বাগধারা (449 টি প্রশ্ন )
'মুখে তোলা ' বাক্যাংশের বিশিষ্ট অর্থ - প্রসন্ন হওয়া ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শব্দের প্রয়োগভেদে অর্থ বিভিন্ন ধরনের হয় । যেমন - হাত আসা ( দক্ষতা ) , হাত গুটানো (কাজ থেকে বিরতি ) ,হাত থাকা ( প্রভাব ) ইত্যাদি । তার লেখার হাত আছে মানে তার লেখার দক্ষতা আছে ।অর্থাৎ তার হাত ভালো ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শুঁড় বার করা – লোভ করা, হাঁটুর বয়স – নিতান্ত শিশু, হ-য-ব-র-ল – বিশৃঙ্খলা, সুবিধা করা – হালে পানি পাওয়া।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ হলো - ক্ষণস্থায়ী রাগ বা বেহায়াপনা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
‘বক দেখানো’ বাগধারাটির অর্থ বকের মুখ ও গলার মতো হাত বাকিয়ে অশোভনভাবে বিদ্রূপ করা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি ; শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ; যখন-তখন অবস্থা - মুমূর্ষু অবস্থা ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'টীকা ভাষ্য' বাগধারাটির অর্থ দীর্ঘ আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ । 'নির্ঘণ্ট' অর্থ বর্ণানুক্রমিক সূচি, 'সার কথা' অর্থ মূল কথা ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
গর্দভরাগিনী- কর্কশ সুর, গোবর গনেশ- অকর্মন্য, গো মূর্খ- নিরেট মুর্খ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
‘গড্ডল্‌’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারার অর্থ- অন্ধ অনুকরণ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
আটপ্রহর শব্দের অর্থ দিনের চার প্রহর ও রাত্রির চার প্রহর , অষ্টপ্রহর । সমস্ত দিবা ও রাত্রি , সর্বক্ষণ ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
‘আকাশ কুসুম’ শব্দের অর্থ ‘অলীক ভাবনা’ বা ‘অসম্ভব কল্পনা’।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
অভ্রান্ত জ্ঞান- প্রমা, নারীর কটিভূষণ- রশনা, নীলবর্ণ পদ্ম- ইন্দিবর, রক্তবর্ণ পদ্ম- কোকনাদ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
লেজে খেলানাে বাগধারাটির অর্থ বশীভূত করে রাখা ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'মানিকজোড়' বাদে বাকি সব মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। সমাসে ব্যাখ্যামূলক যে কোন পদ যদি সমস্ত পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। যেমন: কাঠের পুতুল, গোঁফ খেজুরে, বিড়ালচোখী, হাতেখড়ি' গায়ে হলুদ, মেনিমুখো ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ হচ্ছে 'স্বেচ্ছাচারী'।
- কথিত আছে, গোকুল নামক এক জায়গায় কৃষ্ণ তথা গোপাল ছোটো বেলায় বিস্তীর্ন ভূমিতে গরু চড়াতো, গরুগুলি যথেচ্ছ ঘুরে ঘাসের সন্ধানে বেড়াতো, হারিয়েও যেত। আবার, কৃষ্ণের বাঁশির মধুর সুরে তাঁর সন্নিকটে ছুটে আসতো। অর্থাৎ, গোকুল ছিল অবাধ গো-চারণভূমি, যেখানে গরুগুলি বাধাহীন ভাবে চড়তে পারতো।

অন্যদিকে:
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু।
- অকাল কুষ্মাণ্ড / আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ।
- উনপাঁজুরে = দুর্বল।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'ছ কড়া ন কড়া' বাগধারাটির অর্থ সস্তা দর । 'ছা পোষা' বাগধারার অর্থ অত্যন্ত গরিব । 'আমতা- আমতা করা' অর্থ ইতস্তত করা ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বাগধারা অর্থ বিশিষ্ট অর্থবাচক বাক্যাংশ বা বাচনরীতি। প্রতিটি ভাষায় বিশেষ কতক বাক্যাংশ বা বাচনরীতি রয়েছে। এগুলো আভিধানিক বা আক্ষরিক ভাব প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বকধার্মিক ও বিরাল তপস্বী বাগধারার অর্থ যথাক্রমে ,কপট , সাধু , ভণ্ডধার্মিক।
∎ বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্তপুর্ণ বাগধারাঃ
» অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
» অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
» আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা।
» আঁটকুড়ো – নিঃসনত্মান।
» আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য।
» আসরে নামা -আবির্ভূত হওয়া।
» আধা খেঁচড়া -বিশৃঙ্খলা
» আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
» আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক 
» আদিখ্যেতা – ন্যাকামি

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0