অনুজ্ঞা (45 টি প্রশ্ন )
সম্ভ্রমাত্মক, তুচ্ছাত্মকভেদে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ এবং অন্য পক্ষ বা নাম পুরুষের ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। কিন্তু বক্তা বা উওম, পুরুষের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। উদাহরণ- তোমরা যাও> আপনারা যান> তোরা যা, সে যায়> তিনি যান> এটা যায়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না। ভবিষ্যৎ কালের বিভিন্ন অনুজ্ঞাঃ
১. আদেশঃ সদা সত্য কথা বলবে।
২. সম্ভাবনায়ঃ চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
৩. বিধান অর্থেঃ রোগ হলে ওষুধ খাবে।
৪. অনুরোধেঃ কাল একবার এসো।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পাক হানাদার বাহিনী যখন বুঝতে পারল তাদের পরাজয় নিশ্চিত ,তখন তারা এক ঘৃণ্য খেলায় মত্ত হয়ে বাঙালি জাতির সূর্যসন্তানদেরকে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর তাদের বাসা -বাড়ি অফিস থেকে তুলে ধরে নিয়ে গিয়ে হত্যা করে ।যাদেরকে হত্যা করা হয় তাদের মধ্যে শহিদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীও ছিলেন ।বর্তমানে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সংস্কৃত ব্যাকরণ = বি+আ+ √ কৃ + অন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ।ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মই হচ্ছে ব্যাকরণ । এক কথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
প্রশ্নে প্রদত্ত 'পড়াতাম ' ক্রিয়াটি অব্যস্ততা অর্থে ব্যবহৃত হয় ,তাই এটি নিত্যবৃত্ত অতীত । অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় ,তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে । যেমন -আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যেসব শব্দ দ্রাবিড়, কোন অথবা এদেশের আদিম াধিবাসী অর্নাযদের ভাষা থেকে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেগুলোকে খাঁটি বাংলা শব্দ বা দেশী শব্দ বলে।যেমন-ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শুদ্ধ প্রয়োগঃ
স্বপরিবার>সপরিবারে
সমূল > মূল
স্বস্ত্রীক>সস্ত্রীক 
 

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
মধ্যরাত্রি > মধ্যরাত্র। এটি সমাসজনিত অশুদ্ধি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ক্রিয়ার যে ভাবে বক্তা কাউকে কিছু করতে আদেশ, অনুরোধ করে বা উপদেশ দান করে, তাকে অনুজ্ঞা ভাব বলে।
উদাহরণ:
- চুপ করো,
- তুমি কাল যেও,
- মিথ্যা বলবে না,
- মন দিয়ে পড়ো,
- ছাতাটা দিন তো ভাই ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাব) সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
হাতের লক্ষী পায়ে ঠেলো না =এই বাক্যে হেলা করা বা অবজ্ঞা অর্থ প্রকাশ পেয়েছে ।
দাদা,কারো পায়ে ধরো না =এই বাক্যে তোষামতি অর্থ প্রকাশ পেয়েছে
বড় সাহেবের পায়ে তেল দেয়া =আহ্লাদ করা প্রকাশ পেয়েছে
উপোস করবো তবু কারো পা চাটবো না =আত্মসম্মান প্রকাশ পেয়ছে
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-অনুজ্ঞা হল এমন একটি বাক্য যা কারও কাছ থেকে কিছু করার আহ্বান জানায়। 
-উপরের বাক্যগুলির মধ্যে, কেবলমাত্র "এবার তোরা মানুষ হ" অনুজ্ঞা। এটি কারও কাছ থেকে কিছু করার আহ্বান জানায়, যা এই ক্ষেত্রে মানুষ হওয়া। বাকি বাক্যগুলি তথ্য দেয় এবং অনুজ্ঞা নয়।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- অতীতকালের অনুজ্ঞা হয় না।
- উত্তম পুরুষের অনুজ্ঞা হয় না। কারণ কেউ নিজেকে আদশ করতে পারে না,।
- অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
১. ষ্ণ = ষ+ণ

২. ক্র = ক + ্র (র-ফলা)

৩. গ্ধ = গ + ধ

৪. ত্র = ত + ্র (র-ফলা)

৫. ক্ত = ক + ত


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
লুব্ধক একটি বিশেষ্য পদ যার অর্থ নক্ষত্রমন্ডলবিশেষ, ব্যাধ। লুব্ধক হলো পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'রোগ হলে ওষুধ খাবে'- এটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞা যা বিধান অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়াও-
আদেশ অর্থে- সদা সত্য কথা বলবে।
সম্ভাবনা অর্থে- চেষ্টা করো, সবই বুঝতে পারবে।
অনুরোধ অর্থে- কাল একবার এসো।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ভীত, ভয়ার্ত, ভয়াল হলো বিশেষ্য 'ভয়' শব্দের বিশেষণ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
স্থায়ী সত্য প্রকাশ, ঐতিহাসিক বর্তমান, কাব্য ভণিতা ও অনিশ্চয়তা প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের প্রয়োগ হয় । 
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
অনির্দিষ্ট সর্বনাম : অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন—এখানে কেউ নেই। আমার কিছু বলার নেই।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'চেষ্টা করো, সবই বুঝতে পারবে'- এটি একটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞা যা দ্বারা সম্ভাবনা বুঝায়।
অন্যান্য অর্থে ব্যবহৃত ভবিষ্যৎ অনুজ্ঞা-
আদেশ- সদা সত্য কথা বলবে,
বিধান অর্থে- রোগ হলে ওষুধ খাবে,
অনুরোধ অর্থে- কাল একবার এসো।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
'কাজটি করে ফেলো'- এটি বর্তমান কালের অনুজ্ঞা। এই বাক্য দ্বারা 'আদেশ' বুঝানো হয়েছে।
আদেশ অর্থে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা হলো- সদা সত্য কথা বলবে।
অতীতকালের কোনো অনুজ্ঞা হয় না।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
একাগ্র /বিশেষণ পদ/: এক বিষয়ে আসক্ত,  বিণ. অনন্যমনা; একনিষ্ঠ; অভিনিবিষ্ট (একাগ্র মনে, একাগ্র চিত্ত)।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বর্তমান কালের অনুজ্ঞার ব্যবহার-
আদেশ- কাজটি করে ফেল।
উপদেশ- সত্য গোপন করো না,
প্রার্থনা- আমার দরখাস্তটি পড়ুন।
অভিশাপ- মর, পাপিষ্ঠ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
উপদেশ অর্থে বর্তমান কালের অনুজ্ঞা- সত্য গোপন করো না,
আদেশ অর্থে বর্তমান কালের অনুজ্ঞা- কাজটি করে ফেলো,
প্রার্থনা অর্থে বর্তমান কালের অনুজ্ঞা- আমার দরখাস্তটা পড়ুন।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0