Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
দেশের ভৌগোলিক উপনাম (11 টি প্রশ্ন )
-ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হল বাহাদুর শাহ পার্ক।
-১৯৫৭ সালে, সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে, এই পার্কে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
দক্ষিণ কোরিয়া হল জাপানের উপকুলে। এই এলাকাই টাইফুন হয় জুলাই ও আগস্ট মাসে । 

ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন-
- ভারত মহাসাগরীয় অঞ্চলে 'সাইক্লোন'
- অস্ট্রেলিয়ার উপকূলে 'সাইক্লোন' 
- আমেরিকায় হ্যারিকেন নামে পরিচিত,
- জাপানের উপকূলে 'টাইফুন'
- ফিলিপাইনে 'বাগিও'
- মেক্সিকো উপকূলে 'হ্যারিকেন' ইত্যাদি।


সাত পাহাড়ের দেশ বলা হয় ইতালির রাজধানী রোমকে । এই শহরটি সাতটি পাহাড়চূড়ার সমন্বয়ে গঠিত । অ্যাভেন্টাইন, কেলিয়ান, এস্কুইলিন, কুইরিনাল এবং ভিমিনাল পাহাড়গুলি এখন স্মৃতিসৌধ, ভবন এবং পার্কগুলির স্থান। ক্যাপিটলিন পাহাড়টি রোমের সিটি হলের অবস্থান এবং প্যালাটাইন পাহাড়টি মূল প্রত্নতাত্ত্বিক অঞ্চলের অংশ।


- 'চির বসন্তের শহর' বলা হয় ইকুয়েডরের রাজধানী কিটোকে।
- কিটো শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত, তাই এখানে বছরের বেশিরভাগ সময়ই মনোরম আবহাওয়া থাকে।
- শীতকালে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, আর গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই কারণেই কিটো শহরকে 'চির বসন্তের শহর' বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0