শব্দের শ্রেনীবিভাগ (526 টি প্রশ্ন )
'সন্দেশ' এর শব্দ ও প্রত্যয়গত অর্থ 'সংবাদ' আর রূঢ়ি অর্থ মিষ্টান্ন বিশেষ.
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
রাজা বাদশা একটি মিশ্র শব্দ । রাজা- তৎসম, বাদশা- ফারসি শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'ম্যালেরিয়া' শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত । ইতালীয় শব্দ Mala অর্থ খারাপ বা দূষিত, Aria অর্থ বাতাস । অর্থ্যাৎ ম্যালেরিয়া ( Malaria ) শব্দের অর্থ দূষিত বাতাস । ম্যালেরিয়া জীবাণু হলো এককোষী আণুবীক্ষণিক পরজীবী । সর্বপ্রথম 'ম্যালেরিয়া' শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী টর্টি ( ১৭৫৩ ) ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন- হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, সন্দেশ ইত্যাদি
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
দুহিতা+ষ্ণ= দৌহিত্র; যার অর্থ কন্যার পুত্র বা নাতি। এটি এক্তি যৌগিক শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
জঙ্গি, আইন, কানুন, আজাদ, চাদর, চালাক, জখম, গ্রেফতার, আমদানি ইত্যাদি ফারসি শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
‘কিন্ডারগার্টেন’ শব্দটি জার্মান ভাষা হতে আগত, যার অর্থ শিশুদের বাগান। 'কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কার্য (তৎসম) → কজ্জ (প্রাকৃত) → কাজ (বাংলা)।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
আফিম পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ। এমন আরো – অফিস(Office), ইস্কুল(School), বাক্স(Box), হাসপাতাল(Hospital) ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- হেড-পন্ডিত (ইংরেজি + তৎসম) শব্দ যোগে গঠিত।

আরো কিছু মিশ্র শব্দ:
- হেড মৌলভী (ইংরেজি + ফারসি)
- রাজা-বাদশা (তৎসম + ফারসি)
- হাট-বাজার (বাংলা + ফারসি)
- খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম)
- ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি)
- পকেট-মার (ইংরেজি + বাংলা)
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়। 
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
হায়াত একটি আরবি শব্দ, যার অর্থ হল জীবন।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
হরিণ- শব্দের বুৎপত্তিগত অর্থ হরণ করে যে এবং এর প্রচলিত অর্থ পশু বিশেষ। এটি একটি রূঢ়ি শব্দ। প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক বা প্রচলিত অর্থ আলাদা হয় তাকে রূঢ়ি শব্দ বলে। উদাহরণ- হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, সন্দেশ ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
• গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
- মৌলিক শব্দ ও
- সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:
যে-সব শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, গােটা শব্দটাই নিজে নিজেই সমপূর্ণ হয়ে আছে বা স্বয়ংসিদ্ধ, তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ ভাঙতে চাইলেও তার ভগ্ন বা বিশ্লিষ্ট অংশের কোনাে অর্থ হয় না; সে কারণে অবিভাজ্য ও অর্থযুক্ত শব্দই মৌলিক শব্দ অর্থাৎ স্পষ্ট অর্থ ও অবিভাজ্যতাই মৌলিক শব্দের প্রধান বৈশিষ্ট্য।
যেমন- মা, পা, ঘােড়া, উট, বউ, গােলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।

• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সার্থক অর্থযুক্ত শব্দকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা- ১। বাচ্যার্থ, ২। লক্ষ্যার্থ, ৩। ব্যাঙ্গার্থ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
উদাহরণ:
প্রত্যয়যোগে—মোগল+আই-মোগলাই।
উপসর্গযোগে—সু+নাম = সুনাম।
সমাসনিষ্পন্ন—তিন ভুবনের সমাহার = ত্রিভুবন ইত্যাদি।

শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন – ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন- প্রশাসন, নীলাকাশ, চলন্ত ইত্যাদি। সাধিত শব্দ সাধারণ তিনভাবে গঠিত হয়-
-সমাসের সাহায্যে,
- প্রত্যয়ের সাহায্যে,
- উপসর্গের সাহায্য।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- 'জ্ঞ' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ- জ্‌ + ঞ
- এছাড়া আরও কয়েকটি যুক্তবর্ণ-
 ক্ষ = ক্‌ + ষ,
 হ্ম = হ্‌ + ম,
 হ্ন = হ্‌ + ন,
 ঞ্চ = ঞ্‌ + চ,
 হ্ণ = হ্‌ + ণ ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 
কিছু পারিভাষিক শব্দ হলো: অম্লজান অর্থাৎ oxygen উদজান অর্থাৎ hydrogen নথি file প্রশিক্ষণ অর্থাৎ training ব্যবস্থাপক অর্থাৎ manager বেতার radio মহাব্যবস্থাপক general Manager সচিব secretary স্নাতক graduate স্নাতকোত্তর post graduate সমাপ্তি final সাময়িকী periodical সমীকরণ equation

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে তৎসম শব্দ বলা হয়। 
যেমন- অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
তৎসম ভাষা হতে আগত শব্দ- কান্ন, কাক, কল্য, পিতা, জীবন, আরণ্য, নোউকা, বন, পুরুষ, সকাল, হস্ত, সঞ্চয়, রাজা, রাত্রি, প্রবেশ, চন্দ্র পন, ব্যক্তি, স্মৃতি ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-কিছু ধ্বনি উচ্চারিত হয়ে বা বর্ণ একত্রে বসে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তবে তাকে শব্দ বলে। অর্থাৎ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। বাক্যের মৌলিক উপাদান হল শব্দ। শব্দকে বাক্যের একক বলা হয় তথা বাক্যের বাহন হলো শব্দ। 
-শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে রূপ বলে।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
** অর্থের বিচারে বাংলা ভাষার শব্দ কে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো: যৌগিক শব্দ, রুঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ ‌
** উৎপত্তির দিক থেকে বাংলা ভাষার শব্দ কে ৫ ভাগে ভাগ করা হয়েছে। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি।
** গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী দুই ভাগে বিভক্ত। যথা- মৌলিক শব্দ ও সাধিত শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। শব্দকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো-
- গঠনমূলক,
- অর্থমূলক,
- উৎসমূলক।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0