অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (133 টি প্রশ্ন )
- অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী মানব বসতি বা দেশ নেই।
- ১৯৫৯ সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে, এই মহাদেশটি শান্তি ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত।
- চুক্তিটি সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে এবং বিভিন্ন দেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতাকে উৎসাহিত করে।
- ফলে, কোনো দেশ অ্যান্টার্কটিকার উপর সার্বভৌমত্ব দাবি করতে পারে না।
- বুচা শহরটি ইউক্রেন দেশেই অবস্থিত।
- এটি ইউক্রেনের কিয়েভ অঞ্চলের একটি শহর এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় গুরত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে ছিল ।
- আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে আমেরিকা অবস্থিত।

আটলান্টিক মহাসাগর:
- আটলান্টিক মহাসাগর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হিসেবে পরিচিত।
- এই বিশাল জলরাশি পৃথিবীর পুরো পৃষ্ঠতলের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত।
- পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে আলাদা করে রেখেছে আটলান্টিক।

আকার ও গভীরতা:
- আয়তনে প্রায় ৮১,৭৬০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগরটি।
- আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় ১১,৯৬২ ফুট। তবে এর সর্বোচ্চ গভীরতা পুয়ের্তো রিকো ট্রেঞ্চে, যেখানে গভীরতা প্রায় ২৭,৪৯৩ ফুট।
দক্ষিণ কোরিয়া (South Korea) এর ভৌগোলিক অবস্থান সংক্ষেপে:

মহাদেশ: এশিয়া
অঞ্চল: পূর্ব এশিয়া
উত্তর সীমান্ত: উত্তর কোরিয়া 
পূর্বে: জাপান সাগর 
পশ্চিমে: হাংগং সাগর 
দক্ষিণে: কোরিয়ান প্রণালী 
- মেলানেশিয়া -'মেলানেশিয়া' শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ 'কালো দ্বীপ'।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।

এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি, ২. সলোমন দ্বীপপুঞ্জ, ৩. ভানুয়াতু এবং ৪. ফিজি।
- বাংলাদেশের মোট সীমানারেখা - ৪,৭১১ কিলোমিটার
- ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা রেখা - ৩৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশে - মিয়ানমারের সীমানা রেখা - ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের বন অঞ্চলের আয়তন- ২১,৬৫৭ কিলোমিটার।
- বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের উপকূলীয় সমুদ্রসীমা - ৩৫০ নটিক্যাল মাইল।
- লিবিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত দেশ ।
- এ দেশের বেশির ভাগ অংশই সাহারা মরুভূমিতে অবস্থিত
- এর বেশিরভাগ জনসংখ্যা উপকূল এবং এর নিকটবর্তী পশ্চিমাঞ্চলে কেন্দ্রীভূত।
- এর রাজধানী ত্রিপোলি (টারাবুলাস)।
- অন্যদিকে সিরিয়া, ইরাক, জর্ডান এশিয়া মহাদেশে অবস্থিত।
- বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ বাংলাদেশে অবস্থিত।
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত।
- এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক।
- ২০১৭ সালের ৬ মে এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
Landlocked দেশ মানে সেই দেশ যার চারদিকে কেবল ভূমি রয়েছে, অর্থাৎ সমুদ্র বা মহাসাগরের কোনো উপকূল নেই। ইউরোপে অনেক landlocked দেশ রয়েছে, তবে তাদের মধ্যে Hungary (হাঙ্গেরি) হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় landlocked দেশগুলোর একটি।

- ইউরোপের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ হল বেলারুশ (Belarus)
- বেলারুশের আয়তন প্রায় 207,600 বর্গ কিলোমিটার
- হাঙ্গেরির আয়তন প্রায় 93,030 বর্গ কিলোমিটার

