নিচের কোন বাক্যটি শুদ্ধ?

A সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে

B বানান ভূল দোষণীয়

C ইহা প্রমাণ হয়েছে

D ছেলেটি ভয়ানক মেধাবী

Solution

Correct Answer: Option A

- এখানে শুদ্ধ বাক্য হচ্ছে "সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে"।

ভুল: বানান ভূল দোষণীয়।
সঠিক: বানান ভুল দৃষণীয়।

ভুল: ইহা প্রমাণ হয়েছে।
সঠিক: ইহা প্রমাণিত হইয়াছে।

ভুল: ছেলেটি ভয়ানক মেধাবী।
সঠিক: ছেলেটি অত্যন্ত মেধাবী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions