|
|
- ILO (International Labour Organization) আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা শ্রমিকদের অধিকার এবং সুযোগ-সুবিধা রক্ষার জন্য কাজ করে।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। - আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১৯ এপ্রিল ১৯১৯ প্রতিষ্ঠিত হয় । এটি জাতিসংঘের সবচেয়ে পুরনো সংস্থা। - সদস্য: আইএলওতে বর্তমানে ১৮৭টি সদস্য দেশ রয়েছে।
- বাংলাদেশ ২২ জুন ১৯৭২ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে ।
- এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
আইএলও শ্রমিকদের অধিকার এবং সুযোগ-সুবিধা রক্ষার জন্য বিভিন্ন কাজ করে। এর মধ্যে রয়েছে: - শ্রম আইন এবং নীতিমালার বিকাশ, - শ্রমিকদের অধিকারের উপর শিক্ষা এবং প্রচার , - শ্রমিকদের অধিকার লঙ্ঘনের তদন্ত এবং প্রতিকার।
|
|
| |
|
|
|
বাংলাদেশের অভিবাসী মোট নারীর ৪৪.১৮% এর গন্তব্য সৌদি আরব এবং ১১.৭৬% এর গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। [সূত্র: বণিক বার্তা।]
|
|
| |
|
|
|
• CTBT- Comprehensive Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। • এ চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। • সিটিবিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর। • বাংলাদেশে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর ১২৯তম দেশ হিসেবে সিটিবিটিতে স্বাক্ষর করে। • স্বাক্ষরের পর এটি র্যাটিফাই বা অনুসমর্থনের প্রয়োজন হয়। • বাংলাদেশ ২০০০ সালের ৮ মার্চ ২৮তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এটি অনুমোদন করে।
|
|
| |
|
|
|
- IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। - যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে। - IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। - বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি। - বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
|
|
| |
|
|
|
- ৯ নভেম্বর, ২০২৩ জর্ডানের আম্মানে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করে। - অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও সংঘাত নিরসনে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব শেখ ড. আয়মান ওদেহ আল-বাদওয়া। - অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ছিলেন জর্ডানের নাগরিক সমাজের বিশিষ্ট সদস্য, শিক্ষাবিদ, ডাক্তার, ব্যবসায়ী, কবি এবং সাংবাদিক।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ সেনাবাহিনী, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের অংশ হিসাবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। - ১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে,একটি হল ইরাক UNIIMOG এবং নামিবিয়া UNTAG।
|
|
| |
|
|
|
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
|
|
| |
|
|
|
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ ইউনেস্কো ‘ডকুমেন্টারি হেরিটেজ' হিসেবে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে' এ অন্তর্ভুক্ত করে।
|
|
| |
|
|
|
বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হয় ১৭ অক্টোবর, ১৯৭২ সালে। পূর্ণ সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে। - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। - এর বর্তমান সদস্য ১৯৩টি। - ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। - দক্ষিণ সুদান হল সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়। - জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন। হুমায়ূন রশীদ চৌধুরী বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬ - ২০০১ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও আরবি, স্পেনীয়, পর্তুগিজ, জার্মান এবং ইন্দোনেশীয় ভাষায়ও তার সম্যক দখল ছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
|
|
| |
|
|
|
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
|
|
| |
|
|
|
GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
- সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।
|
|
| |
|
|
|
১৯৭১ এর পর বর্তমান পর্যন্ত মোট ৪ জন ্জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেন। এঁরা হলেন- কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩), পেরেজ দ্য কুইলার (১৯৮৯), কফি আনান (২০০১), বান কি মুন (২০০৮ এবং ২০১১), ও রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি দেখতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মরাসহ উচ্চপর্যায়ের পাঁচ ব্যক্তিত্ব ২০১৮ বাংলাদেশ সফর করেন
|
|
| |
|
|
|