অপশনে বেলারুশ থাকলে, বেলারুশ সঠিক উত্তর হবে। 


উপযুক্ত অপশনগুলোর বিশ্লেষণঃ
Poland: এটি সমুদ্র উপকূলবিশিষ্ট (Baltic Sea), তাই এটি landlocked নয়।
Albania: এরও সমুদ্রসীমা আছে (Adriatic Sea), landlocked নয়।
Croatia: এটিও Adriatic Sea-এর তীরে অবস্থিত, তাই landlocked নয়।
Hungary: এর কোনো সমুদ্রসীমা নেই, চারপাশে শুধু অন্যান্য দেশ আছে — তাই এটি একটি landlocked দেশ এবং উপরে দেওয়া অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় landlocked দেশ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস রয়েছে।
- মিয়া জমিরশাহ'র স্মৃতি বিজড়িত মনপুরা দ্বীপ অতি প্রাচীন।
- একসময় এ দ্বীপে পর্তুগীজদের আস্তানা ছিল।
- ভেনজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহরের নাম কারাকাস ।
- ভেনেজুয়েলা ৩০০ বছরেরও বেশি সময় ধরে একটি স্পেনীশ উপনিবেশ ছিল ।
- ১৯শ শতকের শুরুতে দক্ষিণ আমেরিকার যেসব স্পেনীয় উপনিবেশ প্রথম স্বাধীনতা ঘোষণা করে,তাদের মধ্যে ভেনেজুয়েলা ছিল অন্যতম ।
- এর প্রতিবেশী রাষ্ট্র গায়ানা ,ব্রাজিল ,কলম্বিয়া ।
বান্দা আচেহ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর।
-এটি বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা প্রাপ্ত প্রদেশ।
-এটি সুমাত্রা দ্বীপে অবস্থিত এবং এর উচ্চতা 35 মিটার।
-শহরটি 61.36 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
-ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। 
-এটি পশ্চিম ও দক্ষিণ অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। 
-এর আয়তন ৩৪৮৭৫০ বর্গ কি.মি.।

-Elephant Pass শ্রীলংকার উত্তর প্রদেশে অবস্থিত।
-এটিকে জাফনা উপদ্বীপের প্রবেশদ্বার বলা হয়।
-Elephant Pass এর মাধ্যমে শ্রীলংকার মূল ভূখণ্ডের সাথে জাফনা উপদ্বীপ যুক্ত।

- ২০১১ সালের ৬ই সেপ্টেম্বর ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি স্বাক্ষরিত হয়।
- উল্লেখ্য, ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি প্রটোকল নয় পূর্নাঙ্গ চুক্তি ছিল। 

- বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পোতে প্রায় ৬ষ্ট খ্রিস্টপূর্বাব্দে থেকেই মানুষ বসবাস শুরু করে।
- সিরিয়ার সবচেয়ে বড় শহরটি গৃহযুদ্ধ কালে বিদ্রোহীদের দখলকে কেন্দ্র করে এ সম্প্রতি আলোচনায় আসে।
- আলেপ্পো শহরটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত । 
- সিরিয়ার সবচেয়ে বড় শহর এবং আলেপ্পো মুহাফাযার (সিরিয়ার প্রদেশ) রাজধানী।
- সিরিয়ার আরেকটি উল্লেখযোগ্য শহর ইদলিব।

- সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে কাশ্মীরে অবস্থিত।
- ৭০ কিমি দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয়।
- এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন। ভারত এখানে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাডটি নির্মাণ করেছে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২১,০০০ ফুট উঁচুতে এই হিমবাহেই পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত।
- পাকিস্তান সল্টোরিও রিজের পশ্চিমে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে।
- এই হিমবাহের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৮৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মোট পাঁচবার সংঘর্ষ হয়।
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ, যার প্রতিবেশী দেশগুলো হলো গায়ানা, ব্রাজিল, এবং কলম্বিয়া।
- এই দেশগুলোর সাথে ভেনিজুয়েলার স্থলসীমান্ত রয়েছে।
- তবে বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী নয়, কারণ বলিভিয়া ভেনিজুয়েলা থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং তাদের মধ্যে কোনো সীমানা নেই।

