|
|
আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান: - আনুষঙ্গিক, - দেদীপ্যমান, - অন্তঃসার, - বয়ঃসন্ধি, - মনঃক্ষুণ্ণ, - সমীচীন, - সূচ্যগ্ৰ - স্বায়ত্তশাসন - ত্রিভুজ - প্রোজ্জ্বল - মনীষী, - শুশ্রূষা, - মুমূর্ষু, - মূর্ধন্য, - অতিথি, - নিরীক্ষণ, - বাল্মীকি, - কৃষিজীবী, - গোধূলি।
|
|
| |
|
|
|
অশুদ্ধ - কোল্ললিনী শুদ্ধ - কল্লোলিনী
অশুদ্ধ - গিরিখন্দর শুদ্ধ - গিরিকন্দর
অশুদ্ধ- অযাথাথ্য শুদ্ধ - অযাথার্থ্য
অশুদ্ধ - ঐষ্টীক শুদ্ধ- ঐষ্টিক
|
|
| |
|
|
|
সঠিক বানান: অন্ত্যেষ্টিক্রিয়া (শেষকৃত্য বা মৃতদেহ সৎকার) গুরুত্বপূর্ণ কিছু বানানঃ
- অনূর্ধ্ব,
- এতদ্ব্যতীত
- অন্তঃসত্ত্বা
- ঔজ্জ্বল্য
- একাদশ - কর্মক্ষেত্র - কৌশল - খণ্ড - গবেষণা - চ্যালেঞ্জ - জ্ঞানীয়
|
|
| |
|
|
|
- অতৎসম শব্দের বানানে 'ণ' ব্যবহার করা যাবে না। যেমন- অঘ্রান, ঝরনা, গভর্নর, হর্ন।
- 'গভর্ণর' বিদেশি শব্দ। তাই এর শুদ্ধ বানান হবে- 'গভর্নর'।
|
|
| |
|
|
|
শুদ্ধ বানানঃ অলসতা, মিত্রতা, উৎকৃষ্টতা, সরলতা।
|
|
| |
|
|
|
শুদ্ধ বানান - শিরউপরি কিছু গুরুত্তপুর্ণ বানানঃ - ষাণ্মাসিক, - মুহূর্ত, - শরীরী, - ম্রিয়মাণ, - জ্যৈষ্ঠ, - ঔদাসীন্য, - অর্ধাঙ্গী, - নিরিখ, - দ্বর্থ্য, - গন্ডূষ, - নিশীথ, - যক্ষ্মা, - জ্যেষ্ঠ,
|
|
| |
|
|
|
প্রশ্নোক্ত শুদ্ধ বানানটি হলো - আহ্নিক আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ - সূচ্যগ্ৰ - স্বায়ত্তশাসন - ত্রিভুজ - প্রোজ্জ্বল - মনীষী, - শুশ্রূষা, - সমীচীন, - মুমূর্ষু, - মূর্ধন্য, - অতিথি, - নিরীক্ষণ, - বাল্মীকি, - কৃষিজীবী, - গোধূলি।
|
|
| |
|
|
|
বাক্যটিতে ভুল আছে ২টি। যথা: লক্ষ ও মুল। শব্দ দুটির শুদ্ধ রূপ হলো- লক্ষ্য ও মূল।
|
|
| |
|
|
|
- অপ্রমিত বানান গুচ্ছ হলো- স্বত্ত্ব, কনকাঞ্জলী। - এর সঠিক রূপ হলো- স্বত্ব, কনকাঞ্জলি।
- অপশনে থাকা অন্য শব্দ গুলো সঠিক।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
অশুদ্ধ বানান জোড়াটি - লবন, স্থানু। অশুদ্ধ বানান জোড়াটির শুদ্ধ রূপ- লবণ, স্থাণু।
আরও কয়েকটি শুদ্ধ বানান: - আনুষঙ্গিক, - দেদীপ্যমান, - অন্তঃসার, - বয়ঃসন্ধি, - মনঃক্ষুণ্ণ, - সমীচীন।
|
|
| |
|
|
|
অশুদ্ধ বানান জোড়াটি হলো - দারিদ্র্য, তিমিরবিদারী।
গুরুত্তপূর্ণ কিছু বানানঃ - বাল্মীকি, - অগ্ন্যাশয়, - গার্হস্থ্য, - উচ্চৈঃস্বর, - বিভূতিভূষণ, - অগ্নুৎপাত, - জলোচ্ছ্বাস, - বৈদগ্ধ্য, - উজ্জ্বল, - অধ্যাত্ম, - উত্ত্যক্ত, - জাজ্বল্যমান, - ব্যত্যয়, - ব্যপদেশ, - অনিন্দ্য ইত্যাদি।
|
|
| |
|
|
|
" মরুদ্যান" > "মরূদ্যান" (উ না হয়ে ঊ হবে) "আয়ত্ত্ব" > "আয়ত্ব" (একটি 'ত্' থাকবে)
|
|
| |
|
|
|
- 'কেবলমাত্র' শব্দটি অপপ্রয়োগ। এটি সমার্থক শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ। - এখানে কেবল ও মাত্র দুটি একই শব্দ। - একই সাথে কেবলমাত্র তাই অশুদ্ধ।
|
|
| |
|
|
|
- নির্ভুল বানান নয় - পল্লল। - সঠিক বানান হলো- পল্বল।
গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান: - ভবিষ্যৎবাণী - অধ্যবসায় - মনোরঞ্জন - নিপীড়িত - তৎক্ষণাৎ - পাষাণ - জীবন - সঙ্গিনী - মন্ত্রিসভা - নিশীথিনী - কর্নেল - ন্যূনতম - স্টেশন - সৌজন্য - পাষাণ - হাতি/ হাতী - বিভীষিকা।
