বানান (574 টি প্রশ্ন )
শুদ্ধ বানানগুচ্ছ- গ) কৌতূহল, কৃষ্ণসাধন, কুচিৎ।

অন্য অপশনে থাকা অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ:
ক) আদ্র - আর্দ্র
খ) আয়ত্বধীন - আয়ত্তাধীন
ঘ) অলঙ্ঘণীয় - অলঙ্ঘনীয়
আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মুমূর্ষু,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।
কিছু শুদ্ধ বানান:
- কৌতূহল,
- কৃচ্ছ্রসাধন,
- ক্রীতদাস,
- ক্ষীণজীবী (অর্থ অতিদুর্বল),
- নিমীলিত (অর্থ মুদিত, সংকুচিত),
- ঘূর্ণায়মান,
- সংশ্রব,
- সত্তা,
- মনীষী,
- সমীচীন,
- সুকেশিনী,
- দধীচি, 
- শ্লেষ্মা,
- প্রাতঃকৃত্য,
- নির্নিমেষ ।
সঠিক বানান - গলাধঃকরণ

দেদীপ্যমান (বিশেষণ) : অতিশয় দীপ্তিশীল; অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন; জাজ্বল্যমান ।


শুদ্ধ বানান - আমশূল

সঠিক বানান - কূটনীতি, খেলাধুলা, কুৎসিত, কুজ্ঝটিকা
সঠিক বানান - নিমীলিত

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সঠিক বানানটি হলো- স্বায়ত্তশাসন। 

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- অসমাপ্ত
- অস্তমিত
- অনুপ্রেরণা
- অনুমোদন
- অবশ্যই
- আদর্শ
- আকস্মিক
- আত্মবিশ্বাস
- উদ্যোগ
- উদ্দেশ্য
- উপসংহার। 
শুদ্ধ বানান- আসক্তি।

অন্য অপশনের বানানগুলো সঠিক নয়। 
কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান হলো- গৃহিণী, মুমূর্ষু, মুহুর্মুহু, মনীষী, মরীচিকা, সমীচীন, বিভীষিকা, অভ্যন্তরীণ, নির্নিমেষ, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, দীর্ঘজীবী, পিপীলিকা, রীতিনীতি, স্বায়ত্তশাসন ইত্যাদি।
বাংলা একাডেমির নতুন বানানের নিয়ম অনুসারেঃ(অশুদ্ধ - শুদ্ধ)
সরকারী - সরকারি
সহকারি - সহকারী
দর্জি - দরজি
রজনী - রজনি
শুন্য বা শূণ্য - শূন্য
আয়ত্ত্ব - আয়ত্ত
ভিডিও - ভিডিয়ো
ফার্সি - ফারসি

বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর অনুসারে শুশ্রূষা বানানটি শুদ্ধ।
আরও কিছু শুদ্ধ বানানঃ
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ,
• ভবিষ্যৎবাণী,
• অধ্যবসায়,
• মনোরঞ্জন,
• নিপীড়িত। 

• প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ ।
• শূন্য, পূন্য ও ভুবন বানান তিনটি অশুদ্ধ ।
• এদের শুদ্ধরূপ যথাক্রমে √শ্বন+য = শূন্য, √পূ+উন্য = পুণ্য ও √ভূ+অন = ভুবন । এই তিনটি শব্দই সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত । 


শুদ্ধ বানান- নিশীথিনী।

আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ
শুদ্ধ বানান- ব্যতীত।

কিছু গুরুত্তপুর্ণ বানানঃ
- ষাণ্মাসিক,
- মুহূর্ত,
- শরীরী,
- ম্রিয়মাণ,
- জ্যৈষ্ঠ,
- ঔদাসীন্য,
- অর্ধাঙ্গী,
- নিরিখ,
- দ্বর্থ্য,
- গন্ডূষ,
- নিশীথ,
- যক্ষ্মা,
- জ্যেষ্ঠ।
সঠিক বানান- মুমূর্ষু
ন্যূনতম (বিশেষণ)- অর্থ: সর্বনিম্ন

