Solution
Correct Answer: Option C
- সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল থেকে শাখা মূল মাটির ওপরে খাড়াভাবে উঠে আসে।
- এই সব মূলে ছোট ছোট ছিদ্র থাকে।
- এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।
- যেমন: সুন্দরী, গরান ও কেওড়া।