জাতীয় অর্জন (61 টি প্রশ্ন )

বাংলাদেশ সরকারের "Community Clinic Model" (কমিউনিটি ক্লিনিক মডেল) জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এই মডেলটি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি কার্যকর ও উদ্ভাবনী পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদে এই মডেলটির প্রশংসা করে একটি প্রস্তাব গৃহীত হয়, যা "Role of the Community Health Workers in the attainment of the Millennium Development Goals" শীর্ষক ছিল। এই প্রস্তাবে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক মডেলকে বিশ্বব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, এবং প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে। এই মডেলটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৮ সালে চালু হয় এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার দ্বারা প্রশংসিত হয়েছে


বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

অধীনতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ তাঁত বোর্ড এর নিয়ন্ত্রণে।
অবস্থান: নরসিংদীর সাহেপ্রতাপ।
প্রতিষ্ঠা: ১৯৮১ সালে তাঁতিদের প্রশিক্ষণের জন্য।
ডিপ্লোমা কোর্স: ২০১০ সালে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়, যেখানে তাঁতি ও তাঁদের পরিবারের সন্তানদের জন্য ১০% কোটা সংরক্ষিত।
কোর্স কাঠামো: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলামের অনুযায়ী পরিচালিত।
৭ জন বাংলাদেশি এভারেস্টজয়ী
১. মুসা ইব্রাহীম
- এভারেস্ট জয়: ২৩ মে ২০১০
- বিশেষ তথ্য: বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী
২. এম এ মুহিত
- এভারেস্ট জয়: ২১ মে ২০১১ এবং ১৯ মে ২০১২
- বিশেষ তথ্য: দু'বার এভারেস্টজয়ী
৩. নিশাত মজুমদার
- এভারেস্ট জয়: ১৯ মে ২০১২
- বিশেষ তথ্য: বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী
৪. ওয়াসফিয়া নাজরীন
- এভারেস্ট জয়: ২৬ মে ২০১২
- বিশেষ তথ্য: বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্টজয়ী
৫. মো. খালেদ হোসাইন
- এভারেস্ট জয়: ২০ মে ২০১৩
- বিশেষ তথ্য: তিনি নেমে আসার পথে মৃত্যুবরণ করেন
৬. বাবর আলী
- এভারেস্ট জয়: ১৯ মে ২০২৪
- বিশেষ তথ্য: ষষ্ঠ এভারেস্টজয়ী বাংলাদেশি
৭. ইকরামুল হাসান শরিল
- এভারেস্ট জয়: ১৯ মে ২০২৫
- বিশেষ তথ্য: সবচেয়ে বেশি পথ হেঁটে এভারেস্ট জয় করেন। 
বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে । ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলো মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লস এঞ্জেলস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে ।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভঃ
১) IMF – ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
২) Commonwealth – ১৮ এপ্রিল ১৯৭২
৩) WHO – ১৭ মে ১৯৭২
৪) ILO – ২২ জুন ১৯৭২
৫) IBRD (World Bank) – ১৭ আগস্ট ১৯৭২
৬) UNO - ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
৭) UNESCO – ২৭ অক্টোবর ১৯৭২
৮) IAEA - ১৯৭২
৯) NAM – ১৯৭২
১০) FAO – ১২ নভেম্বর ১৯৭৩
১১) OIC - ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪
১২) IDB - ১৯৭৪
১৩) INTERPOL – ১৪ অক্টোবর ১৯৭৬
১৪) ICC-র সহযোগী সদস্য – ২৬ জুলাই ১৯৭৭
১৫) ICC-র পূর্ণ সদস্য – ২৬ জুন ২০০০
১৬) FIFA – ১৯৭৪
১৭) IOC (Olympic) – ১৫ ফেব্রুয়ারী ১৯৮০
- ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার ‘ফুড ফর ওয়ার্ক’ বা কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি চালু করে।
- এ কর্মসূচির বৈশিষ্ট্য ছিল গ্রামীণ শ্রমিকদের মজুরি নগদ অর্থে না দিয়ে খাদ্যশস্যের মাধ্যমে পরিশোধ করা।
- ডব্লিউ.এফ পি (বিশ্ব খাদ্য কর্মসূচি) এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিএল-৪৮০-এর আওতায় প্রাপ্ত খাদ্যশস্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।
বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি'র বিশেষ সম্মেলনে ৩২তম সদস্যপদ লাভ করে।
- OIC প্রতিষ্ঠিত হয় ২১ আগষ্ট ১৯৬৯ সালে।
- এর সদর দপ্তর জেদ্দা (সৌদি আরব) ।
- বর্তমানে OIC- এর সদস্য সংখ্যা ৫৭ ।
- এর দাপ্তরিক ভাষা তিনটি। যথা - আরবি, ইংরেজি, ফরাসি।
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ওআইসির একটি বিশেষায়িত ব্যাংক।
- ২০১৮ সালে দেশে প্রথমবারের মত মোবাইল ফোন নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা চালু করা হয়েছে।
- বিশ্বের ৭২তম দেশ হিসেবে এই সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
- এর মাধ্যমে একটি নম্বরেই যেকোনো অপারেটরের সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ অপারেটর পরিবর্তন করলেও আর মোবাইল নম্বর পরিবর্তন হবে না।
- এই সেবা ১৯৯৭ সালে প্রথম চালু করে সিঙ্গাপুর।
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান, এবং ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার প্রস্থ নিয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মসেতু। 

