Solution
Correct Answer: Option D
'মানিকজোড়' বাদে বাকি সব মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। সমাসে ব্যাখ্যামূলক যে কোন পদ যদি সমস্ত পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। যেমন: কাঠের পুতুল, গোঁফ খেজুরে, বিড়ালচোখী, হাতেখড়ি' গায়ে হলুদ, মেনিমুখো ইত্যাদি।