Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
বাগধারা (461 টি প্রশ্ন )
'সাতকাহন' বাগধারার অর্থ - অন্তহীন / প্রচুর পরিমাণ।

এরূপ আরও কিছু বাগধারা- 
- ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
- ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- 'জগাখিচুড়ি' বাগ্‌ধারার অর্থ - বিশৃঙ্খল।
- 'সপ্তপদ' বাগ্‌ধারার অর্থ - সাতটি পা বিশিষ্ট।
- ‘তালপাতার সেপাই’ বাগধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
- তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।
- ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
শব্দের প্রয়োগভেদে অর্থ বিভিন্ন ধরনের হয়। যেমন:
- হাত আসা ( দক্ষতা),
- হাত গুটানো ( কার্যে বিরতি),
- হাত ধরা ( আয়ত্তে আসা),
- হাত ছাড়া ( হস্তচু্ত),
- হাত থাকা ( প্রভাব),
- হাতের পাঁচ ( শেষ সম্বল) ইত্যাদি।
বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্তপুর্ণ বাগধারাঃ
» ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।
» ওষুধ করা – গুণ করা/বশ করা। 
» ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।
» কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।
» কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী।
» কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।
» কাটনার কড়ি – উপার্জন সামান্য।
» কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক।

চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারাঃ
- গড্ডলিকা প্রবাহ– এর গড্ডল অর্থ কী : ভেড়া
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- কেঁদো বাঘ অর্থ: বিশাল বাঘ
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
- গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে
- বক ধার্মিক : ভণ্ড সাধু
- বিড়াল তপস্বী : ভণ্ড লোক।
- অষ্টাবক্র বাগধারাটির অর্থ বা মানে হল কুৎসিত।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ও প্রবাদ প্রবচনঃ
♦ আলাভোলা - সাদাসিধে
♦ কূপমণ্ডূক - সীমিত জ্ঞানের মাুষ
♦ কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব ব্যাপার
♦ গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
♦ বড়োর পিরিত বালির বাঁধ - ভঙ্গুর
♦ কত ধানে কত চাল - টের পাওয়ানো
♦ পায়াভারী - অহংকারী
♦ আমড়া কাঠের ঢেঁকি - অকেজো
♦ তেলও কম ভাজাও মচমচে - অল্প উপকরণে ভাল ব্যবস্থা
♦ ঝাঁকের কই - একই দলের লোক
♦ ঝিকে মেরে বউকে শেখানো - একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া
♦ পটল তোলা - মারা যাওয়া
♦ দস্ত-ব-দস্ত - হাতে-হাতে
♦ ডুমুরের ফুল - বিরল বস্তু
♦ লেফাফাদুরস্ত - বাইরের ঠাট বজায় রেখে চলা
♦ গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
'নগদ নারায়ণ' বাগধারাটির অর্থ - কাঁচা টাকা।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ও প্রবাদ প্রবচনঃ
♦ আলাভোলা - সাদাসিধে
♦ কূপমণ্ডূক - সীমিত জ্ঞানের মাুষ
♦ কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব ব্যাপার
♦ গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
♦ বড়োর পিরিত বালির বাঁধ - ভঙ্গুর
♦ কত ধানে কত চাল - টের পাওয়ানো
♦ পায়াভারী - অহংকারী
♦ আমড়া কাঠের ঢেঁকি - অকেজো
♦ তেলও কম ভাজাও মচমচে - অল্প উপকরণে ভাল ব্যবস্থা
♦ ঝাঁকের কই - একই দলের লোক
♦ ঝিকে মেরে বউকে শেখানো - একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া
♦ পটল তোলা - মারা যাওয়া
♦ দস্ত-ব-দস্ত - হাতে-হাতে
♦ ডুমুরের ফুল - বিরল বস্তু
♦ লেফাফাদুরস্ত - বাইরের ঠাট বজায় রেখে চলা
♦ গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• 'ঢাকের বাঁয়া' বাগধারা টির অর্থ - যার কোন মূল্য নেই।

কিছু গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
• ডাকাবুকো বাগধারা টির অর্থ - নির্ভীক।
• পায়া ভারি বাগধারা টির অর্থ - অহঙ্কার।
• কানকাটা বাগধারা টির অর্থ - বেহায়া।
• বকধার্মিক বাগধারা টির অর্থ - ভণ্ড।
• কচু বনের কালাচাঁদ বাগধারা টির অর্থ - অপদার্থ।
• তাসের ঘর বাগধারা টির অর্থ - ক্ষণস্থায়ী।
• চোখের বালি বাগধারা টির অর্থ - চক্ষুশূল।
• গুড়ে বালি বাগধারা টির অর্থ - আশায় নৈরাশ্য।
• নারকের ঢেঁকি বাগধারা টির অর্থ - বিবাদের বিষয়।
• সোনার কাঠি রূপার কাঠি বাগধারা টির অর্থ - বাঁচামরার লড়াই।
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারাটির অর্থ - বাড়াবাড়ি

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
• ‘গাছ পাথর’ বাগ্‌ধারাটির অর্থ - হিসাব নিকাশ।
• ‘বাঘের দুধ’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব বস্তু।
• 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ হলো - অহংকার।
• 'দুধের মাছি' বাগ্‌ধারাটির অর্থ হলো - সুসময়ের বন্ধু।
• 'ঠোঁট কাটা' বাগ্‌ধারাটির অর্থ হলো - স্পষ্টভাষী।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ হলো - কাণ্ডজ্ঞানহীন।
• 'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারাটির অর্থ - বাঁচামরার লড়াই।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
• ডাকাবুকো বাগধারা টির অর্থ - নির্ভীক।
• পায়া ভারি বাগধারা টির অর্থ - অহঙ্কার।
• কানকাটা বাগধারা টির অর্থ - বেহায়া।
• বকধার্মিক বাগধারা টির অর্থ - ভণ্ড।
• কচু বনের কালাচাঁদ বাগধারা টির অর্থ - অপদার্থ।
• তাসের ঘর  বাগধারা টির অর্থ - ক্ষণস্থায়ী।
• চোখের বালি বাগধারা টির অর্থ - চক্ষুশূল।
• গুড়ে বালি বাগধারা টির অর্থ - আশায় নৈরাশ্য।
• ঢাকের বাঁয়া বাগধারা টির অর্থ - যার কোন মূল্য নেই। 
• নারকের ঢেঁকি বাগধারা টির অর্থ - বিবাদের বিষয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'নাড়াবুনে' বাগধারাটির অর্থ: মূর্খ

চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারাঃ
- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয়
- গড্ডলিকা প্রবাহ– এর গড্ডল অর্থ কী : ভেড়া
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম 
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
- গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে
- বক ধার্মিক : ভণ্ড সাধু
- বিড়াল তপস্বী : ভণ্ড লোক।
• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।
• 'ঢেঁকি অবতার' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'ঢাকের বাঁয়া' বাগ্‌ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়।
• 'ঢেঁকির কুমির' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
- 'তুর্কি-নাচন' বাগ্‌ধারার অর্থ - হুলুস্থুল অবস্থা।
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
- 'তালগোল পাকানো' বাগ্‌ধারার অর্থ - জটপাকানো।
'সপ্তমে চড়া' বাগধারাটির অর্থ - 'প্রচণ্ড উত্তেজনা'।
- সহকর্মীর মিথ্যা অভিযোগ শুনে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।

অন্যদিকে,
‘আঙুল ফুলে কলাগাছ’ বাগধারটি অর্থ - হঠাৎ ধনী হওয়া
'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু
'ধরাকে সরা জ্ঞান' বাগধারাটির অর্থ - 'অহংকার করা'

বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্তপুর্ণ বাগধারাঃ
» ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।
» ওষুধ করা – গুণ করা। 
» ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।
» কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।
» কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী
» কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।
» কাটনার কড়ি – উপার্জন সামান্য।
» কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক।

'কাঁজি ভক্ষণ নামে গোয়ালা' বাগধারাটির অর্থ- হতভাগ্য 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ - অত্যন্ত প্রিয়জন।



কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
• ডাকাবুকো বাগধারা টির অর্থ - নির্ভীক
• পায়া ভারি বাগধারা টির অর্থ - অহঙ্কার।
• কানকাটা বাগধারা টির অর্থ - বেহায়া।
• বকধার্মিক বাগধারা টির অর্থ - ভণ্ড।
• কচু বনের কালাচাঁদ বাগধারা টির অর্থ - অপদার্থ।
• তাসের ঘর  বাগধারা টির অর্থ - ক্ষণস্থায়ী।
• চোখের বালি বাগধারা টির অর্থ - চক্ষুশূল।
• গুড়ে বালি বাগধারা টির অর্থ - আশায় নৈরাশ্য।
• ঢাকের বাঁয়া বাগধারা টির অর্থ - যার কোন মূল্য নেই। 
• নারকের ঢেঁকি বাগধারা টির অর্থ - বিবাদের বিষয়।
• সোনার কাঠি রূপার কাঠি বাগধারা টির অর্থ - বাঁচামরার লড়াই।
- 'ঘুণাক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ = সামান্য ইঙ্গিত
- ঘাটের মড়া = মৃত্যু আসন্ন যার/অকর্মণ্য বৃদ্ধ
- ঘুঘু চড়ানো = সর্বনাশ করা
- ঘোল খাওয়ানো = জব্দ করা

'নির্লজ্জ' এর সমজাতীয় বাগধারা
- চশমখোর 
- কানকাটা 
- লেজ কাটা 
- বিড়ালের আড়াই পা
- দুপন কাটা


