"কীরে, তুই কোথায় চললি?" বাক্যে "কীরে" শব্দটি একটি আবেগ। এই বাক্যে "কীরে" শব্দটি দ্বারা সম্বোধিত ব্যক্তির প্রতি বিস্ময় বা বিরক্তির আবেগ প্রকাশ করা হচ্ছে। তাই এটি একটি আবেগ। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে অব্যয় দুটি পদ বা বাক্যকে পৃথক করে দেয় তাকে বিয়োজক অব্যয় বলে। যেমন_ করিম বা রহিম আগামীকাল ঢাকা যাবে। বা, অথবা, নতুবা, কিংবা, নয়ত, না হয়, নচেত ইত্যাদি বিয়োজক অব্যয়। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- যে ক্রিয়াবিশেষণ দ্বারা কোনো কাজ কীভাবে বা কেমন করে সংঘটিত হচ্ছে বুঝায় তাকে ধরনবাচক বা ভাবজ্ঞাপক ক্রিয়াবিশেষণ বলে। যেমন : সাকিল দ্রুত লিখতে পারে। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে পদ ক্রিয়া সংঘটনের ভাব,কাল বা রূপ নির্দেশ করে ,তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন -সভয়ে লোকটি বলল,বাঘ আসছে ।প্রদত্ত উদাহরণে 'বলল ' ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় ,লোকটি কীভাবে বলল ? তাহলে উত্তর পাই -সভয়ে ।সুতরাং 'সভয়ে' পদটি এখানে ক্রিয়ার রূপ নির্দেশ করেছে ,যা ক্রিয়া বিশেষণ । ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায় ,তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয়কে আবার সংযোজক,বিয়োজক,সংকোচক ও অনুগামী অব্যয় -এই চার ভাগে ভাগ করা যায় । উপরোক্ত বাক্যে অথচ অব্যয়টি বাক্যের মাঝে ভাবের সংকোচন সাধন করেছে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে,
সেগুলোকে যোজক বলে। যেমন: রহিম ও করিম এই
কাজটি করেছে। লাল বা নীল কলমটা আনো। প্রদত্ত
উদাহরণ দুটিতে ‘ও’ এবং ‘বা হলো যোজক।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
নির্দিষ্টতাবাচক বিশেষণ: - যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। - এই ধরনের বিশেষণ কোনো বিশেষ্যকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। উদাহরণ: এই, সেই । - "এই যুগে মোবাইল অপরিহার্য।"
অন্যদিকে,
বর্ণবাচক বিশেষণ: - যে বিশেষণ দিয়ে রং নির্দেশ কবা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। - এগুলি রং বা বর্ণ নির্দেশ করে। উদাহরণ: নীল, সবুজ, লাল । - "নীল আকাশ", "সবুজ মাঠ", "লাল ফিতা"
প্রশ্নবাচক বিশেষণ: - যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয়, তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। - এই বিশেষণগুলি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: কেমন, কতক্ষণ । - "কেমন গান?", "কতক্ষণ সময়?"
