|
|
- জটিল বাক্য হলো এমন একটি বাক্য যেখানে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে। - এখানে "তুমি ভালো ফলাফল করবে" প্রধান খণ্ডবাক্য এবং "যদি তুমি পড়াশোনা কর" একটি শর্তসাপেক্ষ আশ্রিত খণ্ডবাক্য। - এই বাক্যে "যদি" এবং "তবে" শব্দ দুটি শর্ত এবং ফলাফল নির্দেশ করে, যা জটিল বাক্যের বৈশিষ্ট্য।
|
|
| |
|
|
|
- কোন ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য। - এ নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়। - যেমন: - আমি তোমাকে স্নেহ করি। - পরীক্ষায় সফল হও। - আমরা রোজ বেড়াতে যেতাম। - ঈশ্বর তোমাকে জয়ী করুন। - দীর্ঘজীবী হও। - তোমার মঙ্গল হোক।
|
|
| |
|
|
|
সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের নিয়ম:
যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত- তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়। যেমন - সরল বাক্য: আমি এ সাক্ষী চাই না। জটিল বাক্য: যে সাক্ষী এরকম, তাকে আমি চাই না।
সরল বাক্য: ধার্মিকেরা সুখী জটিল বাক্য: যারা ধার্মিক, তারা সুখী ।
সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য। জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
|
|
| |
|
|
|
- 'তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।' বাক্যটি একটি যৌগিক বাক্য। - এটিকে সরল বাক্যে রুপান্তর করলে হবে: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। - যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বা স্বাধীন বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি যোজক দ্বারা সংযুক্ত থাকে। যেমন: তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। - যেমন: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
|
|
| |
|
|
|
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। - যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বা স্বাধীন বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি যোজক দ্বারা সংযুক্ত থাকে। যেমন: - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। - তারা দুজনে ওত পেতে ছিল নইলে চোর ধরা সম্ভব ছিল না। - সে যেতে চায়, তথাপি বসে আছে। - লোকটি ধনী কিন্তু কৃপণ। - বিপদ এবং দুঃখ একই সাথে আসে।
|
|
| |
|
|
|
- বিবৃতিমূলকঃ আমরা রোজ বেড়াতে যেতাম।
- অনুজ্ঞাবাচকঃ আমাকে একটি কলম দাও।
- প্রশ্নবাচকঃ সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
- আবেগবাচকঃ দারুণ! আমরা জিতে গিয়েছি।
|
|
| |
|
|
|
- কোন ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য। - এ নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়। - যেমন: - আমি তোমাকে স্নেহ করি। - পরীক্ষায় সফল হও। - আমরা রোজ বেড়াতে যেতাম। - ঈশ্বর তোমাকে জয়ী করুন। - দীর্ঘজীবী হও। - তোমার মঙ্গল হোক।
|
|
| |
|
|
|
- বাক্যটি জীবনের একটি মৌলিক ও সার্বজনীন সত্যকে তুলে ধরে - যে জন্মগ্রহণ করে, তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে।
- এই বাক্যটি একটি গভীর দার্শনিক সত্য প্রকাশ করে, যা জীবন ও মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে বলে।
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে । যেমনঃ আশ্রিত বাক্য (তুমি এলে) এবং প্রধান খণ্ডবাক্য (আমি যাবো) ।
|
|
| |
|
|
|
• বাক্যটির জটিল রূপ হবে- যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়। • যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে । যেমনঃ আশ্রিত বাক্য (যখন মেঘ করে) এবং প্রধান খণ্ডবাক্য (তখন বৃষ্টি হয়) ।
|
|
| |
|
|
|
- বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা । - বাক্যের অর্থ অসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি । - বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
|
|
| |
|
|
|
একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে যথাঃ
১. আকাঙ্গাঃ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্গা বলে ।
২. আসত্তিঃ বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসত্তি ।
৩. যোগ্যতাঃ বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
|
|
| |
|
|
|
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে, সরল বাক্য বলে ।
|
|
| |
|
|
|
যে বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি বা না-সুচক অর্থ বোঝায় তাকে নেতিবাচক বাক্য বলে।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রুপান্তর করতে হলে বাক্যর মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই, নয়, নহে ইত্যাদি নজ্ঞর্থক অব্যয় উঠিয়ে দিতে হয়; - শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্য হা-সুচক ভাব ফুটিয়ে তুলতে হয়; - বাক্যর বিশেষন পদটিকে বিপরীত শব্দে রুপান্তর করতে হয়; - এরপর বাক্যের গঠন অনুযায়ী নেতিবাচক শব্দের বাক্যংশকে অস্তিবাচক শব্দ প্রয়োগ করে অস্তিবাচক বাক্যে রুপারন্তর করতে হয়।
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
-কোন ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য। -এ নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়। -যেমন- সে একটি গল্পের বই পড়ছে, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো ইত্যাদি।
|
|
| |
|
|
|
যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, আবেদন, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য বলে।
'বল বীর বল উন্নত মম শির' - এটি অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য ।
|
|
| |
|
|
|
যে বাক্যের মাধ্যমে কোনো প্রার্থনা প্রকাশ পায় তাকে বলা হয় প্রার্থনাসূচক বাক্য। এর অন্য নাম প্রার্থনামূলক বাক্য। যেমন: অন্ধজনে দেহ আলো।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন: - বিপদ এবং দুঃখ একই সময়ে আসে। - তিনি সৎ কিন্তু কৃপণ।
|
|
| |
|
|
|
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথচ, কিংবা, বরং প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন: - তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না - বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|