দেশের ভৌগোলিক উপনাম (13 টি প্রশ্ন )
- মিসরকে (Egypt) "নীল নদের দান" (Gift of the Nile) বলা হয়। 
- এই উক্তিটি করেছিলেন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস।
- এর কারণ হলো, প্রাচীন মিসরীয় সভ্যতা প্রায় সম্পূর্ণরূপে নীল নদের উপর নির্ভরশীল ছিল।
- মরুভূমির বুকে অবস্থিত মিসরের প্রায় সমস্ত উর্বর ভূমি, কৃষি এবং জীবনযাত্রা নীল নদের বার্ষিক বন্যার মাধ্যমে পলি জমে উর্বর হওয়া অঞ্চলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই নদ না থাকলে মিসরীয় সভ্যতা হয়তো কখনোই বিকাশ লাভ করতে পারত না, তাই দেশটিকে নীল নদের দান বলা হয়।
-ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হল বাহাদুর শাহ পার্ক।
-১৯৫৭ সালে, সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে, এই পার্কে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
দক্ষিণ কোরিয়া হল জাপানের উপকুলে। এই এলাকাই টাইফুন হয় জুলাই ও আগস্ট মাসে । 

ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন-
- ভারত মহাসাগরীয় অঞ্চলে 'সাইক্লোন'
- অস্ট্রেলিয়ার উপকূলে 'সাইক্লোন' 
- আমেরিকায় হ্যারিকেন নামে পরিচিত,
- জাপানের উপকূলে 'টাইফুন'
- ফিলিপাইনে 'বাগিও'
- মেক্সিকো উপকূলে 'হ্যারিকেন' ইত্যাদি।


সাত পাহাড়ের দেশ বলা হয় ইতালির রাজধানী রোমকে । এই শহরটি সাতটি পাহাড়চূড়ার সমন্বয়ে গঠিত । অ্যাভেন্টাইন, কেলিয়ান, এস্কুইলিন, কুইরিনাল এবং ভিমিনাল পাহাড়গুলি এখন স্মৃতিসৌধ, ভবন এবং পার্কগুলির স্থান। ক্যাপিটলিন পাহাড়টি রোমের সিটি হলের অবস্থান এবং প্যালাটাইন পাহাড়টি মূল প্রত্নতাত্ত্বিক অঞ্চলের অংশ।


- 'চির বসন্তের শহর' বলা হয় ইকুয়েডরের রাজধানী কিটোকে।
- কিটো শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত, তাই এখানে বছরের বেশিরভাগ সময়ই মনোরম আবহাওয়া থাকে।
- শীতকালে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, আর গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই কারণেই কিটো শহরকে 'চির বসন্তের শহর' বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- তিব্বতের রাজধানী লাসাকে (Lhasa) "নিষিদ্ধ শহর" বলা হয়।
- কারণ বহু শতাব্দী ধরে এটি বহির্বিশ্বের মানুষের জন্য প্রায় অগম্য ছিল।
- এর দুর্গম ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক ও ধর্মীয় কারণে বিদেশিদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো।
- দালাই লামার বাসস্থান পোতালা প্রাসাদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই রহস্যময় শহর তার পবিত্রতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, যার ফলে এটি "নিষিদ্ধ শহর" নামে পরিচিতি লাভ করে। 

- ফিনল্যান্ডকে (Finland) "হাজার হ্রদের দেশ" (Land of a Thousand Lakes) বলা হয়।
- দেশটিতে আনুমানিক ১ লক্ষ ৮৮ হাজার হ্রদ রয়েছে, যা এর মোট আয়তনের প্রায় ১০ শতাংশ।
- সর্বশেষ বরফ যুগের শেষে হিমবাহ গলে যাওয়ার ফলে এই অসংখ্য হ্রদের সৃষ্টি হয়েছিল।
- সবুজে ঘেরা অরণ্য আর টলটলে জলের হ্রদ মিলে ফিনল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যকে অসাধারণ রূপ দিয়েছে, যা এর এই নামের সার্থকতা প্রমাণ করে।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর মালভূমিকে (Pamir Plateau) "পৃথিবীর ছাদ" (Roof of the World) বলা হয়।
- এটি বিশ্বের সর্বোচ্চ মালভূমিগুলোর মধ্যে অন্যতম, যার গড় উচ্চতা অনেক বেশি। হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ এবং তিয়েন শান পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত এই বিশাল ও উঁচু মালভূমিটিকে রূপক অর্থে "পৃথিবীর ছাদ" হিসেবে অভিহিত করা হয়। 

 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0