পারিভাষিক শব্দ (245 টি প্রশ্ন )
আদালত, আলেম, ইনসান, ঈদ, খারিজ, ওজর, এলেম ইত্যাদি আরবি শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
Ultimo’ এর অর্থ গত মাস। পুর্বাহ্ন- Forenoon, ঊষা- Dawn, অপরাহ্ণ- Afternoon.
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
রান্নার ‘কয়লা’র ইংরেজি শব্দ Coke। Gem- মনি, Brass- পিতল, Lead- সিসা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
• Consumer goods -ভোগ্যপণ্য (যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক, বাসস্থান ইত্যাদি)।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পাঞ্জাবি ভাষার শব্দ- খালসা, গুরুদুয়ারা, গুরমুখি, চাহিদা, শিখ ইত্যাদি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ফারসি শব্দ সমূহঃ কারখানা,চশমা,জবানবন্দি,তারিখ,তোশক,দফতর,দরবার,দোকান,দৌলত ,নালিশ ,বাদশাহ,বান্দা প্রভৃতি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কলেজ, রেডিও, ডাস্টার  ইংরেজি শব্দ।
File- নথি পারিভাষিক শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- Hydrogen এর পারভাষিক শব্দ- উদজান ।

-আরও কিছু পারিভাষিক শব্দ হলো:
-অম্লজান অর্থাৎ oxygen,
-নথি file,
-প্রশিক্ষণ অর্থাৎ training,
-ব্যবস্থাপক অর্থাৎ manager,
-বেতার radio,
-মহাব্যবস্থাপক general Manager,
-সচিব secretary,
-স্নাতক graduate,
-স্নাতকোত্তর post graduate,
-সমাপ্তি final,
-সাময়িকী periodical,
-সমীকরণ equation
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কয়েকটি দেশি শব্দ-কুলা,গঞ্জ,চোঞ্জা,টোপর,ডাব,ডাগর,ঢেকি ইত্যাদি ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ম্যাজেন্টা > ইতালি শব্দ।
পিস্তল > তুর্কি শব্দ।
আলমারি > পর্তুগিজ শব্দ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
♦ Obstructive- এর পারিভাষিক শব্দ - প্রতিবন্ধকসৃষ্টিকারী।
♦ Obstruct - বাধাদান করা।
♦ Obstructed - বাধাপ্রাপ্ত।
♦ Obstruction - প্রতিবন্ধক।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
Wisdom = বিজ্ঞতা, প্রজ্ঞা /the quality of having experience, knowledge, and good judgment; the quality of being wise

প্রজ্ঞা শব্দটি বুদ্ধিমত্তা ও বোঝার সর্বোচ্চ ও বিশুদ্ধতম রূপ বোঝাতে ব্যবহৃত হয়। প্রজ্ঞা হল প্রজ্ঞার অবস্থা যা যুক্তি ও অনুমান দ্বারা প্রাপ্ত জ্ঞানের চেয়ে উচ্চতর। গভীর ঘুমের অবস্থায়, প্রাণ, অত্যাবশ্যক শ্বাস দ্বারা সীমাবদ্ধ আত্মাকে বলা হয় প্রজ্ঞা।

Synonyms: common sense, judgment, and sense
Antonyms: ignorance, stupidity, thoughtlessness
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।

- Vision শব্দের বাংলা পারিভাষিক অর্থ: দূরদৃষ্টি।
- দূরদৃষ্টি: ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি বোঝার এবং সে অনুযায়ী পরিকল্পনা করার ক্ষমতা।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কিছু গুরুত্তপুর্ণ পারিভাষিক শব্দঃ 
» Mince:- কীমা করা
» Surgeon:- শল্য চিকিৎসক
» Meteor:- উল্কা
» Key-note:- মূলভাব
» Task to task:- তিরস্কার করা
» Neutral:- নিরপেক্ষ
» Oxygen:- অম্লজান
» Overrule:- বাতিল করা
» Odds and ends:- মাঝে মাঝে
» Postgraduate:- স্নাতকোত্তর

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- সেকুলারিজম মানে হলো ধর্মনিরপেক্ষতাবাদ।
- রাষ্ট্রের সকল কার্যক্রম থেকে ধর্মকে পৃথক করার নামই সেকুলারিজম। অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের নিয়মনীতির উপর চলবে না৷
- মধ্যযুগের শাসনব্যবস্থায় (ইউরোপ, মধ্যপ্রাচ্য) বেশিরভাগ ধর্মীয় নিয়ম নীতির উপরে চলত। সেসময় মুসলিম বিশ্বে রাজনীতিতে যেমন খলিফার প্রভাব ছিল ঠিক সেরকম পশ্চিমা রাজনীতিতে পোপের ভূমিকা ছিল। কিন্তু খলিফা পোপদের নিষ্ঠুরতা ধর্মীয় রাজনীূতিকে অনুৎসাহিত করতে থাকে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
প্রত্যাগমন- Reversion | প্রত্যাবর্তন- Return | উপাসনা- worship
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0