কত সালে পরিসংখ্যান আইনের মাধ্যমে 'আদমশুমারি' শব্দটিকে পরিবর্তন করে জনশুমারি করে?
A ২০১১
B ২০১২
C ২০১৩
D ২০২১
Solution
Correct Answer: Option C
- পূর্বে একে আদমশুমারী বলা হলে ২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন ২০১৩ পাস হওয়া আইন অনুসারে আদমশুমারিকে 'জনশুমারি' নামে অভিহিত করা হয়েছে।
- ১০ বছরের ধারাবাহিকতায় পরবর্তী জনশুমারি ও গৃহগণনা ২০২১ সালে অনুষ্ঠিত হয়।