ভাববাচক বিশেষণ: - যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। - এই বিশেষণগুলি অন্য বিশেষণকে আরও বিশেষিত করে। উদাহরণ: খুব, বেশ। - "খুব ভালো খবর।", "গাড়িটা বেশ জোরে চলছে।"
এই বিভিন্ন প্রকারের বিশেষণগুলি বাংলা ভাষায় বাক্যের অর্থকে আরও স্পষ্ট ও নির্দিষ্ট করতে সাহায্য করে। প্রতিটি প্রকারের বিশেষণের নিজস্ব ভূমিকা রয়েছে এবং তারা বাক্যে বিভিন্ন ধরনের তথ্য যোগ করে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শব্দ পদে পরিণত হওয়ার সময়ে তার সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, যেগুলোকে লগ্নক বলে। লগ্নক চার প্রকার। যথা- - বিভক্তি, - নির্দেশক, - বচন, - বলক।
• বাক্যে যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ। • যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে। • যেহেতু 'ছেলেরা' শব্দটি 'ছেলে+রা' যোগে গঠিত তাই এটি সলগ্নক পদ। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ -সমাপিকা ক্রিয়া -অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়াঃ যে ক্রিয়াপদ বাক্যকে পরিপূর্ণ করে এবং বাক্যের অর্থকে সুস্পষ্ট করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন- আমি বাড়ি যাব।আমরা সন্ধ্যায় পড়তে বসব ইত্যাদি। অসমাপিকা ক্রিয়াঃ যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন- আমরা হাত-মুখ ধুয়ে, প্রভাতে সূর্য উঠলে ইত্যাদি। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
• অলংকার আবেগ: - অলংকার আবেগে এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্যতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করে। - এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার আবেগ ব্যবহৃত হয়। যেমন: - যাকগে, ওসব কথা থাক। - দুর ! এ কথা কি বলতে আছে? ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পরস্পর শর্ত বা সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সাথে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করলে তাকে সাপেক্ষ সর্ব নাম বলে। একটির সাপেক্ষে অন্যটি ,অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল এবং তা দুটি বাক্যের সংযোগ ঘটায় । - যে - সে, যিনি - তিনি, যারা - তারা, যা - তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম যেমন-যেমন কর্ম তেমন ফল ।যত গর্জে তত বর্ষে না । ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন - আবির খুব ভালো ছেলে। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে 'সে' শব্দটি প্রথম বাক্যের 'আবির' বিশেষ্য পদের পুনরাবৃত্তি দুর করতে ব্যবহার করা হয়েছে। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ভাব-বিশেষণ: - যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে, তাকে ভাব-বিশেষণ বলে। - যেমন: আস্তে হাঁটো, খুব আস্তে হাঁটো ইত্যাদি।
ভাব-বিশেষণ দুই প্রকার। যেমন— - ক্রিয়া বিশেষণ - বিশেষণের বিশেষণ
- ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চল। দিন ভালো যাচ্ছে না। জিনিসটা সাবধানে রাখ।
যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করে তা-ই ভাব বিশেষণ। ভাব বিশেষণ ৪ প্রকার। যথা- (১) ক্রিয়া বিশেষণ (২) বিশেষণের বিশেষণ (৩) অব্যয়ের বিশেষণ (৪) বাক্যের বিশেষণ। ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
✅ অনেকের অনুরোধে ৩০০টাকায়/৬ মাস মেয়াদী Full App Access অফারের মেয়াদ ১০জানুয়ারি, ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আর অফার মেয়াদ বাড়ানো হবে না।
