'ইচ্ছা' নিয়ে আরও কিছু বাক্য সংকোচনঃ - ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা। - লাভ করার ইচ্ছা লিপ্সা। - হনন করার ইচ্ছা জিঘাংসা - অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা - অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা - অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা - গমন করার ইচ্ছা জিগমিষা - জয় করার ইচ্ছা জিগীষা - জানবার ইচ্ছা জিজ্ঞাসা - নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা।
যার কিছু নেই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হলো অকিঞ্চন।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আরও কিছু বাক্য সংকোচনঃ যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে যা লাফিয়ে চলে -- প্লবগ সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত বৃষ্টির জল --- শীকর গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • পুণ্ডরীকাক্ষ শব্দের অর্থ: পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট।
নিম্নে গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: - 'যার কোন কিছু থেকেই ভয় নেই' - অকুতোভয়৷ - 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' - অনন্যসাধারণ। - 'কি করতে হবে যে স্থির করতে পারে না' - কিংকর্তব্যবিমূঢ়। - 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি। - 'যা কখনো নষ্ট হয় না এমন' - অবিনশ্বর।
অন্যদিকে: - 'যা অপনয়ন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দূরপনেয়। - 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - অপসৃয়মাণ। - 'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান।
কিছু গুরত্বপূর্ণ বাক্য সংকোচন: • চক্ষুর সম্মুখে সংঘটিত - চাক্ষুষ। • জীবিত থেকেও যে মৃত- জীবন্মৃত। • তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী। • দিনে যে একবার আহার করে - একাহারী। • নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর। • নদী মেঘলা যে দেশের - নদীমেঘলা • নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক। • পা থেকে মাথা পর্যন্ত- আপাদমস্তক। • ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি।
• 'অনশনে মৃত্যু' এর এক কথায় প্রকাশ - প্রায়। • 'অভ্রান্ত জ্ঞান' এর এক কথায় প্রকাশ - প্রমা। • 'আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা' এর এক কথায় প্রকাশ - বরাভয়। • 'অধর-প্রান্তের হাসি' এর এক কথায় প্রকাশ - বক্রোষ্ঠিকা।
'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - অপসৃয়মাণ।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: • 'যা বহন করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান। • 'যা বলা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ। • যা উপলদ্ধি করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - উপলভ্যমান। • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো: - যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান, - যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে = ক্রমবিস্তার্যমান, - যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু, - যা বিক্রয় করার যোগ্য = বিক্রেয়, - যা জল দেয় = জলদ (মেঘ), - যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে = ক্ষীয়মাণ, - যা মুছে ফেলা যায় না = দুর্মোচ্য,
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ - নিজেকে হত্যা করে যে = আত্মঘাতী - দমন করা যায় না যাকে = অদম্য - নিবারন করা যায় না যা = অনিবার্য - নিন্দার যোগ্য নয় যা = অনিন্দনীয়, অনিন্দ্য
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: • যা নষ্ট হয় না - অবিনশ্বর • যা সহজে মরে না - দুর্মর • যা সহেজে পোড়ানো যায় - দাহ্য • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।