মূর্ধন্য (বিশেষণ)- অর্থ: জিহবার অগ্রভাগের দ্বারা মূর্ধা স্পর্শ করে উচ্চার্য।

মুমূর্ষু (বিশেষণ)- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়।

শুদ্ধ বানান- চাহন (বিশেষ্য)- অর্থ; ইচ্ছা, আকাঙ্ক্ষা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক বানান- গীতালি, মাধুর্য্য, বর্ণালী
'ত' দিয়ে কিছু শুদ্ধ বানানঃ তিরস্কার, তৎক্ষণাৎ, তত্ত্ব, তত্ত্বাবধান, তদ্ব্যতীত, তাত্ত্বিক, তীক্ষ্ণ, তৃষ্ণীম্ভাব, ত্বরণ, ত্বরান্বিত, ত্বরিত, ত্যক্ত।
প্র, পরি, নঈর- এ ৩ টি উপসর্গের পর ণত্ব বিধি অনুসারে দন্ত্য-ন ধ্বনি মূধন্য-ণ হয়। যেমন- পরিণত, প্রণত, প্রবাহিণী, প্রণাম, প্র্যাণ, প্রবীণ, পরিণাম, প্রণয় ইত্যাদি। নীরোগী - নীরোগ সুলোচনী - সুলোচনা অহোরাত্রি - অহোরাত্র
অশুদ্ধ: সভায় সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সভায় সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অশুদ্ধ: তিনি স্বন্ত্রীক কুমিল্লায় থাকেন।
শুদ্ধ:তিনি সস্ত্রীক কুমিল্লায় থাকেন।

অশুদ্ধ: ঘটনাটি শুনে সকলে আশ্চর্য হয়ে গেল।
শুদ্ধ: ঘটনাটি শুনে সকলে আশ্চর্যান্বিত হয়ে গেল।

- শুদ্ধ বাক্য: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী হতে পারে।
অলংকার আবেগ:
- অলংকার আবেগে এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্যতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করে।
- এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার আবেগ ব্যবহৃত হয়।
যেমন:
- যাকগে, ওসব কথা থাক।
- দুর ! এ কথা কি বলতে আছে?
শব্দ - শুদ্ধরূপ
মুলো - মুলা
ধুলি - ধূলি
ধূলো - ধুলো

আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ। 

আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান:
- আনুষঙ্গিক,
- দেদীপ্যমান,
- অন্তঃসার,
- বয়ঃসন্ধি,
- মনঃক্ষুণ্ণ,
- সমীচীন,
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- মুমূর্ষু,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।
- চাঁদ উঠেছে। (শুদ্ধ বাক্য)

- আমরা দাঁড়াইয়া থাকিবো। (শুদ্ধ নয়)
- কারণ, এটি সাধু ভাষার ক্রিয়া রূপে ব্যবহৃত হয়েছে, যা চলিত ভাষার সঙ্গে মিশ্রিত। চলিত ভাষায় এটি হবে "আমরা দাঁড়িয়ে থাকব"। সাধু ও চলিত ভাষার মিশ্রণ ব্যাকরণগত দোষ হিসেবে বিবেচিত হয়।

- তাহারা গান করিবে। (শুদ্ধ বাক্য)

- বাঁশি বাজে। (শুদ্ধ বাক্য)
শুদ্ধ প্রয়োগকৃত বাক্য - বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়েছে
অশুদ্ধ: নির্বিরোধী
শুদ্ধ: নির্বিরোধ

অশুদ্ধ: নিজ্ঞানী
শুদ্ধ: নির্জ্ঞান

অশুদ্ধ: অহোরাত্রি
শুদ্ধ: অহোরাত্র

অশুদ্ধ: মধ্যরাত্রি
শুদ্ধ: মধ্যরাত্র

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অশুদ্ধ - কোল্ললিনী
শুদ্ধ - কল্লোলিনী

অশুদ্ধ - গিরিখন্দর
শুদ্ধ - গিরিকন্দর

অশুদ্ধ- অযাথাথ্য
শুদ্ধ - অযাথার্থ্য

অশুদ্ধ - ঐষ্টীক
শুদ্ধ- ঐষ্টিক



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0