ইংরেজি ‘Geographhy’ শব্দটি থেকে ‘ভূগোল’ শব্দ এসেছে। প্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটেস্থেনিস (ভূগোলের জনক)।
- অধ্যাপক ডাউলি স্ট্যাম্পের মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ‘ভূগোল’।
- অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন, পৃথিবীর বিজ্ঞান।
- অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল।