Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
চলচ্চিত্র (38 টি প্রশ্ন )
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।
- বাংলাদেশের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় ১৯৭৫ সালে।
- এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
- তবে এই পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছিল ১৯৭৬ সালের ৪ এপ্রিল।
- প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে "লাঠিয়াল"।
- এছাড়া শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আনোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ববিতা পুরস্কার পান।
- এই পুরস্কারটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় এবং এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি।
- ১৯৭৫ সাল থেকে এই পুরস্কারটি প্রতি বছর প্রদান করা হচ্ছে।

- ‘চিত্রা নদীর পারে’ তানভীর মোকাল্লেম পরিচালিত ১৯৯৮ সালের বাংলাদেশী চলচ্চত্র ।
- ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা এই ছবিতে দেখানো হয়েছে।

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার'।
- বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়।
- বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। 
• ইংরেজি নাম : MUJIB: THE MAKING OF A NATION
• পরিচালক : শ্যাম বেনেগাল
• সহযোগী পরিচালক : দয়াল নিহালানি
• প্রযোজনা কোম্পানি : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), ভারত । 
• পরিবেশক : জাজ মাল্টিমিডিয়া
• মুক্তি : ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ) ও ২৭ অক্টোবর ২০২৩ (ভারতসহ বিশ্বব্যাপী)
• দৈর্ঘ্য : ১৭৮ মিনিট
• বাংলাদেশের প্রথম সিনেমা হল শাবিস্তান, পূর্ব নাম ছিল পিকচার হাউজ। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেজার নামক একজন ইংরেজ আরমানিটোলায় প্রতিষ্ঠা করেন এই হল। গ্রেটাগার্বোর একটি ছবি দিয়ে এই সিনেমা হলের যাত্রা শুরু হয়।
• বাংলাদেশের প্রথম সিনেমা হল শাবিস্তান, পূর্ব নাম ছিল পিকচার হাউজ। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেজার নামক একজন ইংরেজ আরমানিটোলায় প্রতিষ্ঠা করেন এই হল।
• মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
•  ভারত ও বাংলাদেশ-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০১০ সালে মুক্তি পায়।
•  ছবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অভিনয় করেছেন।
•   সুনীল গঙ্গোপাধ্যায় এর মনের মানুষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি, এতে লালন ফকিরের জীবন ও কর্মের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
তাক্রিদি চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন সজীব ত্রিপুরা। ত্রিপুরা ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি

সুজুতি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোয়েব সাদিক রাজিব। সাওতালদের নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র এটি
- যৈবতী কন্যার মন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নারগিস আক্তার
- সেলিম আল দীনের নাটক থেকে নির্মিত চলচ্চিত্র এটি
- 'Bangladesh Liberation War 1971' এর পরিচালক তানভীর মোকাম্মেল
- মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এটি
- আগস্ট ১৯৭৫ ' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সেলিম খান ও শামীম আহমেদ রনি ।
-১৫ ই আগস্ট ,১৯৭১ এর ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র এটি
তংস্মাসে (গিরিকন্যা ) চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন প্রদীপ ঘোষ ও কাহিনীকার হচ্ছেন মং উষা থোয়াই মারমা । মারমা ভাষায় প্রথম চলচ্চিত্র

'ভয়ংকর সুন্দরবন 'চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। সুন্দরবনকে নিয়ে নির্মিত চলচ্চিত্র।
'নদী ও নির্মাতা' চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন প্রসূণ রহমান। তানভীর মোকাম্মলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র এটি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- গোর চলচ্চিত্রটি রচনা করেছেন গাজী রাকায়েত ও ফরিদুল রেজা সাগর
- দেশের প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি চলচ্চিত্র এবং ৯৪ তম অস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছিল
- তর্জনী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'সোহেল রানা বয়াতি'
- ৭ই মার্চের ভাষণ নিয়ে নির্মিত চলচ্চিত্র
- ১৯৭১, ১৯৭৫ এবং ২০১৭ এই তিন সময়কে উপস্থাপন করা হয়েছে
- এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'শ্যাম বেনেগাল'
- ছবিটির নাম শুরুতে বঙ্গবন্ধু রাখা হলেও পরবর্তীতে নাম পরিবর্তন হয়
- বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন 'আরেফিন শুভ'
- 'জেঁকে ১৯৭১' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'ফখরুল আরেফিন খান '
- মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী মানুষের সহযোগিতা করার লক্ষ্যে পাকিস্তানি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি নাগরিক জেঁকে ।সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র
- 'বঙ্গমাতা' চলচ্চিত্রটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী
- এই চলচ্চিত্রটি 'শেখ ফজিলুতুন্নেসা মুজিবকে ' নিয়ে নির্মিত
'জয় বাংলা' হচ্ছে মুনতাসীর মামুনের উপন্যাস অবলম্বনে পরিচালিত একটি 'চলচ্চিত্র'
-এটি রচনা করেছেন 'কাজী হায়াত'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'চিরঞ্জীব মুজিব'। নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় এটি নির্মিত হয়েছে। ছাত্রনেতা থেকে বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্বদান এবং বাংলার ভবিষ্যৎ বিনির্মাণে প্রধান নেতা হয়ে ওঠা একজন চিরঞ্জীব মুজিবের গল্প এই চলচ্চিত্রের মূল প্রেক্ষাপট।
জীবনঢুলী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। ১৯৭১ সালে এদেশের সাধারণ মানুষদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে তারই এক চলমান দলিল এ চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। পরিচালকঃ তানভীর মোকাম্মেল
দেশের ১ম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম → ‘মুজিব আমার পিতা’ (পরিচালক – সোহেল মোহাম্মদ রানা)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পরিচালক সত্যজিৎ রায় প্রযোজক পশ্চিমবঙ্গ সরকার রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় চিত্রনাট্যকার সত্যজিৎ রায় উৎস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক পথের পাঁচালী
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0