১৭ মে, ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘে যুক্ত হওয়া শুরু করে। তবে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে সদস্যপদ লাভ করে।
|
|
| |
|
|
|
বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে । ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলো মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লস এঞ্জেলস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে ।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভঃ ১) IMF – ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ ২) Commonwealth – ১৮ এপ্রিল ১৯৭২ ৩) WHO – ১৭ মে ১৯৭২ ৪) ILO – ২২ জুন ১৯৭২ ৫) IBRD (World Bank) – ১৭ আগস্ট ১৯৭২ ৬) UNO - ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ ৭) UNESCO – ২৭ অক্টোবর ১৯৭২ ৮) IAEA - ১৯৭২ ৯) NAM – ১৯৭২ ১০) FAO – ১২ নভেম্বর ১৯৭৩ ১১) OIC - ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪ ১২) IDB - ১৯৭৪ ১৩) INTERPOL – ১৪ অক্টোবর ১৯৭৬ ১৪) ICC-র সহযোগী সদস্য – ২৬ জুলাই ১৯৭৭ ১৫) ICC-র পূর্ণ সদস্য – ২৬ জুন ২০০০ ১৬) FIFA – ১৯৭৪ ১৭) IOC (Olympic) – ১৫ ফেব্রুয়ারী ১৯৮০
|
|
| |
|
|
|
বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫- সংস্করণ: ২৮তম - প্রকাশক: Ethnologue - বিশ্বে মোট ভাষার সংখ্যা: ৭,১৫৯টি।
মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা: ১. মান্দারিন, ২. স্প্যানিশ, ৩. ইংরেজি, ৪. হিন্দি ও ৫. বাংলা।
ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা: ১. ইংরেজি ২. মান্দারিন ৩. হিন্দি ৪. স্প্যানিশ ৫. আরবি ৬. ফরাসি ৭. বাংলা ৮. পর্তুগিজ ৯. রুশ ১০. ইন্দোনেশীয়।
|
|
| |
|
|
|
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হয়-১৯৭৯সালে এবং অংশগ্রহন করে ১৯৮৮সাল থেকে
|
|
| |
|
|
|
- ইউমেস্কো ১৯৯৯ সালের নভেম্বর মাসে ৩০ তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। - আন্তর্জাতিকভাবে এই দিবস পালন করা হয় ২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারী থেকে
|
|
| |
|
|
|
২০০০ সালের ২০ জানুয়ারি এই টাঙ্গুয়ার হাওরকে ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করে 'Ramsar Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat'। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
- বাংলাদেশ ৪১তম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়। - চীন হতে কেনা সাবমেরিন দুটির নাম 'নবযাত্রা' ও 'জয়যাত্রা'।
উল্লেখ্য, - বাংলাদেশ ৩৩ তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ - মেট্রো রেলে ৬০ তম - স্যাটেলাইটে ৫৭ তম।
|
|
| |
|
|
|
মেগাসিটি হচ্ছে যে শহরে ১ কোটি বা তার অধিক লোকের বসবাস।
বর্তমান বিশ্বে ২৮টি মেগাসিটি রয়েছে
বিশ্বে মেগাসিটিতেঃ টোকিও(১ম), ঢাকা (৯ম)
|
|
| |
|
|
|
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। - সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত। - সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি। সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান। - সর্বশেষ সদস্য- আফগানিস্তান। - ৮ ডিসেম্বর ১৯৮৫ গঠিত হওয়া আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা SAARC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়.৭-৮ ডিসেম্বর ১৯৮৫ দু'দিন এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
|
|
| |
|
|
|
Non-Aligned Movement (NAM) বা জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট হলো একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। বাংলাদেশ ১৯৭৩ সালে সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল।
|
|
| |
|
|
|
IJSG আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত
|
|
| |
|
|
|
বাংলাদেশ দ্বিতীয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (২০০০-২০০১ সালের জন্য) নির্বাচিত হয় ১৪ অক্টোবর, ১৯৯৯ সালে
|
|
| |
|
|
|
বাংলাদেশ প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (১৯৭৯-৮০ সালের জন্য) নির্বাচিত হয় ১০ নভেম্বর, ১৯৭৮ সালে
|
|
| |
|
|
|
| |
|
|
|
ঢাকায় চতুর্দশ ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৩ সালে
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশি হুমায়ুন রশীদ চৌধুরী। তিনি ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন। সাধারণ পরিষদের সভাপতি এক বছরের জন্য নির্বাচিত হন। উল্লেখ্য নিরাপত্তা পরিষদের সভাপতি ছিলেন এস.এ.করিম। - সাধারণ পরিষদে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ভোট দিতে পারে ১টি। - নিরাপত্তা পরিষদে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া অবরোধ অবস্থায় আছে।
|
|
| |
|