Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
বিভাগ ও জেলা (39 টি প্রশ্ন )
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর শুল্ক স্টেশন।
• ময়মনসিংহ অষ্টম প্রশাসনিক বিভাগ।
• ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।
• ২০১৫ সালের ১২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন।
• পরবর্তীতৈ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।
আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি।
-এর মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কি.মি.।
-আর আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ (৬৮৩.১৪ বর্গ কি.মি.)।
-অন্যদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল জেলার আয়তন যথাক্রমে- ৫২৮৩ বর্গ কি.মি.. ৪৩৬৩.৪৮ বর্গ কি.মি. ও ২৭৮৪.৫২ বর্গ কি.মি.।
বাংলাদেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে, এরমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুসারে,
- জনসংখ্যায় বৃহত্তম বিভাগ : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ : বরিশাল; ৯১,০০,১০২ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার বেশি : ঢাকা (১.৭৪%) বিভাগ।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে : বরিশাল (০.৭৯%) বিভাগে.
- পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক ঢাকা; ১০৩.৪০ : ১০০ বিভাগে.
- পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন চট্টগ্রাম; ৯৩.৩৮ : ১০০ বিভাগে.
- জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব কম : বরিশাল বিভাগে(প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।
- সাক্ষরতার হার সর্বাধিক : ঢাকা; ৭৮.০৯% বিভাগে।
- সাক্ষরতার হার সর্বনিম্ন : ময়মনসিংহ; ৬৭.০৯% বিভাগে.
- জনসংখ্যায় বৃহত্তম জেলা : ঢাকা; ১,৪৭,৩৪,০২৫ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা : বান্দরবান; ৪,৮১,১০৯ জন।
- পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক জেলা ঢাকা; ১১৫.৪৫ : ১০০।
- পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া; ৮৬.৯৯ ঃ ১০০।
- জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা জেলা(প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।
- জনসংখ্যার ঘনত্ব কম রাঙ্গামাটি জেলা (প্রতি বর্গকিমি ১০৬ জন)।
- সাক্ষরতার হার সর্বাধিক জেলা : পিরোজপুর; ৮৫.৪১%।
- সাক্ষরতার হার সর্বনিম্ন জেলা : জামালপুর; ৬১.৫৩%।
- জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন : ঢাকা উত্তর; ৫৯,৭৯,৫৩৭ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন : বরিশাল; ৪,১৯, ৩৫১ জন।
- সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)।
- কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব কম : রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)।
আটঘরিয়া উপজেলা

• এটি পাবনা জেলায় অবস্থিত
• আয়তন: ১৮৬.১৫ বর্গ কিমি।
• অবস্থান: ২৪°০৩´ থেকে ২৪°১২´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১০´ থেকে ৮৯°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ।
• সীমানা: উত্তরে চাটমোহর ও ফরিদপুর উপজেলা, পূর্বে সাঁথিয়া উপজেলা, দক্ষিণে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা, পশ্চিমে বড়াইগ্রাম উপজেলা।

• জলাশয় প্রধান নদী:ইছামতি, চিকনাই ও কামালা।

• প্রশাসন আটঘরিয়া থানা গঠিত হয় ১৩ জানুয়ারি ১৯১৫ সালে। উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে।
- প্রশাসনিক সুবিধার্থে সরকার দেশের সমগ্র অঞ্চলকে নির্দিষ্টকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সেখানে সরেজমিনে যে প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়, তাকে মাঠ প্রশাসন বলা হয়।
- মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন। জেলার পর আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত।
- টেকনাফ স্থল বন্দরটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত।
- এই বন্দরের বিপরীতে মায়ানমারএর মংডু স্থল বন্দর অবস্থিত।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের নির্মিত প্রথম উড়াল মেট্রোরেল যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।

মেট্রোরেল এমআরটি লাইন -৬
। অনুমোদন : একনেক সভায় ১৮ ডিসেম্বর, ২০১২
। নির্মাণ কাজ শুরু : ২৬ জুন, ২০১৬
। উদ্বোধন : ২৮ ডিসেম্বর, ২০২২ (উত্তরা-আগারগাঁও)
। রুট : উত্তরা থেকে কমলাপুর
। উন্নয়ন সহযোগী : জাইকা, জাপান
। মালিকানা : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)
। দৈর্ঘ্য : ২১.২৬ কিলোমিটার
। স্টেশন সংখ্যা :১৭ টি
। সক্ষমতা : ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে
। প্রথম নারী চালকঃ মরিয়ম আফিজা
। পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু করে লন্ডন শহরে ১৮৬৩ সালে। 
। মেট্রোরেল উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০টাকার স্মারক নোট মুদ্রণ করেছে। 

ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর।একে একটি জেলা হিসাবে ঘোষণা করা হয় ১৭৮১ সালে।এর অধীনে ছিল খুলনা,ফরিদপুর,পাবনা,নদীয়া ও চব্বিশ পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ত্ব দেয়। ১৭৮৬ সালের ৪ঠা এপ্রিল মি. টিলম্যান হেঙ্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তৎকালীন সরকারের কর্তা ব্যক্তিরা তার প্রস্তাবে সাড়া দিলে ১৭৮৬ সালে যশোর কালেক্টরেট এর যাত্রা শুরু হয়। মি. টিলম্যানকে যশোর জেলার জেলার প্রথম কালেক্টর নিযুক্ত করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আয়তনে দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ: চট্টগ্রাম । জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ: ঢাকা ।
বাংলাদেশের উপকূলীয় জেলা ১৯ টি। এগুলো হলো-বক্সবাজার, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, গোপালগঞ্জ, যশোর, ঝালকাঠি, খুলনা, লক্ষ্মীপুর, নড়াইল, নোয়াখালি, পিরোজপুর, সাতক্ষীরা, শরীয়তপুর ও পটুয়াখালী।
বাংলাদেশের একমাত্র জেলা দ্বীপ।
- ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা ভোলা।
- সরকার ঘোষিত ইলিশের একটি অভয়াশ্রম ভোলা জেলায়। 
- ভোলা জেলা বিখ্যাত চরসমূহ : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
শ্যামনগর বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার একটি উপজেলা। এটি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা
- বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন হল 'দহগ্রাম'
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ , নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জ। এছাড়াও রাজশাহী বিভাগ ৬৭টি উপজেলা, ৫৯টি পৌরসভার এবং ৫৬৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। রাজশাহী, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের চারটি প্রধান বাণিজ্যকেন্দ্র এবং বড় শহর। নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট প্রধান কৃষি এলাকা। রাজশাহী হল এ বিভাগের রাজধানী।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়, বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের অন্যতম। মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন মতিনগর নামে পরিচিত।
-তেভাগা আন্দোলন ১৯৪৬ সালের ডিসেম্বর -এ শুরু হয়ে ১৯৪৭ সাল পর্যন্ত চলে।
-বর্গা বা ভাগ-চাষীরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুইভাগ পাবে চাষী, এক ভাগ জমির মালিক- এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত।
-তৎকালীন পূর্ব বাংলার চাঁপাইনবাবগঞ্জে এবং পশ্চিমবঙ্গে এই আন্দোলন সংগঠিত হয়।
-তবে দিনাজপুর ও রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল।
-ইলা ইত্র ও হাজী মোহাম্মদ দানেশ এঈ আণ্ডোলনে নেতৃত্ব দেন।

ইংরেজ শাসনামলে ১৯০৬ সালে চট্টগ্রামের পার্বত্য এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি নিয়ে প্রথম পরিকল্পনা করা হয়। এসংক্রান্ত দ্বিতীয় গবেষণাটি হয় ১৯২৩ সালে। তবে ১৯৪৬ সালে বর্তমান বাঁধ এলাকার ৬৫ কিলোমিটার উজানে বরকলে প্রকল্প করার প্রস্তাব করেন। ১৯৫০ সালে মার্জ রেনডাল ভ্যাটেন কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স কাপ্তাইয়ের ৪৫ কিলোমিটার উজানে চিলার্ডাকের একটি সাইট প্রস্তাব করেছিলেন। ১৯৫১ সালে সরকারি প্রকৌশলীরা চিত্মরমকে প্রকল্পের জন্য বেছে নেন। অবশেষে ১৯৫২ সালের শুরুর দিকে বাঁধ নির্মাণের জন্য কাপ্তাইকে নির্বাচিত করা হয়।

 অবশেষে এটি ১৯৬২ সালে চালু হয়। ১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৭৭২ সালে ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয়। এ জেলার আয়তন ১,৪৬৩.৬০ বর্গ কিমি। ঢাকা জেলার উপজেলার সংখ্যা ৫ টি। ঢাকা মোট ৪ বার বাংলার ও সর্বমোট ৫ বার রাজধানী হয়।
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোণা জেলা সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয়েছে। এর আয়তন ১০,৫৫২ বর্গ কিঃমিঃ।
১৮৬৪ সালের ১লা আগষ্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়। কমিশনারের সংখ্যা ছিল ১৪ থেকে ২৩ পর্যন্ত। ব্রিটিশ আমলে ঢাকা পৌরসভায় ১৫ জন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পৌরসভার প্রথম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মি. স্কিনার এবং ঢাকা কলেজের শিক্ষক জর্জ বিলার্ট।
- তিস্তা বাঁধ হলো বাংলাদেশের লালমনিরহাট জেলায় হাতিবান্ধা উপজেলার দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত একটি বাঁধের নাম।
- ১৯৭৯ সালে এটি নির্মাণ করা শুরু হয় এবং ১৯৯৭ - ৯৮ সালে শেষ হয়।

• পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজীপুর। পূর্বে ছিল সেন্টমার্টিন।
• জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট হলো সেন্ট মার্টিন। এই ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর। সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।

 

পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।


- বাংলাদেশের সর্বদক্ষিণের: ছেঁড়া দ্বীপ, টেকনাফ উপজেলা ও কক্সবাজার জেলা।

- সর্বউত্তরের: বাংলাবান্দা, তেঁতুলিয়া উপজেলা ও পঞ্চগড় জেল।

- সর্বপশ্চিমের: মনাকষা,  শিবগঞ্জ উপজেলা ও চাপাইনবাবগঞ্জ জেলা।

- সর্বদক্ষিণের: ছেঁড়া দ্বীপ, টেকনাফ উপজেলা ও  কক্সবাজার জেলা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

∎মুহুরীর চর--ফেনী জেলায় অবস্থিত।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0