সমজাতীয় বাগধারা যারা অর্থ অপদার্থ।
- অকাল কুষ্মাণ্ড
- আমড়া কাঠের ঢেঁকি 
- কচু বনের কালাচাঁদ 
- ঘটিরাম 
- নদের চাঁদ
- ঠুটো জগন্নাথ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সমজাতীয়া বাগধারা যার সগুলো অর্থ মারা যাওয়া। 

• অক্কা পাওয়া 
• অগস্ত্য যাত্রা
• পটল তোলা 
• পঞ্চত্ব প্রাপ্ত হওয়া
• যবনিকা পতন
• অনন্ট শষ্যা

আবার,
• "যবনিকা পতন”  হল বুদ্ধদেব বসুর একটি অন্যতম উপন্যাস।
- ১৯৩২ খ্রীষ্টাব্দে নভেম্বর মাস থেকে উপন্যাসটি ধারাবাহিকভাবে "ভারতবর্ষ” পত্রিকায় প্রকাশিত হয়।  "যবনিকা পতন" উপন্যাসটি তিনটি খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ডের আলাদা নামকরণ আছে।
- প্রথম খণ্ড দুই বন্ধু
- দ্বিতীয় খণ্ডঃ অঞ্জলী বসুর প্রেমোপাখ্যান।
- তৃতীয় খণ্ডঃ অতি-পুরাতন বিরহ-মিলন কথা।


- 'ভুঁইফোড়' বাগধারাটির অর্থ নতুন আগমন।
কিছু গুরুত্বপূর্ণ  কিছু বাগধারা:
- 'লেফাফা দুরস্ত’ বাগধারার অর্থ - পরিপাটি।
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ - শয়তান।
- 'হস্তিমূর্খ' বাগধারার অর্থ - নিরেট মূর্খ।
- ‘অজগর বৃত্তি’ বাগধারার অর্থ - আলসেমি।
- ‘অকাল বোধন’ বাগধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
- ‘আক্কেল গুড়ুম’ বাগধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ
» ঊরুস্তম্ভ – ফোঁড়া জাতীয় রোগ
» যশুরে কই - যে ব্যক্তির মাথা মোটা কিন্তু শরীর রোগাটে।
» কুমিরের সান্নিপাত - অসম্ভব ব্যাপার
» ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।
» ঊনপাঁজুরে – অপদার্থ।
» ঊর্মিমালী – সমুদ্র
» এলেবেলে – নিকৃষ্ট।

• নিজের কোলে ঝোল টানা - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।

• নিজের ঢাক নিজে পেটানো - নিজেই নিজের গুণগান করা।

• মাছের তেলে মাছ ভাজা - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।

• নিজের চরকায় তেল দেয়া - নিজের কাজে মনোযোগী হওয়া।
- 'কিস্তিমাত' এর অর্থ - সফলতা লাভ করা।
- 'খেজুরে আলাপ' এর অর্থ - অকাজের কথা।
- 'কান ভাঙ্গানো' এর অর্থ - কুপরামর্শ।
- 'খয়ের খাঁ' এর অর্থ - চাটুকার।
এই বাক্যে বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে - নিপুণতা বা সুখ্যাতি অর্থে। 
শব্দের প্রয়োগভেদে অর্থ বিভিন্ন ধরনের হয়। যেমন:
- হাত আসা ( দক্ষতা),
- হাত গুটানো ( কার্যে বিরতি),
- হাত ধরা ( আয়ত্তে আসা),
- হাত ছাড়া ( হস্তচু্ত),
- হাত থাকা ( প্রভাব),
- হাতের পাঁচ ( শেষ সম্বল) ইত্যাদি।
তার লেখার হাত আছে - মানে তার লেখার দক্ষতা আছে। অর্থাৎ তার লেখা ভালো।
শব্দের প্রয়োগভেদে অর্থ বিভিন্ন ধরনের হয় । যেমন - হাত আসা ( দক্ষতা ) , হাত গুটানো (কাজ থেকে বিরতি ) ,হাত থাকা ( প্রভাব ) ইত্যাদি । তার লেখার হাত আছে মানে তার লেখার দক্ষতা আছে ।অর্থাৎ তার হাত ভালো ।

'মুখ তোলা' অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
উদাহরণ - তুম আমার সাথে থাকলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।

মুখ রাখা - সম্মান রক্ষা করা
উদাহরণ - টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• একই শব্দকে বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়।
• উপরিউক্ত বাক্যে ‘মাথা’ শব্দটি ‘ফাঁকি দেয়া’ অর্থে ব্যবহার করা হয়েছে।
• ‘মাথা’ শব্দটির আরো কিছু ব্যবহার হলো- অঙ্গবিশেষ-তার মাথার চুল কাল।
• জ্ঞান- ছাত্রটির অংকে ভালো মাথা আছে।
• মনের অবস্থা- রাগের মাথায় কোনো কাজ করা ঠিক নয়।
•  দিব্যি দেয়া- মাথা খাও, চিঠি দিতে ভুল করো না।
• আস্কারা পাওয়া- ছেলেটি আদর পেয়ে একেবারে মাথায় উঠেছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0