এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড: - দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। - এটি ১৯৬২ সালে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি (GPL) নামে যাত্রা শুরু করে। - ১৯৭৯ সালে এর নাম পরিবর্তন করে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (PPU) রাখা হয়। - ১৯৮৩ সালে জনস্বাস্থ্য রক্ষা ও ওষুধ উৎপাদনের লক্ষ্যে এটি আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়। - সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস, ইউনিসেফ, WHO, আইসিডিডিআরবি প্রভৃতি সংস্থায় মানসম্পন্ন ওষুধ সরবরাহ করছে। - এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
NTRCA-এর পূর্ণরূপ হলো Non-Government Teachers' Registration & Certification Authority। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন ও প্রত্যয়ন করে থাকে। -২০০৫ সালে NTRCA প্রতিষ্ঠা করা হয়।
উত্তরা গণভবন: - ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। - নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। - ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। - পরবর্তীতে রাজ প্রাসাদটি ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে। - স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন। - উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। - বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা-রাণীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্যসামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, - ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন।
বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এর নাম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি। এই ইনস্টিটিউটটি পার্বত্য চট্টগ্রামের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) উপজাতিদের (যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, খিয়াং, ম্রো, বম, খুমি, চাক) ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, সঙ্গীত, নৃত্যকলা এবং জীবনধারা সংরক্ষণ, গবেষণা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। -এটি সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে থাকে।
জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
বর্তমানে বাংলাদেশের GI পণ্য ২১টি। - ৯ জানুয়ারি ২০২৪ দেশের ২১তম GI পণ্য হিসেবে সনদ দেওয়া হয় - কুষ্টিয়ার তিলের খাজা
- উড়ির চর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় অবস্থিত। - এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। - উড়ির চর একটি নতুন দ্বীপ, যা ১৯৭০-৭১ সালের ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের ফলে জেগে উঠেছিল। - উড়ির চরের আয়তন প্রায় ১৪.৭০ বর্গকিলোমিটার। - এটি একটি জনবহুল দ্বীপ, যার জনসংখ্যা প্রায় ১২,৪২১ জন। - উড়ির চরের প্রধান পেশা হল মৎস্য চাষ ও কৃষি।
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন— গোপাল কৃষ্ণ গোখলে (১৯১০) » উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৩০ সালে » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন- ১৯৭৩ সালে » প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে- প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪) » প্রথম সার্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়- ২য় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮১-৮৫) » দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৯০ » দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয়- ১৯৯২ সালে (৬৮টি থানায়) » সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৩ » প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়-২০০২ সালে » প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন করা হয়- ২০০৯ সালে » একযোগে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ২০১৩ সালে
• স্বল্পমেয়াদী পরিকল্পনা : সাধারণত এক বছরের বা তার কম সময়ের জন্য এ পরিকল্পনা প্রণীত হয়। একে অনেক সময় বার্ষিক পরিকল্পনাও বলা হয়ে থাকে। • মধ্যমেয়াদী পরিকল্পনা : এ ধরনের পরিকল্পনা সাধারণত এক বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম সময়কালের জন্য প্রণীত হয়। কখনো কখনো একে অন্তবর্তীকালীন পরিকল্পনাও বলা হয়। • দীর্ঘমেয়াদী পরিকল্পনা : দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য এ পরিকল্পনা প্রণয়ন করা হয়। সাধারণত পাঁচ বছর হতে বিশ বছর পর্যন্ত এ পরিকল্পনার মেয়াদ নির্ধারিত হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র- অবস্থানঃ পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুরে। সহায়তাকারী দেশঃ রাশিয়া। চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়ার প্রতিষ্টান ‘অ্যাটমস্ট্রয় এক্সপার্ট’ এর সাথে ‘ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। চুড়ান্ত ঋন চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ জুলাই ২০১৫। নির্মাণে ১২.৬৫ বিলিয়ন ইউএস ডলার ব্যয় হবে যার ৯০% রুশ সরকার ঋণ হিসেবে জোগান দেবে। দুইটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের একটি (রূপপুর-১) ২০২৩ সাল এবং অন্যটি (রূপপুর-২) ২০২৪ সাল নাগাদ কর্মক্ষম হবে। উৎপাদন ক্ষমতা -২৪০০ মেগাওয়াট, কেন্দ্রটির আয়ূষ্কাল -৫০ বছর।
- জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পর ১৭ জানুয়ারি, ১৯৭২ বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
- বাংলাদেশের জাতীয় পতাকায় দুটি রং রয়েছে। - সবুজ আয়তক্ষেত্রের মাঝে লাল বৃত্ত, যার অনুপাত হল ১০ঃ ৬ বা ৫ঃ ৩। - এ আয়তকার গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্তের সমন্বয়ে বাংলাদেশের জাতীয় পতাকা পৃথিবীর যেকোনো দেশের জাতীয় পতাকার তুলনায় অনন্য।
-পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত । -এটি দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে নির্মাণধীন ।
- ১৯৯৮ সালে বঙ্গবন্ধু বহুমুখি সেতু উদ্বোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়কসহ দীর্ঘতম রেল সেতুর মর্যাদা লাভ করে, যার দৈর্ঘ্য ৪.৮ কি.মি। - তবে একক বৃহত্তম রেলসেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ। - সেতুটি কুষ্টিয়া-পাবনা পয়েন্টে পদ্মা নদীর উপর অবস্থিত। - এর দৈর্ঘ্য ১.৮ কি.মি। - নির্মাণকাল ১৯১০-১২। - ১৯১৫ সালে লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন।
-উ-থান্ট জাতিসংঘের ৩য় ও এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
-তিনি ১৯৬১-১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।
-মিয়ানমারের নাগরিক উ থান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মহাসচিবের দায়িত্ব পালন
করেন।
বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ১ উপধারায় বলা হয়েছে যে “বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।” বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে,“বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।”
- বাংলাপিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। - এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি-রম আকারে উপলব্ধ।
- বাংলাদেশে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম ২০২১ সালের ২৭ জানুয়ারি শুরু হয়। - প্রথম টিকা দেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে। - এই টিকা ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা- কোভিশিল্ড। - ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি যৌথভাবে তৈরি করেছে।
- বাংলা একাডেমী আমাদের মহান ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফসল। - জাতির মেধা মননের প্রতীক হিসেবে খ্যাত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। - মাতৃভাষা আন্দোলনের গৌরবকে ধারণ করে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার মধ্য দিয়ে ঐতিহ্যভিত্তিক একটি নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি। - এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
- নৈপুণ্য অ্যাপ বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলাম পরিচালনার একটি স্মার্ট মোবাইল অ্যাপ্লিকেশন। - দেশের নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের জন্য ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। - ২০২৩ সালে অ্যাপটিতে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে। - ২০২৪ সাল থেকে ৭টি শ্রেণিতে এই অ্যাপের মাধ্যমে মূল্যায়ন হবে।
- ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল পঠনের লক্ষ্যে জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের উদ্যোগে 'কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠিত হয়। এই কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। - এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, সারিক ক্লাপটন, লিয়ন, রাসেল, বিলি প্রিস্টন ও বব ডিলান সঙ্গীত পরিবেশন করেন। - এই কনসার্টে মোট ৪০ হাজার মানুষের সমাগম হয়।
• শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে ২০১৭ সাল থেকে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, এবং সাদ্রি এই পাঁচ ভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পড়াশোনার জন্য বই বিতরণ করে আসছে সরকার। ২০২৩ সালে, জেলায় ৭০৭টি প্রাথমিক ও ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন— গোপাল কৃষ্ণ গোখলে (১৯১০) » উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৩০ সালে » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন- ১৯৭৩ সালে » প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে- প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪) » প্রথম সার্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়- ২য় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮১-৮৫) » দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৯০ » দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয়- ১৯৯২ সালে (৬৮টি থানায়) » সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৩ » প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়-২০০২ সালে » প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন করা হয়- ২০০৯ সালে » একযোগে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ২০১৩ সালে
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।