প্রতিবেশী দেশসমূহ:
- গায়ানা: ভেনিজুয়েলার পূর্বে অবস্থিত।
- ব্রাজিল: দক্ষিণে অবস্থিত।
- কলম্বিয়া: পশ্চিমে অবস্থিত।
- সানফ্রান্সিসকো শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এবং এটি "City of the Golden Gate" নামে পরিচিত।
- এই নামটি এসেছে শহরের বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ থেকে, যা সানফ্রান্সিসকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত।
- গোল্ডেন গেট ব্রিজটি ১৯৩৭ সালে নির্মিত হয় এবং এটি বিশ্বের অন্যতম সুন্দর এবং প্রতীকী সেতু হিসেবে পরিচিত।
- ব্রিজটির উজ্জ্বল কমলা-লাল রঙ এবং এর স্থাপত্যশৈলী সানফ্রান্সিসকোর একটি প্রধান বৈশিষ্ট্য।
- এই কারণে সানফ্রান্সিসকোকে "সোনালি তোরণের শহর" বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পৃথিবীর সবচেয়ে পুরনো মানচিত্রটি ব্যাবিলনের। এর নাম ইন্ডিগো মুন্ডি। এটি পাওয়া যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে বা যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে। মজার ব্যাপার হল, মানচিত্রটি হাতে আঁকা হয়নি।
- এন্টার্কটিকা মহাদেশ এর সক্রিয় আগ্নেয়গিরি হলো- মাউন্ট ইরেবাস। আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু- ভিনসন মাসিফ এবং সর্বনিম্ন বিন্দু- বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
- এ মহাদেশের জীবজন্তু- পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ পাথর ও প্রধান খনিজ কয়লা
গোলাকার পৃথিবীর মাঝ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষ রেখা বলে, ্এর মান শূণ্য (০) ডিগ্রী। নিরক্ষ রেখার উভয় পাশে নিন্মচাপযুক্ত শান্ত বলয়ে সারা বছর প্রচন্ড উত্তাপ ও প্রচুর বৃষ্টিপাতযুক্ত যে জলবায়ু দেখা যায় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে।
মহাদেশীয় অবস্থান : নিরক্ষীয় জলবায়ু মহাদেশগুলির যে যে অংশে বিস্তৃত, সেগুলি হল一

✔ এশিয়া মহাদেশ : ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ফিলিপিনস্ দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশ ও শ্রীলঙ্কার দক্ষিণ অংশ।

✔ আফ্রিকা মহাদেশ : কঙ্গো অববাহিকার কঙ্গো প্রজাতন্ত্র, জাইরে ও ক্যামেরুন। আফ্রিকার পশ্চিম উপকূলের দেশসমূহ, যেমন-গ্যাবন, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া, সিয়েরা লেওন, আইভরিকোস্ট, ঘানা ও গিনি এবং পূর্ব উপকূলের কেনিয়া, টাঙ্গানাইকা, জাঞ্জিবার এবং মাদাগাস্কারের পূর্বাংশ।

✔ দক্ষিণ আমেরিকা মহাদেশ : আমাজন অববাহিকার ব্রাজিল, পেরু, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, গায়ানার উপকূলভাগ ও ভেনেজুয়েলার কিছু অংশ।

✔ মধ্য আমেরিকা : পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, কোস্টারিকা প্রভৃতি দেশের পূর্বাংশ ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের পূর্বাংশ।

✔ ওশিয়ানিয়া মহাদেশ : পাপুয়া, নিউগিনিসহ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপ এবং দ্বীপপুঞ্জসমূহ
- পৃথিবীর বেশিরভাগই জলভাগ। আর এ বিশাল জলরাশিতে অসংখ্য জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়।
- High Diversity Index বা বৈচিত্র্যের উচ্চ সূচক জলাভূমি বা জলভাগের ক্ষেত্রেই প্রযোজ্য।
- অপরপক্ষে সমতলভূমি, পাহাড়ি ভূমি এবং কৃষিভূমি স্থলভাগের অংশ যার বৈচিত্র্য জলভাগ্ন অঞ্চলের তুলনা কম।

