আগ্নেয়গিরি (4 টি প্রশ্ন )
- দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন আগ্নেয়গিরি।
- এটি ভারতীয় উপমহাদেশ অঞ্চলের অন্তর্ভুক্ত ও দক্ষিণ এশিয়ায় জীবন্ত আগ্নেয়গিরি হিসেবে স্বীকৃত।
- অন্যগুলি, যেমন ড্যারেন এবং ন্যারেন, জীবন্ত আগ্নেয়গিরি নয় বা দক্ষিণ এশিয়ার অন্তর্গত নয়।
- তাই সঠিক উত্তর হলো B) ব্যারেন।
কিলিমাঞ্জারো আগ্নেয়গিরিটি তাঞ্জানিয়াতে অবস্থিত। এটি আফ্রিকার সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের বৃহত্তম একক মুক্ত-স্থায়ী পর্বতশৃঙ্গ।

জাপানের উপকূলীয় এলাকার কাছে সমুদ্রগর্ভে অবস্থিত তামু ম্যাসিফ আগ্নেয়গিরিটির খোঁজ পাওয়া গিয়েছিল দুই দশক আগে। তখন কেউ বুঝতে পারেনি, এটিই পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি। এটির আবিষ্কারক উইলিয়াম সেজার। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের একটি গবেষণাপত্র নেচার জিওসায়েন্স সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, তামু মাসিফের বিস্তার এক লাখ ২০ হাজার বর্গমাইলের মতো, যা প্রায় ব্রিটিশ আইলসের সমান। আর সেই আগ্নেয়গিরির বয়স আনুমানিক সাড়ে ১৪ কোটি বছর। সেজার বলেন, তামু মাসিফ পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি। মঙ্গলগ্রহে অবস্থিত গোটা সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মনসের সঙ্গেই কেবল তুলনা চলে তামু মাসিফের।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0