
| |
|
|
|
- সংস্কৃত কৃৎ প্রত্যয়ে কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে 'তব্য' ও 'অনীয়' প্রত্যয় হয়। যেমন: - √কৃ+তব্য = কর্তব্য; - √কৃ+অনীয় = করণীয়; - দৃশ+অনীয় = দর্শনীয়
|
|
| |
|
|
|
বিদেশি তদ্ধিত প্রত্যয়ঃ আন, আনি, আনা, পনা, সা, গর, কর, দার, বাজ, বন্দি, খানা, সই, খোর, গিরি, চা, চি, চী, তর, দান, দানি, নবিশ ।
- সুতরাং, 'গলাবাজি' শব্দটি বিদেশি তদ্ধিত প্রত্যয়যুক্ত।
|
|
| |
|
|
|
ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত কৃৎপ্রত্যয় বলে। সংস্কৃত কৃত প্রত্যয়গুলো অনেক সময় বাংলায় পরিবর্তিত রূপে ব্যবহৃত হয়।
যেমন:
- সংস্কৃত 'অনট' প্রত্যয়ের বাংলা রূপ 'অন' - সংস্কৃত 'ণক' প্রত্যয়ের বাংলা রূপ 'অক' ।
যেমন- √গৈ+অক (ণক)= গায়ক, √গম্+অন (অনট) = গমন, √জাগৃ+ইত = জাগরিত ইত্যাদি।
|
|
| |
|
|
|
ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যেসব শ্বব্দ গঠিত হয় তাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
|
|
| |
|
|
|
- ‘মানব’ শব্দটি এখানে মূল শব্দ বা প্রকৃতি। এটি একটি নাম প্রকৃতি। - ‘ইক’ প্রত্যয়টি ‘মানব’ শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ ‘মানবিক’ তৈরি করেছে। - ‘মানবিক’ শব্দটি মানব সম্পর্কিত বা মানবের গুণাবলী বোঝাতে ব্যবহৃত হয়। এখানে ‘ইক’ প্রত্যয় যোগ করার মাধ্যমে শব্দটি বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। উদাহরণ: মানব + ইক = মানবিক (যেমন: মানবিক গুণাবলী, মানবিক আচরণ)।
- এটি একটি তদ্ধিত প্রত্যয়, যা নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে।
|
|
| |
|
|
|
- অনট্ প্রত্যয় যোগে গঠিত শব্দসমূহ হলো এমন শব্দ, যেগুলোতে "অনট্" প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। - এই প্রত্যয় সাধারণত ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে।
উদাহরণসমূহ: - √গম্ + অনট্ = গমন অর্থ: যাওয়া বা চলা।
- √নী + অনট্ = নয়ন অর্থ: চোখ।
- √শ্রু + অনট্ = শ্রবণ অর্থ: শোনা।
- √দৃশ্ + অনট্ = দর্শন অর্থ: দেখা।
- √ভুজ্ + অনট্ = ভোজন অর্থ: খাওয়া।
- √স্মৃ + অনট্ = স্মরণ অর্থ: মনে রাখা।
|
|
| |
|
|
|
'পূজক' (বিশেষণ পদ), -এটি একটি সংস্কৃত শব্দ। - এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ। - প্রকৃতি প্রত্যয়: √পূজ্ + অক। অর্থ: - আরাধক, - উপাসক, - অর্চক।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
তদ্ধিত ‘উ-প্রত্যয়’ যোগে গঠিত শব্দগুলো হলো: - ঢাল + উ = ঢালু; - কল + উ = কলু।
অন্যদিকে, ‘উ’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ হলো: - √ডাক্ + উ = ডাকু; - √ঝাড় + উ =ঝাড়ু; - √উড় + উ = উড়ু।
|
|
| |
|
|
|
- আ-কারান্ত প্রযোজক (ণিজন্ত) ধাতুর পরে 'আন' প্রত্যয় যুক্ত হলে 'আনো' হয়৷ যেমন: - √জানা + আন = জানানো। এরূপ- শোনানো, ভাসানো ইত্যাদি৷
অন্যদিকে, ‘অনি’ (বিকল্পে) উনি-প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে: • √বাঁধ + অনি = বাাঁধনি; • √চির + অনি = চিরনি;
‘অন্ত’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে: • √উড় + অন্ত = উড়ন্ত; • √ডুব + অন্ত = ডুবন্ত।
‘অক’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে: • √মুড় + অক = মোড়ক; • √ঝল্ + অক = ঝলক।
|
|
| |
|
|
|
ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত কৃৎপ্রত্যয় বলে। সংস্কৃত কৃত প্রত্যয়গুলো অনেক সময় বাংলায় পরিবর্তিত রূপে ব্যবহৃত হয়।
যেমন:
- সংস্কৃত 'অনট' প্রত্যয়ের বাংলা রূপ 'অন' - সংস্কৃত 'ণক' প্রত্যয়ের বাংলা রূপ 'অক' ।
যেমন- √গৈ+অক (ণক)= গায়ক, √গম্+অন (অনট) = গমন ইত্যাদি।
|
|
| |
|
|
|
- 'ফ্যাকাসে' শব্দের প্রকৃতি-প্রত্যয় হবে 'ফিকা + সে'। - এটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।
• তদ্ধিত প্রত্যয়: শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। - যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম-প্রকৃতিও বলা হয়। - ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া- প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম-প্রকৃতি।
• বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় ৩ প্রকার। ১) বাংলা তদ্ধিত প্রত্যয়। ২) বিদেশি তদ্ধিত প্রত্যয়। ৩) তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
সোর্স: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
|
|
| |
|
|
|
- শব্দের শেষে তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি থাকলে তি/ক্তি হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে। • শর্টকাট : তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি = তি/ক্তি
প্রদত্ত শব্দ প্রকৃতি ও প্রত্যয়
গতি → √গম্ + তি/ক্তি মতি → √মন্ + তি/ক্তি স্মৃতি → √স্মৃতি + তি/ক্তি বৃষ্টি → √বৃষ্ + তি/ক্তি ।
|
|
| |
|
|
|
- 'টেক+সই' ছাড়া অন্য সবগুলি উদাহরণে একটি মূল শব্দের সাথে একটি প্রত্যয় যুক্ত হয়েছে, যা নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে। কিন্তু 'টেক+সই' এর ক্ষেত্রে, এটি দুটি পৃথক শব্দের সমন্বয় মাত্র, যেখানে কোনো প্রত্যয় ব্যবহৃত হয়নি। - 'টিপ' শব্দের সাথে 'সই' প্রত্যয় যোগ করে 'টিপসই' শব্দটি গঠিত হয়েছে। - 'খবর' শব্দের সাথে 'দার' প্রত্যয় যোগ করে 'খবরদার' শব্দটি গঠিত হয়েছে।। - 'কারি' শব্দের সাথে 'গর' প্রত্যয় যোগ করে 'কারিগর' শব্দটি গঠিত হয়েছে।
|
|
| |
|
|
|
বাংলা 'অনা' প্রত্যয় যোগে √খেল্+অনা = খেলনা শব্দটি গঠিত হয়েছে।
|
|
| |
|
|
|
'অল' প্রত্যয় (ল ইৎ, অ থাকে) যোগে গঠিত শব্দঃ - √ভি্ + অল = ভয়, - √ক্ষি্ + অল = ক্ষয়, - √জি্ + অল = জয় ইত্যাদি।
|
|
| |
|
|
|
বাংলা প্রত্যয়জনিত নারীবাচক শব্দ অভিসারিনী। এ প্রত্যয়গুলো বাংলা শব্দের সাথে যুক্ত হয়। পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে নারীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ পরবর্তীতে ই হয়।
যেমনঃ
ভিখারী- ভিখারিনী,
অভিসারী- অভিসারিনী ইত্যাদি।
এখানে ভিখারী ও অভিসারী খাঁটি বাংলা শব্দ।
|
|
| |
|
|
|
সাধারণ প্রত্যয়জনিত কিছু শব্দের শুদ্ধ প্রয়োগঃ অধীন, আবশ্যক, অর্থনীতিক, দূষণীয়, পূজ্য, স্বত্ব, জ্ঞানবান, ব্যাকুল ইত্যাদি।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
