কোন বাক্যটিতে বাচ্যের সঠিক প্রয়োগ ঘটেনি?
A গৌরব লুপ্ত হয়েছে
B সে আশ্চর্য হয়েছে
C বইটি পঠিত হয়েছে
D সে চমৎকৃত হইয়াছে
Solution
Correct Answer: Option B
বাচ্যজনিত ভুলঃ কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে।
শুদ্ধ বাক্যঃ সে আশ্চার্যান্বিত হয়েছে।