|
|
| |
|
|
|
- পুণ্য শব্দে নিত্য মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়েছে। - এছাড়াও কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। যেমন: চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ। চিক্কণ নিক্বণ তূণ কফণি বণিক গুণ গণনা পিণাক পণ্য বাণ।
|
|
| |
|
|
|
স্তিতপ্রজ্ঞ এর সঠিক রূপ - স্থিতপ্রজ্ঞ (বিশেষণ পদ) অর্থ- যার বুদ্ধি স্থির হয়েছে এমন; মনোগত কামনা-বাসনা হতে মুক্ত এবং আত্মতুষ্ট এমন; ব্রহ্মনিষ্ঠ।
|
|
| |
|
|
|
- এখানে সঠিক বানান নয় এমন শব্দ ‘ প্রানী’; - যার সঠিক বানান প্রাণী।
- অপর তিনটি শব্দের বানান সঠিক।
|
|
| |
|
|
|
- অশুদ্ধ বানানটি হলো- শুণ্য। - এর শুদ্ধ রূপ হলো- শূন্য।
কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ - প্রবণ - নিক্বন - সূচ্যগ্ৰ - স্বায়ত্তশাসন - ত্রিভুজ - প্রোজ্জ্বল - মনীষী, - শুশ্রূষা, - সমীচীন, - মূর্ধন্য, - অতিথি, - নিরীক্ষণ, - বাল্মীকি, - কৃষিজীবী, - গোধূলি।
|
|
| |
|
|
|
- অশুদ্ধ বানান- নিক্কণ। - এর শুদ্ধ রূপ: নিক্বণ।
- অন্য শব্দ তিনটি শুদ্ধ ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
• অশুদ্ধ বানানটি হলো- বাল্মিকী। - এর শুদ্ধ রূপ হলো- বাল্মীকি ।
আরও কিছু গুরত্বপূর্ণ বানান: - বণ্টন - কর্নেল - অমর্ত্য - অনূর্ধ্ব - মুমূর্ষু ।
|
|
| |
|
|
|
অশুদ্ধ বানানটি হলো- মনকষ্ট। এর শুদ্ধরূপ হলো - মনঃকষ্ট।
কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ - মতামত - যৌক্তিক - রচনা - শক্তি - সম্ভাবনা - সমস্যা - সম্পন্ন - সমালোচনা - সিদ্ধান্ত - হতাশ - অক্ষয় - অনুবাদ - অভিজ্ঞতা - আশ্রয় - উৎপাদন - উপহার - একাদশ - কর্মক্ষেত্র।
|
|
| |
|
|
|
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, • অশুদ্ধ বানান - নিষ্পন্দ। • এর শুদ্ধ বানান: নিস্পন্দ। • শব্দটির অর্থ- স্থির, স্পন্দনশূন্য।
অন্য শুদ্ধ শব্দগুলোর শব্দার্থ: - 'নিষ্পন্ন (সংস্কৃত শব্দ) এর অর্থ- 'মীমাংসিত'। - 'নিষ্ফল' শব্দের অর্থ- ফল ধরে না এমন, অনর্থক।
|
|
| |
|
|
|
অশুদ্ধ বানান - পরষ্পর। এর শুদ্ধরূপ - পরস্পর।
অপশনে থাকা অন্য শব্দগুলোর বানান সঠিক।
|
|
| |
|
|
|
অশুদ্ধ বানানটি হলো- ভূল। এর শুদ্ধ রূপ হলো- ভুল।
অপশনে থাকা অন্য শব্দগুলোর বানান সঠিক।
|
|
| |
|
|
|
| |
|
|
|
অশুদ্ধ বানানটি হলো- দন্ড। এর শুদ্ধরূপ হলো- দণ্ড।
অপশনে থাকা অন্য শব্দগুলোর বানান সঠিক।
|
|
| |
|
|
|
ভুল বানানটি হলো- বুদ্ধিজীবি। এর শুদ্ধরূপ হলো- বুদ্ধিজীবী।
অপশনে থাকা অন্য শব্দগুলোর বানান সঠিক।
|
|
| |
|
|
|
খ্রিস্টাব্দ > খ্রিষ্টাব্দ(√)
|
|
| |
|
|
|
ভুল বানানটি হলো- ভূবন। এর শুদ্ধরূপ হলো- ভুবন। গুরুত্তপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- বাল্মীকি, - অগ্ন্যাশয়, - গার্হস্থ্য, - উচ্চৈঃস্বর, - বিভূতিভূষণ, - জলোচ্ছ্বাস, - বৈদগ্ধ্য, - উজ্জ্বল, - অধ্যাত্ম, - উত্ত্যক্ত, - জাজ্বল্যমান, - ব্যত্যয়, - ব্যপদেশ, - অনিন্দ্য ইত্যাদি।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
প্রশ্ন প্রদত্ত অপশনগুলোর মধ্যে জামিতি শব্দটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হলো- জ্যামিতি।
অপশনে থাকা অন্য শব্দগুলোর বানান সঠিক।
|
|
| |
|