Solution
Correct Answer: Option D
• ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দিব্ + লোক।
- এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।
• নিপাতনে সিদ্ধ:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ-
আশ্চর্য = আ + চর্য,
ষোড়শ = ষট্ + দশ,
একাদশ = এক + দশ,
বৃহস্পতি = বৃহৎ + পতি,
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি