Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাচীনতম/প্রথম (131 টি প্রশ্ন )
- ২৯ সেপ্টেম্বর, ১৮৬২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে।
- এই লাইনকে বর্ধিত করে ১৫ নভেম্বর, ১৮৬২ সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩.১১ কি.মি. ব্রডগেজ রেললাইন চালু করা হয়।
- এটিই বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে বৃটিশ আমলে স্থাপিত প্রথম রেললাইন।
- ১৪ আগস্ট, ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর বেঙ্গল-আসাম রেলওয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত হয়ে যায়।
- ১ ফেব্রুয়ারি, ১৯৬১ সালে পাকিস্তান অংশের নামকরণ করা হয় পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে।
- ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশের পর এদেশের রেলওয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেলওয়ে।
- সাইদা খানম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী।
- ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- সাইদা খানম ১৯৫৬ সালে 'বেগম' পত্রিকায় কাজ করার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।
- তিনি সত্যজিৎ রায়ের তিনটি চলচ্চিত্র - 'পথের পাঁচালী', 'অপরাজিত' এবং 'পরশপাথর'-এর আলোকচিত্র গ্রহণ করেন।
- সাইদা খানম তাঁর কাজের জন্য অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
- তিনি ২০১২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন।
- তিনি ২০২০ সালের ১৫ আগস্ট ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

- গোপালগঞ্জে তৈরি হচ্ছে দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট।
- পরিকল্পনা কমিশনের সূত্রমতে, এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার নামের ভ্যাকসিন প্লান্ট হবে গোপালগঞ্জে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। - ২০২৩ এর জানুয়ারি থেকে ২০৩০ সালের শেষ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। যেখানে ২ হাজার ৬৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। আর সরকারি অর্থায়ন ৪২০ কোটি টাকার।
- প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সর্বজনীন টিকা কার্যক্রম (ইপিআই) শক্তিশালী হবে। আর ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণার সুযোগ তৈরি হবে।
- প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের এবং ২০২৯ সালে আরো নয় ধরনের টিকা উৎপাদন করা সম্ভব হবে।
- ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিহীন-গৃহহীনদের জন্য পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শুরু করেন।
- ১৯৯৭ সালে বর্তমান প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সমগ্র দেশে আশ্রয়ণ প্রকল্প শুরু করেন।
সর্বজনীন পেনশন কর্মসূচি (ইউপিপি) হল একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি যা বাংলাদেশের সকল নাগরিকের জন্য অবসরকালীন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এই কর্মসূচির অধীনে, ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণকারীরা তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ মাসিক কিস্তি হিসাবে জমা করতে পারে। এই কিস্তিগুলির উপর সরকারি অনুদানও প্রদান করা হয়। এটি চালু হয়েছে ১৭ আগস্ট ২০২৩। এটে ৪টি স্কিমা আছে।
- বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী কে জি মুস্​তাফা। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটসহ আরও গুরুত্বপূর্ণ স্মারকের নকশাকারও তিনি।

ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ১৮৬২ সালের ১৫ই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- দেশের প্রথম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়'।
- এটি লালমনিরহাটে অবস্থিত।
- দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের পরিত্যক্ত বিমানবন্দরে এটি নির্মিত হয়। 
১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়। ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।

ঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার কালিয়াকৈর শহরে অবস্থিত।
 ২০১০ সালে তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস ও আর্থ-সামাজিক 
সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।

বঙ্গবন্ধু হাইটেক সিটি হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। বঙ্গবন্ধু হাইটেক সিটি-র
 আদি নাম ছিল "কালিয়াকৈর হাইটেক পার্ক"। পরে ২০১৬ সালে এর নাম বদলে "বঙ্গবন্ধু হাইটেক সিটি" রাখা হয়।

প্রত্নতত্ত্ববিদগণ প্রাক্-ঐতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন। এই তিনটি যুগ হল- ১.পুরাপ্রস্তর বা প্রাচীন প্রস্তর বা প্রত্নাশ্মীয় যুগ (Palaeolithic Age), ২. মধ্য প্রস্তর বা মধ্যাশ্মীয় বা ক্ষুদ্রাশ্মীয় যুগ (Mesolithic Age), ৩. নব্য প্রস্তর বা নবাশ্মীয় যুগ (Neolithic Age)।
মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রথম পোশাক রপ্তানি করলেও প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা গড়েছিলেন মোহাম্মদ নূরুল কাদের। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান 'দাইয়ু'–এর সঙ্গে যৌথভাবে চট্টগ্রামে দেশ গার্মেন্টস নামে কারখানা গড়ে তোলেন তিনি। ১৩০ জনকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে ছয় মাসের প্রশিক্ষণ দেন।
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
এগুলো হলো:
- প্রথম কৃষিশুমারি : ১৯৭৭ সালে
- দ্বিতীয় কৃষিশুমারি : ১৯৮৩-৮৪ সালে
- তৃতীয় কৃষিশুমারি : ১৯৯৬ সালে
- চতুর্থ কৃষিশুমারি : ২০০৮ সালে
- পঞ্চম কৃষিশুমারি : ২০১৯ সালে।
-সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল লাইন স্থাপনের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ ও ইন্টারনেট 
সেবার কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৮ সালে বিরামপুর উপজেলার দুর্গাপুরে যাত্রা শুরু করে বিরামপুর হার্ডকোক লিমিটেড নামের শোধনাগারটি। এখানে কয়লা শোধন করে তৈরি হয় হার্ডকোক। এগুলো শিল্প-কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
- প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র।
- যা পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড় নামে ও পরিচিত ছিল।
- বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। 
- পুণ্ড্রদের রাজধানীর নাম পুণ্ড্রনগর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-‘ঐতরেয় আরণ্যক’ হলো আদি বৈদিক ধর্মগ্রন্থ।
-এ গ্রন্থের ঋষি হলেন ঐতরেয় মহীদাস।
-এ গ্রন্থেই সর্বপ্রথম মগধের সাথে ‘বঙ্গ' নামক একটি জনগোষ্ঠীর কথা উল্লিখিত আছে।
-যারা আর্য সভ্যতার সীমার বাইরে বসবাস করত এবং কলিঙ্গের পাশেই ছিল যাদের অবস্থান।


মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার-ঘাট, বাসস্ট্যান্ড, সরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে রয়েছে এ সিসি ক্যামেরা। মঙ্গলবার (৩১ জানুয়ারি, ২০২৩) দুপুরে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্মার্ট শিবচর উপজেলার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা জুড়ে ৮৮০টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন তিনি।
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন— গোপাল কৃষ্ণ গোখলে (১৯১০)
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৩০ সালে
» বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন- ১৯৭৩ সালে
» প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে- প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪)
» প্রথম সার্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়- ২য় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮১-৮৫)
» দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৯০
» দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয়- ১৯৯২ সালে (৬৮টি থানায়)
» সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৩
» প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়-২০০২ সালে
» প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন করা হয়- ২০০৯ সালে
» একযোগে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ২০১৩ সালে

- রিয়াজউদ্দিন তার পারিবারিক গার্মেন্টস ব্যবসায়ে যোগ দেন ১৯৫৮ সালে। করাচি থেকে কাপড় ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র এনে তারা বিক্রি করতেন।  কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তার পরিকল্পনাকে থামিয়ে দেয়। তখন চকবাজারের অন্যসব দোকানপাটের সঙ্গে সঙ্গে রিয়াজউদ্দিনের টেইলরিং শপ এবং ফ্যাক্টরিও পাকিস্তানি সেনাবাহিনী পুড়িয়ে দেয়।  
- স্বাধীনতার পর রিয়াজউদ্দিন নতুন করে তার ব্যবসা শুরু করেন, ১৯৭৩ এ তিনি এর নাম দেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড এবং স্বাধীন বাংলার প্রথম তৈরি পোশাক কারখানা হিসেবে স্বীকৃতি পান। 
- ১৯৭৮ সালের ২৮ জুলাই রিয়াজউদ্দিন ফরাসি ক্রেতা হল্যান্ডার ফ্রঁসের কাছে দশ হাজার শার্ট রপ্তানি করেন। যা ছিল বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানির প্রথম।

বাংলাদেশের জাতীয় পুরস্কার যাত্রার সময়ঃ 
=====================
১৯৬০- বাংলা একাডেমি পুরস্কার
১৯৭৩- বঙ্গবন্ধু কৃষি পদক (রাষ্ট্রপতি পদক)।
১৯৭৬- একুশে পদক / জাতীয় ক্রীড়া পুরস্কার/ জাতীয় চলচিত্র পুরস্কার।
১৯৭৭- স্বাধীনতা পুরস্কার।
১৯৯৩- প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার।


২৮ আগস্ট ২০২২ উদ্বোধন করা হয় দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) অধীনে ৩.৪ একর জমিতে নির্মিত হাসপাতালটি ৭৫০ শয্যা বিশিষ্ট ১১ তলা বিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। হাসপাতালটির বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার ICU । জরুরি বিভাগে রয়েছে ১০০ শয্যা, VVIP কেবিন ৬টি, VIP কেবিন ২৩টি এবং ডিল্যাক্স শয্যা রয়েছে ৩৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে রয়েছে ৮টি করে শয্যা। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা । ১৩ সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0