সমাস (617 টি প্রশ্ন )
যেখানে বিশেষণ বা বিশেষণভাবে পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- কু যে অর্থ = কদর্থ , সু যে বর্ণ =সুবর্ণ
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে ।যেমন - মধু দিয়ে মাখা = মধুমাখা , শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হইতে, থেকে, চেয়ে ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন: ইতি হতে আদি = ইত্যাদি; পাপ হতে মুক্ত পাপমুক্ত; খাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
স্বর্ণমণ্ডিত-স্বর্ণ দ্বারা মণ্ডিত, উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
‘মেঘশূন্য’ তৃতীয়া তৎপুরুষ সমাস। কারণ ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলে সেগুলো তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন- মেঘশূন্য, জ্ঞানশূন্য, একোন (এক দ্বারা ঊন)।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
মধ্যাহ্ন এর ব্যাসবাক্য = অহ্নের মধ্য ভাগ; কালের কোনো অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্বে বসে। এটি যষ্ঠী তৎপুরুষ সমাস।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বিষাদ রূপ সিন্ধু, উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
প্রাণভয় = প্রাণ যাওয়ার ভয়। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। উদাহরণ-
দুঃখকে প্রাপ্ত= দুঃখপ্রাপ্ত,
বিপদকে আপন্ন= বিপদাপন্ন,
পরলোকে গত= পরলোকগত,
পুঁথিতে গত/পুঁথি হতে আগত= পুঁথিগত,
খাদ্যের প্রাণ= খাদ্যপ্রাণ,
অর্ধভাবে সমাপ্ত= অর্ধসমাপ্ত ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পরিভ্রমণ = পরি (চতুর্দিকে) যে ভ্রমণ, এটি প্রাদি সমাসের উদাহরণ। প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- নিরামিষ → আমিষের অভাব; উপকণ্ঠ → কণ্ঠের সমীপে; উপশহর → শহরের সদৃশ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
এটি কর্মধারয় সমাসের উদাহরণ। কার্যে পরম্পরা বুঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কর্মধারয় সমাস হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে সমাসে প্রত্যেকটি পদের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এবং যে দ্বন্দ্ব সমাসে কোণ সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
জায়া ও পতি সমাস করলে হয় দম্পতি ।এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ।আবার , যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সামজন্স রচিত হয় ,তাকে বলে একশেষ দ্বন্দ্ব । সুতরাং এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাস ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
দুইটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বােঝালে কর্মধারয় সমাস হয় । যেমন — যে চালাক সেই চতুর = চালাক চতুর ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ক্ষুধিত পাষাণ এর ব্যাসবাক্য = ক্ষুধিত যে পাষাণ। এটি কর্মধারয় সমাসের উদাহরণ। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতিয়মান হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ক্রোধানল = ক্রোধ রূপ অনল, এটি রূপক কর্মধারয় সমাস।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
অধর্ম = নয় ধর্ম। এটি নঞ তৎপুরুষ সমাসের অন্তর্গত।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমনঃ
-বিভিন্ন বুলি বলে যে = হরবোলা 
-জলে চরে যা = জলচর
-তেমনি, মধু আহরণ করে যে = মধুপ
-জল দেয় যে = জলদ
-মন হরণ করে যে - মনোহারিণী
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সুপ অর্থ বিভক্তিযুক্ত নামপদ। বিভক্তিযুক্ত নামপদের সাথে অন্য এক বিভক্তিযুক্ত নামপদের যে সমাস হয় তাকে সুপসুমা সমাস বলে। মধ্যরাত্রির ব্যাসবাক্য- রাত্রির মধ্য। অন্যান্য উদাহরণ- ভূতপূর্ব (পূর্বে ভূত), মধ্যাহ্ন (অহ্নের মধ্য) ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'সিংহপুরুষ ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য-পুরুষ সিংহের ন্যায় । 
এরুপ -চন্দ্রমুখ, বাহুলতা , করকমল, চাঁদমুখ। 
উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন সমাস বলে। যেমন:
- সাহেব বিবি গোলাম;
- তেল-নুন- লাকড়ি;
- নাচ-গান-বাজনা;
- হাত-পা-নাক-মুখ-চোখ ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কারকের ক্ষেত্রে বিভক্তি প্রয়োজন। বিভক্তি প্রধানত দুই প্রকার।
১. ক্রিয়া বিভক্তি ও
২. নাম বিভক্তি।
সাধারণত শেষ পদে কারক বিভক্তি থাকে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
দিন দিন = প্রতিদিন অব্যয়ীভাব সমাস । মিঠাই, চলন্ত, কর্তব্য প্রত্যয় ঘটিত শব্দ । 
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সমাসের প্রতীতি ৫ টি। এগুলো হলো- সমস্তপদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য ও সমস্যমান পদ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0