বানান (403 টি প্রশ্ন )
শৈবালিনী,তরঙ্গিনী,সরিৎ শব্দের অর্থ নদী। 
নদী শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ -নদ, তটিনী , প্রবাহিণী , তরঙ্গিনী , স্রোতস্বিনী , শৈবলিনী , স্রোতস্বতী , নির্ঝরিণী , গাঙ , সরিৎ , সমুদ্রকান্তা, সমুদ্রদয়িত, স্রোতোবহা , মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
এখানে সঠিক বানান নয় এমন শব্দ ‘প্রানী’; যার সঠিক বানান প্রাণী। 
-অপর তিনটি শব্দের বানান সঠিক। 
-সঠিক শব্দুগলো হলো- ধরণি, মূর্ছা, গুণ।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সিঠিক বানান- প্রভোস্ট।

অর্থ-
- বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত কোনো কোনো কলেজের প্রধান;
- অধ্যক্ষ;
- প্রাধ্যক্ষ
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শুদ্ধ বানান- (খ) গণ্ডূষ, সায়াহ্ণ, ইপ্সিত (গ) আশিস, ইতিপূর্বে, শাশুড়ি (ঘ) ভস্ম, পুষ্পঞ্জলি, দারিদ্র/দরিদ্রতা । 
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
উপরিল্লিখিত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলোঃ
ভবিষ্যত - ভবিষ্যৎ ,
ভৌগলিক - ভৌগলিক
আভ্যন্তর-অভ্যন্তর ,
ঐক্যতান- ঐকতান ,
কেবলমাত্র-কেবল,
উপরোক্ত- উপর্যুক্ত,
যশলাভ - যশোলাভ
সংবর্ধনা - সংবর্ধনা
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ- সমীচীন, মুমূর্ষু, পুণ্য, অপরাহ্ণ
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- অপশনb) এর শুদ্ধ বানান হলোঃ ঐক্যতান; কেবলমাত্র = কেবল; উপরোক্ত = উর্পযুক্ত।
- অপশন c) এর শুদ্ধ বানান হলোঃ সম্বর্ধনা = সংবর্ধনা 
- অপশন d) এর শুদ্ধ বানানগুলো হলোঃ ভবিষ্যত = ভবিষ্যৎ; ভৌগলিক = ভৌগোলিক; যক্ষ্ম = যক্ষা। 
 
 

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে -
অপশন (ক) তে প্রদত্ত ৩টি শব্দ - শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন - এর বানানই শুদ্ধ।

অপশন (খ) এর দারিদ্র্য বানান শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন (গ) দরিদ্রতা শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন (ঘ) দরিদ্রতা ও সমীচীন - শুদ্ধ হলেও অন্য বানানটি অশুদ্ধ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শুদ্ধ বানানঃ  ক্ষণজীবি

• গুরুত্তপুর্ণ কিছু শুদ্ধ বানানঃ
- অনূর্ধ্ব, 
- এতদ্ব্যতীত, 
- অন্তঃসত্ত্বা, 
- ঔজ্জ্বল্য, 
- অন্ত্যেষ্টিক্রিয়া, 
- অমর্ত্য, 
- অলঙ্ঘ্য, 
- ক্ষুন্নিবৃত্তি ।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
শুদ্ধ বানানগুচ্ছ- সৌপ্তিক, হারীত, প্রকুপিত

গুরুত্তপুর্ণ কিছু শুদ্ধ বানানঃ
- অপরাহ্ণ
- সায়াহ্ন 
- মধ্যাহ্ন
- অনূর্ধ্ব, 
- এতদ্ব্যতীত, 
- অন্তঃসত্ত্বা, 
- ঔজ্জ্বল্য, 
- অন্ত্যেষ্টিক্রিয়া, 
- অমর্ত্য, 
- অলঙ্ঘ্য, 
- ক্ষুন্নিবৃত্তি

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
গুরুত্তপুর্ণ কিছু শুদ্ধ বানানঃ
- অপরাহ্ণ
- সায়াহ্ন 
- মধ্যাহ্ন
- অনূর্ধ্ব, 
- এতদ্ব্যতীত, 
- অন্তঃসত্ত্বা, 
- ঔজ্জ্বল্য, 
- অন্ত্যেষ্টিক্রিয়া, 
- অমর্ত্য, 
- অলঙ্ঘ্য, 
- ক্ষুন্নিবৃত্তি

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-শষ্য এর শুদ্ধ বানান - শস্য
-মুখস্ত এর শুদ্ধ বানান - মুখস্থ
-সমিচীন এর শুদ্ধ বানান-সমীচীন
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
কতিপয় কয়েকটি শুদ্ধবানানঃ
- পিপীলিকা,
- পুরস্কার,
- পরিষ্কার,
- দুরবস্থা,
- শ্রদ্ধাঞ্জলি,
- সমীচীন,
- বিভীষিকা,
- নিরীক্ষণ
- স্বায়ত্তশাসন,
- বাল্মীকি,
- বুদ্ধিজীবী,
- ইতঃপূর্বে,
- নিশীথিনী,
- তিতিক্ষা,
- গীতাঞ্জলি,
- মুমূর্ষু,
- মুহুর্মুহু
- আকাঙ্ক্ষা,
- গীতাঞ্জলি,
- আদ্যাক্ষর,
- মনীষী।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- শুদ্ধ বানান: নিরপরাধ, সার্থকতা, দরিদ্রতা, দারিদ্র্য।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0