'ষ্ণ' একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যেসব শ্বব্দ গঠিত হয় তাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
|
|
| |
|
|
|
'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দের মূল স্বরের বৃদ্ধি হয়। \'অ\' (অগ্নি) -স্থলে \'আ\' (আগ)। -[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]
|
|
| |
|
|
|
- ইল প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ পঙ্ক + ইল = পঙ্কিল; ফেল + ইল = ফেনিল । - ইমন প্রত্যয় বিশেষ্য গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ নীল+ইমন = নীলিমা; মহৎ + ইমন = মহিমা ।
- ইত্য প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ কুসুম + ইত = কুসুমিত; তরঙ্গ + ইত = তরঙ্গিত ।
|
|
| |
|
|
|
'রক্তিমা ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় ‘রক্ত+ইমন’। এটি সংস্কৃত 'ইমন' তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ এরুপ: - নীলিমা (নীল + ইমন) , - মহিমা (মহৎ + ইমন) , - দ্রাঘিমা (দীর্ঘ + ইমন) । বর্তমানে 'ইমন' প্রত্যয়কে 'ইমা' প্রত্যয়ে ও লেখা হয় । যেমন: নীল + ইমা = নীলিমা।
|
|
| |
|
|
|
কৃদন্ত পদ : কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ। অর্থাৎ যে নাম পদ (বিশেষ্য বা বিশেষণ পদ) ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ হয়ে গঠিত, তাকে কৃদন্ত পদ বলে। - সহজ ভাষায় বলতে গেলে, ক্রিয়ামূল বা ধাতু থেকে গঠিত বিশেষ্য বা বিশেষণ পদকেই কৃদন্ত পদ বলে। - যেমন, উপরের পড়ুয়া, নাচুনে, জিতা। - বাংলা ভাষায় ব্যবহৃত কৃৎ প্রত্যয় ২ প্রকার- বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়।
√বিদ্+অন+আ = বেদনা সংস্কৃত কৃৎ-প্রত্যয় যোগে গঠিত হয়েছে।
কিন্তু √কৃ+নক = কারক; √লিখ্+ত = লিখিত; বাংলা 'অনা' প্রত্যয় যোগে √খেল্+অনা = খেলনা শব্দটি গঠিত হয়েছে।
|
|
| |
|
|
|
- পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং পূর্বের ঈ ‘ই’ হয়। যেমন: মেধাবী-মেধাবিনী; অভিসারী-অভিসারিণী, রোগী-রোগিনী ।
|
|
| |
|
|
|
| |
|
|
|
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দসমূহ : - সোনা + আলি = সোনালি - চোর + আ = চোরা - ঢাকা + আই = ঢাকাই - ঢাক + ই = ঢাকি
|
|
| |
|
|
|
- বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ: 'কেষ্ট + আ = কেষ্টা'। - ওয়ালা > আলা (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দ: বাড়িওয়ালা। - ওয়ান > আন (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দ: গাড়োয়ান। - আনা > আনি (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দ: মুনশিয়ানা।
|
|
| |
|
|
|
• তদ্ধিত প্রত্যয়: শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- 'দাপট' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়: দাপ + অট। - 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: √ নন্দি + অন। - 'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √ দৃশ্ + অনীয়। - 'দৈনিক' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় = দিন + ইক।
|
|
| |
|