নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে?

A গ্রিস

B ইতালি

C ইংল্যান্ড

D ফ্রান্স

Solution

Correct Answer: Option B

- নৌবাহিনী সর্বপ্রথম চালু হয় ইতালিতে।
- সমুদ্র পথে চলাচল কালে ঢাকায় পরিমাণযোগ্য সম্পত্তির ও বিপদজনিত ঝুঁকির বিপরীতে যে বীমা করা হয় তাকে নৌ বীমা বলে।
- নৌ বীমা প্রধানত সামুদ্রিক বিপদজনিত নির্ধারিত সমুদ্র পথে পরিবহনের উদ্দেশ্যে সমুদ্রপথ পর্যন্ত পৌছানোর জন্য নৌপথ বা স্থল পথে পণ্য পরিবহন করলে তাও নৌ-বীমার আওতাভুক্ত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions