|
|
- ৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of Southeast Asian Nations ( ASEAN) প্রতিষ্ঠা লাভ করে। - এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এর বর্তমান সদস্য দেশ ১০টি। - সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান তথা Bangladesh Institute of Development Studies (BIDS) বাংলাদেশের একটি স্বায়ত্বশাসিত গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশের উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে গবেষণা পরিচালনা করে। - এই প্রতিষ্ঠানের প্রথম প্রাতিষ্ঠানিক রূপ ছিল পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকনোমিকস বা পাইড যা ১৯৫৭ সালের জুন মাসে করাচিতে প্রতিষ্ঠিত হয়। এটিই ছিল বিআইডিএসের পূর্বপুরুষ। - ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই পাইড ঢাকায় স্থানান্তরিত হয় এবং এর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকনোমিকস। - পরবর্তীকালে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে এটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ নামধারণ করে।
|
|
| |
|
|
|
- NAPD (National Academy for Planning and Development) হলো বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। - এটি ১৯৮০ সালে "Development of the Planning Machinery in Bangladesh" প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে। - ১৯৮৫ সালে এটি একটি স্থায়ী সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সালে এর নাম পরিবর্তন করে "National Academy for Planning and Development" রাখা হয়। - NAPD-এর মূল কাজ হলো সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পরিকল্পনা, উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। - এটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
|
|
| |
|
|
|
- NAPD (National Academy for Planning and Development) হলো বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। - এটি ১৯৮০ সালে "Development of the Planning Machinery in Bangladesh" প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে। - ১৯৮৫ সালে এটি একটি স্থায়ী সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সালে এর নাম পরিবর্তন করে "National Academy for Planning and Development" রাখা হয়। - NAPD-এর মূল কাজ হলো সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পরিকল্পনা, উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। - এটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার দেশের গ্রন্থাগার ব্যবস্থার শীর্ষ প্রতিষ্ঠান। - এটি ঢাকার আগারগাঁওতে অবস্থিত। - এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্থপতি মাজহারুল ইসলাম। - এটি সর্ব-সাধারণে জন্য খোলা। - বর্তমানে জাতীয় গ্রন্থাগারের অধীনে জেলা, উপজেলা পর্যায়ে ৭০টি সরকারী গ্রন্থাগার রয়েছে।
|
|
| |
|
|
|
- বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর। - এটি ব্রিটিশ শাসনামলে ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়। - পরবর্তীতে এটি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হতো। - ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এটি দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কাজ করত। - ১৯৮০ সালে ঢাকার কুর্মিটোলায় নতুন বিমানবন্দর (বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চালু হলে তেজগাঁও বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। - বর্তমানে তেজগাঁও বিমানবন্দরটি সামরিক কাজে ব্যবহৃত হয়।
|
|
| |
|
|
|
| |
|
|
|
- বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া মোট ড্রিমলাইনার ৬টি । - বিমানের বহরে থাকা ছয়টি ৭৮৭ ড্রিমলাইনার হল- আকাশবীণা, হংসবলাকা, গাংচিল, রাজহংস, সোনার তরী ও অচিন পাখি। - ষষ্ঠ ড্রিমলাইনার হচ্ছে 'অচিন পাখি'। - এই উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৮টি - ২০১৮ ও ২০১৯ সালে নতুন কেনা এসব উড়োজাহাজ বহরে যুক্ত হয়।
|
|
| |
|
|
|
- ১৯৭৪ সালে ৪টি পরিসংখ্যান অফিসকে (পরিকল্পনা মন্ত্রানলয়ের অধীনে পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়য়ের অধীনে কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি এবং স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের অধীনে আদমশুমারি কমিশন) একীভূত করে এর নামকরণ করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। - বর্তমানে পরিসংখ্যান ব্যুরো(BBS) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্যে ব্যাবস্থাপনা বিভাগ(SID) এর আওতাধীন একটি প্রতিষ্ঠান। - এর সদর দপ্তর ঢাকার আগারগাও এর পরিসংখ্যান ভবনে। - বাংলাদেশের জনমিতি, অর্থনীতি, এবং অন্যান্য ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা এবং তথ্য পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা এটি বাংলাদেশ সরকারের সকল ধরনের জরিপ কার্যক্রম চালায় এবং তথ্য প্রদান করে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে আমাদের দেশে সবজি ও ফলমূলের উৎপাদন বাড়তে শুরু করে এবং বিভিন্ন দেশে তা রপ্তানি হতে শুরু করে। - উৎপাদক এবং রপ্তানিকারকদের মধ্যে দুর্বল সংযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা না থাকার কারণে শাক-সবজি রপ্তানি বাধাপ্রাপ্ত হবার কারণে বাংলাদেশ সরকার সরকার ১৯৯৩ সালে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংক্ষেপে হর্টেক্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। - এটি ঢাকার শেরে বাংলা নগরে সেচ ভবনের ৪র্থ তলায় অবস্থিত। - প্রতিষ্ঠানটি অলাভজনক এবং কোম্পানি আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। - এটি কৃষি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। - কৃষি মন্ত্রণালয়ের সচিব হলেন হর্টেক্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান। - সাত সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ এবং পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট সাধারণ পর্ষদ হর্টেক্স ফাউন্ডেশনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।
সোর্সঃ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
|
|
| |
|
|
|
- কৃষি মন্ত্রণালয় ১৮টি সংস্থা নিয়ে গঠিত।
• কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/অফিস/সংস্থার নামঃ ১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) - খামারবাড়ী, ফার্মগেট, ঢাকা। ২. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) - কৃষি ভবন ৪৯-৫১, দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা। ৩. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) - ফার্মগেট, ঢাকা। ৪. বাংলাদেশ কৃষি গবষেণা ইনস্টিটিউট (বারি) - জয়দেবপুর, গাজীপুর। ৫. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটউট (ব্রি) - জয়দেবপুর, গাজীপুর। ৬. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) - মানিকমিয়া এভিনিউ, ঢাকা। ৭. বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) - ঈশ্বরদি, পাবনা। ৮. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ। ৯. তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) - খামারবাড়ী, ঢাকা। ১০. কৃষি তথ্য সার্ভিস (এআইএস) - খামারবাড়ী, ঢাকা। ১১. জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) - জয়দেবপুর, গাজীপুর। ১২. কৃষি বিপণন অধিদপ্তর (ড্যাম) - খামারবাড়ী, ঢাকা। ১৩. বীজ প্রত্যয়ন এজেন্সী (এসসিএ) - জয়দেবপুর, গাজীপুর। ১৪. বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) - বরেন্দ্র ভবন, প্রধান কার্যালয়, সেনানিবাস সড়ক, আমবাগান, রাজশাহী। ১৫. বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) - মানিকমিয়া এভিনিউ, ঢাকা। ১৬. মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) - কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। ১৭. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট - নশিপুর, দিনাজপুর। ১৮. হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স ফাউন্ডেশন) - মানিকমিয়া এভিনিউ, ঢাকা।
সোর্সঃ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান তথা Bangladesh Institute of Development Studies (BIDS) বাংলাদেশের একটি স্বায়ত্বশাসিত গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশের উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে গবেষণা পরিচালনা করে। - এই প্রতিষ্ঠানের প্রথম প্রাতিষ্ঠানিক রূপ ছিল পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকনোমিকস বা পাইড যা ১৯৫৭ সালের জুন মাসে করাচিতে প্রতিষ্ঠিত হয়। এটিই ছিল বিআইডিএসের পূর্বপুরুষ। - ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই পাইড ঢাকায় স্থানান্তরিত হয় এবং এর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকনোমিকস। - পরবর্তীকালে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে এটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ নামধারণ করে।
|
|
| |
|
|
|
- বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে ৪ টি। ১।বেতবুনিয়া (রাঙ্গামাটি)১৯৭৫ সালে, ২।তালিবাবাদ(গাজীপুর)১৯৮২ সালে, ৩।মহাখালী (ঢাকা)১৯৯৫ সালে, ৪। সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংক্ষেপে স্পারসো SPARRSO বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। - এটি ঢাকা শহরের আগারগাঁও-এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। - সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত।
|
|
| |
|
|
|
- বাংলাদেশের প্রথম ডিজিটাল (স্বয়ংক্রিয়) ভূমি ব্যবস্থাপনা চালু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। - এ ব্যবস্থা চালু হওয়ার ফলে বৃদ্ধি পেয়েছে নিখুঁত ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনা, কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজস্ব আদায়। - এছাড়াও স্বল্প সময়ে পাওয়া যাচ্ছে নামজারি, নথি হালনাগাদ এবং ভূমি সম্পর্কে সঠিক তথ্য ও খতিয়ান।
|
|
| |
|
|
|
- বিশ্বের সব মাতৃভাষা নিয়ে গবেষণার লক্ষ্যে ২০০১ সালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। - ২০০৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। - ২০১০ সালে এটি উদ্বোধন করা হয়।
|
|
| |
|
|
|
- ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে। - ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়। - পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়। (সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)
|
|
| |
|
|
|
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। - মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। - ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। - ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। - ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
|
|
| |
|
|
|
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। - মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। - ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। - ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। - ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন— গোপাল কৃষ্ণ গোখলে (১৯১০) » উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৩০ সালে » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন- ১৯৭৩ সালে » প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে- প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪) » প্রথম সার্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়- ২য় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮১-৮৫) » দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৯০ » দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয়- ১৯৯২ সালে (৬৮টি থানায়) » সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৩ » প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়-২০০২ সালে » প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন করা হয়- ২০০৯ সালে » একযোগে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ২০১৩ সালে
|
|
| |
|
|
|
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (National Primary Education Academy - NAPE) বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান। - ১৯৭৮ সালে 'মৌলিক শিক্ষা একাডেমি' নামে ময়মনসিংহে এটি প্রতিষ্ঠিত হয়। - ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
|
|
| |
|
|
|
BNNC
পূর্ণরূপঃ Bangladesh National Nutrition Council (বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ)
গঠিতঃ ২৩ এপ্রিল, ১৯৭৫
অবস্থানঃ মোহাম্মদপুর, ঢাকা
সভাপতিঃ প্রধানমন্ত্রী
|
|
| |
|
|
|
| |
|
|
|
- ঢাকার অদূরে সাভারের জিরানিতে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। - তবে সাভারের প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র।
|
|
| |
|
|
|
- প্রগতি সিস্টেমের সেবা শিওরক্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। - যার নাম রূপালী ব্যাংক শিওরক্যাশ। - এর মাধ্যমে সারা দেশে বৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি প্রদানসহ মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL বা Bangladesh Telecommunications Company Ltd. - The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে পূর্বের BTTB-কে ১ জুলাই ২০০৮ সালে নাম পরিবর্তন করে BTCL নামকরণ করা হয়। - BTCL এর OTT (Over The Top) কলিং সেবা 'আলাপ'।
|
|
| |
|
|
|
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। "চাঞ্চল্যকর" এবং কঠিন মামলাগুলি তদন্তের জন্য এটি ১৮ সেপ্টেম্বর ২০১২ সালে গঠিত হয়েছিল।
|
|
| |
|
|
|
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (সংক্ষেপে বিকেএসপি) বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র। - ঢাকার অদূরে সাভারের জিরানিতে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। - ৩০ জন ফুটবল ও ৬০ জন হকি খেলোয়াড় নিয়ে ১৪ এপ্রিল ১৯৮৬ যাত্রা শুরু করে বিকেএসপি। - বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক (পাস) ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষাথীর ভর্তি করানো হয়।
|
|
| |
|
|
|
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অথবা এনসিটিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্যে গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। - বাংলাদেশের সব সরকারি বিদ্যালয় এনসিটিবির আওতাধীন।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- ১৯৫৮ সালের ৩১ অক্টোবর পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ ১৯৫৮ (ই. পি. অধ্যাদেশ, ১৯৫৮-এর LXXV নং) দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। - তৎকালীন সময়ে এ অঞ্চলের নৌ পরিবহন খাত নিয়ন্ত্রণ, পরিচালনা ও উন্নয়নের লক্ষে সংস্থাটি গঠিত হয়।
|
|
| |
|