একজনজরে পদ্মা সেতু : 
♦ পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’।
♦ পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। (যা বিশ্বে প্রথম)
♦ পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
♦ ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল ৫২৪ কোটি টাকা।
♦ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
♦ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
♦ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
♦ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
♦ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
♦ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট।
♦ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
♦ পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।
♦ প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
♦ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি।
♦ পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
♦ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
♦ পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
♦ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
♦ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর।
♦ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।
♦ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।
♦ সেতুটি নির্মিত হলে দেশের মোট জিডিপি ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়বে।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর উন্নয়ন নীতি বিষয়ক কমিটি বা Committee For development policy (CDP) ২০১৮ সালে বাংলাদেশকে Least Developed Countries (LDC) থেকে উত্তোরণের জন্য প্রথম স্বীকৃতি দেয়।
- CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল।
- কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত-মার্কিন নাগরিক শেখ মুজাহিদুর রহমান।
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এ সিনেট সোমবার শপথ নেন। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি শুধু প্রথম মুসলিম সিনেটরই নন, বরং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব এবং সোচ্চার কন্ঠস্বরের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন পুরষ্কার পান।
- জাতিসংঘ এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা ( IOM )-  সমর্থিত জোট Global Centre for Climate Mobility ( GCCM )  তাকে এ পুরস্কারে ভূষিত করে।
- ১ ডিসেম্বর ২০২৩ পুরস্কারটি হস্তান্তর করা হয়।

অন্যদিকে,
- ২০১৪ সালে ইউনেস্কো তাঁকে ‘শান্তিরবৃক্ষ’ এবং ২০১৫ সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতায়নের জন্য তাঁকে রিজিওনাল লিডারশীপ পুরস্কার এবং গ্লোবাল সাউথ-সাউথ ডেভলপমেন্ট এক্সপো-২০১৪ ভিশনারি পুরস্কারে ভূষিত করে।
- জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশীপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ-২০১৫’ পুরস্কারে ভূষিত করেছে।
- জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার পেয়েছেন - ড. মুহাম্মদ ইউনুস


-বাংলাদেশ অলিম্পিক সংস্থা বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে প্রতিনিধিত্ব করছে।

-এর আইওসি কোড হচ্ছে BAN।

-এছাড়াও, ক্রীড়া সংস্থা হিসেবে এটি কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের যাবতীয় কার্যাবলী সম্পাদন করছে।

-সংস্থার সদর দফতর ঢাকায় অবস্থিত।

-বাংলাদেশ অলিম্পিক সংস্থা বা বিওএ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।