✅ অ্যাপ এর current version -এ আপনাদের বেশিরভাগ মনে করতেছেন 'প্রশ্ন ব্যাংক' বাটনে শুধু বিষয়ভিত্তিক ভাবে প্রশ্ন দেওয়া আছে, যা ভুল। প্রতিটি বিষয়ের প্রশ্নগুলোকে বিষয়, টপিক ও সাব-টপিক ভিত্তিকভাবে সাজানো হয়েছে। টপিক বা সাব-টপিক দেখার জন্য "প্রতি বিষয়ের ডান পাশ [→] দেখতে পারবেন।
✅ প্রতি সপ্তাহের রিসেন্ট জব শুলুশন্স সবার জন্য ফ্রি থাকবে।
✅ ৪৭তম বিসিএস প্রস্তুতির MyExaminer অ্যাপ -এ মেগা আয়োজনে নিচের রুটিনে আলাদা কোর্সে নিয়মিত পরীক্ষা হচ্ছে, - টপিক ভিত্তিক ১২০ দিনের রুটিন (মোট পরীক্ষা ৬০টি) - টপিক ভিত্তিক ২২০ দিনের রুটিন - বাংলা ভাষা ও সাহিত্য - ইংরেজি ভাষা ও সাহিত্য - গণিত ও মানসিক দক্ষতা - প্রতি সপ্তাহে একটি বিষয়ের পুরো সিলেবাসের উপর একটি পরীক্ষা (এটি ফ্রি) - প্রতি সপ্তাহে একটি ফুল মডেল টেস্ট (আপকামিং)
এই আয়োজনে ৬ মাসের Full App Access প্যাকেজ ৫০% ডিসকাউন্টে ৩০০টাকা। অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
✅ চাকরির জন্য ৮০০ টাকা বিনিয়োগ তেমন কিছুই নয়। মাত্র ৮০০ টাকায়( ডিসকাউন্টেড প্রাইস, রেগুলার প্রাইস ১৪০০টাকা) দুই বছর মেয়াদী প্যাকেজ সাবস্ক্রাইব করে নিশ্চিন্তে নিয়মিত পরীক্ষা দিন। প্যাকেজ সাবস্ক্রাইভ করতে 'পেমেন্ট' বাটনে ক্লিক করুন, আমাদের আরও আছে ১, ৩, ৬ মাস বা ১ বছরের প্যাকেজ। মাত্র ৩ মাস পরে নিজেকে চিনতে পারবেন, আপনার প্রস্তুতি অনেক এগিয়েছে। প্যাকেজ সাবস্ক্রাইব করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আরও কয়েকটি অ্যাপ দেখে তারপর সাবস্ক্রাইব করবেন? এতে আপনার ক্ষতি, সময় নষ্ট করে আপনাকে এখানেই আসতে হবে। কারণ:
- আমরা পরীক্ষায় কমন আসা প্রশ্ন নিয়ে সেট তৈরি করি। - বাজারে প্রচলিত সব ভালো বই থেকে প্রতিটি ছোট ছোট টপিক থেকে প্রশ্ন করা হয়। - প্রশ্ন ব্যাংকে ডুপ্লিকেট প্রশ্ন পাবেন না। - প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। - অ্যাপের পরবর্তী আপডেটে জব সলিউশনস প্রশ্ন বিষয়ভিত্তিক, টপিকভিত্তিক ও সাব-টপিকভিত্তিক পাবেন। - এত বেশি পরিমাণ জব সলিউশনস সেট আছে যা শেষ করতে পারলে আপনি সেরা হবেন। - প্রয়োজনীয় সকল লেকচার শীট পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। - আমরা ২০১৮ সাল থেকে নিয়মিত সেবা দিয়ে আসছি। - অ্যাপে অনেক ফিচার রয়েছে যা আপনার প্রস্তুতিকে দ্রুত, কার্যকর এবং গতিশীল করে তুলবে।
☮ ৪৬তম বিসিএস -এ MyExaminer অ্যাপ থেকেঃ - সরাসরি কমনঃ ৮৮টি - ব্যাখ্যা থেকেঃ ৫৩টি - নিয়মের মধ্যেঃ ৩১টি - কমন পড়েনিঃ ২৮টি ☮বিষয়ভিত্তিক পর্যালোচনা-------------- ● বাংলা সাহিত্যঃ - সরাসরি কমনঃ ১৩টি - ব্যাখ্যা থেকেঃ ৪টি - কমন পড়েনিঃ ৩টি ● বাংলা ভাষাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - কমন পড়েনিঃ ২টি ● ইংরেজি সাহিত্যঃ - সরাসরি কমনঃ ৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ০টি ● ইংরেজি গ্রামারঃ - সরাসরি কমনঃ ৪টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - নিয়মের মধ্যেঃ ৭টি - কমন পড়েনিঃ ২টি ● বাংলাদেশ বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ৮টি - কমন পড়েনিঃ ৩টি ● আন্তর্জাতিক বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ৭টি ● সাধারণ বিজ্ঞানঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৩টি - কমন পড়েনিঃ ৫টি ● কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৬টি - কমন পড়েনিঃ ২টি ● গাণিতিক যুক্তিঃ - সরাসরি কমনঃ ০টি - নিয়মের মধ্যেঃ ১৪টি - কমন পড়েনিঃ ১টি ● মানসিক দক্ষতাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - নিয়মের মধ্যেঃ ১০টি - কমন পড়েনিঃ ১টি ● নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ - সরাসরি কমনঃ ৬টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - কমন পড়েনিঃ ২টি