নদী (49 টি প্রশ্ন )

- ইয়ারলুং জাংবো নদী, যা তিব্বতে প্রবাহিত হয়, মূলত পৃথিবীর সর্বোচ্চ অবস্থিত নদীগুলোর মধ্যে একটি এবং চীনের পঞ্চম দীর্ঘতম নদী।
- এই নদী তিব্বতের পশ্চিমাংশের আংসি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূর্ব তিব্বতের ইয়াঙ্গসী উপত্যকা এবং বৃহত্তর ক্যানিয়ন পার হয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চল প্রবেশ করে।
- ভারতের অরুণাচল প্রদেশ অতিক্রম করার পর এর নাম হয়ে যায় সিয়াং, এবং আসামে পৌঁছালে নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়।
- ব্রহ্মপুত্র নদী ভারতের উত্তর-পূর্বাঞ্চল অব্যাহত রেখে বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে মিশে যায়।

- ২০২৫ সালের জুলাই মাসে চীন এই নদীর ওপর বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে, যা ব্রহ্মপুত্র নদীর পরিবেশ ও জলসম্পদের ওপর যে প্রভাব ফেলতে পারে তা নিয়ে ভারত ও বাংলাদেশে শঙ্কা রয়েছে।
- যদিও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে চীন জানিয়েছে, তারা নদীর পানি প্রত্যাহার করবে না এবং প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হচ্ছে।


আমুদরিয়া নদী (Amu Darya) মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী, যা প্রাচীনকালে অক্সাস নামে পরিচিত ছিল। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী। এর উৎপত্তিস্থল হলো পামির পর্বতমালা। বিশেষত, এটি তাজিকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত পামির পর্বতমালা থেকে শুরু হয়।

আমুদরিয়া নদী আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আরাল সাগরে পতিত হয়। 


- বান্দরবানের লামার মাইভার পর্বত (মিয়ানমার সীমান্ত) থেকে উৎপত্তি মাতামুহুরীর।
- এরপর সাপের মতো আঁকাবাঁকা পথে নদীটি বান্দরবানের লামা, আলীকদম ও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।
- নদীটির দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার।
পানামা খাল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পৃথিবীর গভীরতম খাল পানামা খাল। পানামা খালের মালিকানা পানামা প্রজাতন্ত্রের। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে।পানামা খাল খনন হয় ১৯০৪ সালে ও শেষ হয় ১৯১৪ সালে। মানুষের বানানো পৃথিরীর দীর্ঘতম ও সবচেয়ে প্রাচীনতম খাল চীনের গ্র্যান্ড খাল। পানামা খাল (৯১ মিটার)। বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল সুয়েজ খাল। সুয়েজ খাল অবস্থিত মিসরে। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগর কে সংযুক্ত করেছে । সুয়েজ খালের দৈর্ঘ্য-১৬২ কিমি.।
- বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী ।
- এটি আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ।
- এটি চট্টগ্রাম ও রাঙ্গামাটির প্রধান নদী । এর প্রধান উপনদী কাসালং ,হালদা এবং বোয়ালখালী।

হোয়াংহো এশিয়া ও চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি সিংহাই প্রদেশের বায়ান হার পর্বতমালা (কুনলুন পর্বতমালার অংশ) উত্তরাংশে উৎপত্তি হয়ে পীত সাগরে পতিত হয়েছে। এর অপর নাম পীত নদী। তবে নদীটি চীনের দুঃখ নামে বেশি পরিচিত। প্রাচীন চীনে প্রায়ই এই নদীর পানি ছাপিয়ে উঠে আশপাশের সব কিছু ভাসিয়ে দিত বলে একে চীনের দুঃখ বলা হয়। এর সর্বমোট দৈর্ঘ্য ৫৪৬৪ কিলোমিটার। ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা। আধুনিক চীন (নয়া চীন) প্রতিষ্ঠিত হওয়ার পর চীন সরকার এই নদীর পাড়ের বেড়িবাঁধকে আরো মজবুত করে। ফলে বিংশ শতাব্দীতে হোয়াংহো নদীর তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা সুরক্ষিত হয়। এই নদীর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উর্বর ও খনিজ পদার্থে সমৃদ্ধ। এখানে চীনের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল। লানজে, বাত্তথৌ, যেমষ্ঠে, জিনোন প্রভৃতি গুরুত্বপূর্ণ শহর-বন্দর এ নদীর তীরে অবস্থিত। এই নদীর অববাহিকা পূর্ব-পশ্চিমে প্রায় ১৯০০ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ১১০০ কিলোমিটার। এর মোট আয়তন প্রায় সাত লাখ ৫২ হাজার ৫৪৬ বর্গকিলোমিটার। এই নদী ৯টি প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শানতুং প্রদেশের দংইং শহরের বোহাই সাগরে গিয়ে মিশেছে।
 

ওডারনীস নদী-পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক


 

মিসিসিপির প্রধান উপনদী-মিসৌরী


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

মিসিসিপি-মিসৌরী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় ৮০৯৫ কিঃমিঃ


 

উত্তর আমেরিকার উত্তরাংশের নদীগুলোর মধ্যে দীর্ঘতম ম্যাকেঞ্জি


 

সুপিরিয়র, মিসিগান, হিউরন, ইরি ও অন্টারিও হ্রদগুলো একত্রে পরিচিত গ্রেটলেকস নামে


 

নীল নদের দৈর্ঘ্য ৬৬৬৯ কি. মি.


 

গঙ্গা নদী উৎপত্তি স্থল হিমালয়


 

মস্কো মস্কোভো নদীর তীরে অবস্থিত


 

মারে ডার্লিং অস্ট্রেলিয়ার নদী



 

আফ্রিকা মহাদেশকে জ্যামিতিক রেখায় বিভক্ত করা হয়েছে



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ


- আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এর দৈর্ঘ্য ৬৬৯০ কি.মি.।
- নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- এটি আফ্রিকার ১১টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এর দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি.।
- নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- এটি আফ্রিকার ১১টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
 

নীলনদ  পতিত হয়েছে ভূমধ্যসাগরে


১১টি দেশের মধ্যে দিয়ে নীলনদ যায়- ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া
 

পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন


 

বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় আমাজন দিয়ে


 

The Amazon river is situated in South Africa continent


 

দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী আমাজান


 

সবচেয়ে বড় নদী ‘মিসিসিপি’ আমেরিকা মহাদেশে অবস্থিত


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0