-বাংলাদেশ ৪৫ সদস্যবিশিষ্ট এশিয়া অলিম্পিক কাউন্সিলের অন্যতম সদস্য।

-১৯৮০ সালে এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পায়।


-বিএনএস পদ্মা হলো বাংলাদেশ নৌবাহিনীর একটি অজয় শ্রেণীর প্যাট্রোল ভেসেল। ১৯৭৩ সালে এটি ভারতীয় নৌবাহিনী উপহার হিসেবে দিয়েছিল। জাহাজটি ১৯৭৩ সালের ১২ এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীতে চালু হয়েছিল।
৯ জুন ২০২২ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (LDC), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (LLDC) এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (SIDS) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এ ফোরামে কাজ করবেন। পররাষ্ট্র ক্যাডারের সদস্যদের মধ্যে এই প্রথম একজন নারী কূটনীতিক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পান। অন্যদিকে, ২৫ এপ্রিল ২০১২ প্রথম বাংলাদেশি নারী হিসেবে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ পান আমিরা হক। এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং সাবেক রাষ্ট্রদূত আনোয়ার-উল করিম চৌধুরীও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ''বাংলাদেশ স্যাটেলাইট-১' '
- এটি ১২ মে ,২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস ফ্যালকন -৯ রকেট উৎক্ষেপণ করা হয় ।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ।
- 'বাংলাদেশ স্যাটেলাইট-১' এর ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হল ১৬০০ মেগাহার্টজ এবং এর আয়ুষ্কাল ১৫ বছর ।
- এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালাস  অ্যালেনিয়া স্পেস কোম্পানি
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ।
উল্লেখ্য ,'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয় ।
'রামসার সাইট' হলো বিশ্বব্যাপী জীব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্র্যাস যা ১৯৭১ সালে ইরানের রামসারে স্বাক্ষরিত হয়েছিল ।
বাংলাদেশের রামসার স্থান ক্রমানুসারেঃ
১. সুন্দরবন,
২. টাঙ্গুয়ার হাওর (সুনামগঞ্জ) 
৩. হাকালুকি হাওর(মৌলভীবাজার), 
টাঙ্গুয়ার হাওড়কে 'পরিবেশগত সংকটাপন্ন' এলাকা হিসেবে চিহ্নিত করা হয় ১৯৯৯ সালে । ২০০০ সালে ২০ জানুয়ারি 'রামসার সাইট' ঘোষণার পর বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে হাওড়ে আসতে হয়। 
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীঃ
- গঠিত হয়ঃ ১৯৪৮ সালে (আরব-ইসরাইলের প্রথম যুদ্ধের প্রেক্ষাপটে)
- গঠন করেঃ নিরাপত্তা পরিষদ
- অন্য নামঃ Blue Beret.
- প্রথম মিশনের নামঃ United Nations Truce Supervision Organisation (UNTSO) এটি জেরুজালেমে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে এটি এখনো কর্মরত। সবচেয়ে দীর্ঘস্থায়ী মিশন।
- জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নোবেল পুরস্কার লাভ করে - ১৯৮৮ সালে।
-  আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ
- সদস্য হয়ঃ ১৯৭৯ সালে।
- প্রথম অংশগ্রহণ করেঃ ১৯৮৮ সালে ; জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG) এ ১৫ জন সেনা।
- প্রথম মিশনে যায়- সেনাবাহিনী( ১৯৮৮), পুলিশ (১৯৮৯, নামিবিয়া), নৌ ও বিমানবাহিনী (১৯৯৩), নারী পুলিশ(১৯৯৯, পূর্ব তিমুর)
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণে নির্মিত স্তম্ভ- শান্তিস্তম্ভ (জাতীয় প্যারেড স্কয়ারে)
- বাংলাদেশ নারীরা প্রথম পূর্ণাঙ্গ মিশন নিয়ে শান্তিরক্ষী মিশনে যায়- ২০১০ সালে (কঙ্গোতে, ৮১ জন) ; নাম ছিলোঃ ফর্মেড পুলিশ ইউনিট।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় - ঢাকা
- BIPSOT- বাংলাদেশ ইনিস্টিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রতিষ্ঠা - ১৯৯৯ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে।
 

বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক সামগ্রী হিসেবে স্বীকৃতি পায় জামদানি ১৭ নভেম্বর ২০১৬ । ৬ আগস্ট ২০১৭ DPDT জাতীয় মাছ ইলিশ কে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় GI পণ্য হিসাবে নিবন্ধিত হলো। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে ক্ষীরশাপাতি আমকে বাংলাদেশের ৩য় GI পণ্য (foodstuff) হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৮ ডিসেম্বর মসলিনকে বাংলাদেশের চতুর্থ জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।২৬ এপ্রিল ২০২১ সালে রাজশাহী সিল্ক ৫ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়। জামদানী, ইলিশ, ক্ষিরশাপাতি আম, মসলিন, রাজশাহী সিল্ক। রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ ও বাংলাদেশি কালিজিরা সর্বশেষ ২৪ এপ্রিল, ২০২২ বাগদা চিংড়ি সনদ পেল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। বাংলাদেশ INTERPOLE এর সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালে।
WTO - এর পূর্ণরুপ World Trade Organization । এর পূর্ব নাম GATT। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ১ জানুয়ারি। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এর নামকরণ করা হয় WTO । সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় । ১ জানুয়ারি ১৯৯৫ বাংলাদেশ ডব্লিউিটও-এর ২৮ তম সদস্যপদ লাভ করে।
- গত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠিয়ে আসছে বাংলাদেশ। এই মিশনে যেসব দেশ থেকে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানো হয় তার মধ্যে প্রথম সারির দেশ বাংলাদেশ।
- বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলারক্ষাকারী ও সামরিক বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত । 
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত । 
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
  -- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
  -- ১০ টি অস্থায়ী সদস্য । 
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন ।
- বাংলাদেশের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম সভাপতিত্ব করেন 'আনোয়ারুল করিম চৌধুরী'
- বাংলাদেশ ২ বার স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে), দ্বিতীয়বার ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঃ

- ১৯৬১ সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৬২ সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী তীরবর্তী রূপপুর-কে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয়।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।


পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু ' 
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর,২০১৫ সালে ।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি . মি এবং প্রস্থ ১৮.১০ মিটার । 
- এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি ।
- এর সংযোগস্থল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
- ভূমিকম্পের সহনীয় মাত্রা রিখটার স্কেল ৯
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।


শক্তিশালী ব্যাকটেরিয়া নিধনে বিশ্বকে নতুন এন্টিবায়োটিক দিলো বাংলাদেশ পাট নিয়ে দুই দশকের গবেষনার পর পাটের বীজ থেকে তৈরি হেমিকরসিন নামে এন্টিবায়োটিক আবিষ্কার করলো বাংলাদেশের বিজ্ঞানীরা। 
- তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের দু’জন অধ্যাপক হাসিনা খান ও রিয়াজুল ইসলাম এবং জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক আফতাব উদ্দিনের নেতৃত্বে গবেষক দল এই এন্টিবায়োটিকের আবিস্কার করেছেন। 

- যুক্তরাজ্যের লন্ডনে সরকারি ভাবে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ভাষার মর্যাদা পেয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা।
- সম্প্রতি সেখানে বাংলা ভাষাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
- বর্তমানে লন্ডনে প্রায় ৭২ হাজার বাংলা ভাষাভাষী লোক রয়েছে।
- জনপ্রিয়তা ও ব্যবহারের দিক দিয়ে ইংরেজির পরেই এর অবস্থান। পোলিশ ও তুর্কি রয়েছে বাংলার পরেই। 
- উৎক্ষেপণ করা হয় : ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮)
- নিমার্তা বা প্রস্তুত কারক প্রতিষ্ঠান : Thales Alenia Space ( ফ্রান্স )
- উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান :  Space X ( যুক্তরাষ্ট্র )
- স্যাটেলাইট বহনকারী রকেটের নাম : Falcon 9
- স্যাটেলাইট পরিচালনা করবে প্রতিষ্ঠান : বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লি.( BCSCL)
- স্যাটেলাইটের ট্রান্সপন্ডার : ৪০ টি। এর মধ্যে ১৪ টি ’সি’ ব্যান্ডের ( c-band) এবং ২৬ টি ‘কে-ইউ’ ব্যান্ডের ( k-band )।
- স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কোথায় : ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
- স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন : ২ টি- সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র গাজীপুর এবং সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র বেতবুনিয়া।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলাদেশ সরকার তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের প্রায় ৮.৮% নতুন সামুদ্রিক সুরক্ষিত এলাকা ঘোষণা করেছে।
- সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ-১৯৮৩-এর অধীনে, ৪ জানুয়ারী ২০২২ পর্যন্ত সরকার মোট ৭৩৬৭ বর্গ-কিমি সমুদ্র সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে যা বাংলাদেশের মোট এক্সক্লুসিভ ইকোনমিক জোনের প্রায় ৮.৮% কভার করে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0