- আনাতোলিয়া শব্দটি বাংলাভাষাও ব্যবহৃত হয়। তবে তুর্কিরা একে আনাদোল বা আনাদোলো ( তুর্কি : Anadolu ) বলে।
- তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপেই গঠিত।
- আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর (Asia minor) নামেও ডাকা হয়।
• বিশ্বের সর্বাধিক সীমান্তবর্তী দেশ হলো চীন।
• চীনের সাথে ১৪ টি দেশের সীমান্ত আছে। 
• চীনের সীমান্তবর্তী দেশগুলো - হলো - লাওস , মায়ানমার , ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্থান , মঙ্গোলিয়া , রাশিয়া , উত্তর কোরিয়া, ভিয়েতনাম , নেপাল, ভুটান ও আফগানিস্তান।
- ত্রিপুরা রাজ্য থেকে মুহুরী নদীর উৎপত্তি, নদী ভাঙনের ফলে ও গতি পথ পরিবর্তনের কারণে মুহুরীর চরের সৃষ্টি হয়েছে।
- এ চরের মূল আয়তন ৯২.৩৩ একর এর মধ্যে ৬৬ ভাগ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে । বাকি ২৪ ভাগ এলাকা অমীমাংসিত।
- বিজিবির দাবি, এ চরের আয়তন ৭৯ একর।
- পরশুরাম উপজেলার বিলোনীয়া সীমান্তে মুহুরী নদীর পাশে এ চরের অবস্থান।
- এর কর্তৃত্ব নিয়ে বহুবার বাংলাদেশ-ভারতের মধ্যে লড়াই হয়েছে।
- এ চর দখলে নিতে মরিয়া ভারত।
- ফেনীস্থ বিজিবির ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মুহুরীর চর দখলে রাখতে ১৯৭৯ সাল থেকে ১৯৯৯ সালের ২২ আগস্ট পর্যন্ত ৫৮ দিন ভারতীয় বিএসএফ ও বিজিবির (বিডিআর) গুলিবিনিময় হয়েছে।
- সমুদ্র সমতল থেকে উচ্চতায় সবচেয়ে নিচু দেশ হল মালদ্বীপ।

- মালদ্বীপের গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে মাত্র ১.৩ মিটার (৪.৩ ফুট)।

- মালদ্বীপের সর্বোচ্চ উচ্চতাও মাত্র ৭.৪ মিটার (২৪.৩ ফুট)।

- মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র।

- এই দেশটি ১,১৯২টি প্রবাল প্রাচীর দ্বীপ দ্বারা গঠিত, যার মধ্যে মাত্র ২৫০টিতে জনবসতি রয়েছে।

- মালদ্বীপের অর্থনীতি পর্যটন এবং মৎস্যসম্পদের উপর নির্ভরশীল।
বাংলাদেশের উপর দিয়ে ৮৮° পূর্ব থেকে ৯২° পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত। ৯০° পূর্ব দ্রাঘিমারেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় লম্বভাবে গেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কাদিজের দক্ষিণে, আটলান্টিকের পাড় ঘেঁষে ট্রাফালগার অন্তরীপ (Trafalgar)। জিব্রাল্টারের উত্তর-পশ্চিম দিকে এর অবস্থান।
- অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ।
- ভূগোলের পরিভাষায়ঃ ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে কোন জল-অংশে (সাধারণতঃ সাগর) প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়।
- অন্তরীপের ভৌগোলিক আয়ুষ্কাল সাধারণত কম হয়।
- পৃথিবীর কিছু অন্তরীপঃ
✔ ট্রাফালগার অন্তরীপ - স্পেন
✔ কন্যাকুমারী অন্তরীপ-ভারত
✔ হর্ন অন্তরীপ - চিলি
✔ উত্তমাশা অন্তরীপ - দক্ষিণ আফ্রিকা
✔ মরিস জেসাপ অন্তরীপ - গ্রিনল্যান্ড
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0