Loading [MathJax]/extensions/tex2jax.js
 
আগ্নেয়গিরি (2 টি প্রশ্ন )

জাপানের উপকূলীয় এলাকার কাছে সমুদ্রগর্ভে অবস্থিত তামু ম্যাসিফ আগ্নেয়গিরিটির খোঁজ পাওয়া গিয়েছিল দুই দশক আগে। তখন কেউ বুঝতে পারেনি, এটিই পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি। এটির আবিষ্কারক উইলিয়াম সেজার। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের একটি গবেষণাপত্র নেচার জিওসায়েন্স সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, তামু মাসিফের বিস্তার এক লাখ ২০ হাজার বর্গমাইলের মতো, যা প্রায় ব্রিটিশ আইলসের সমান। আর সেই আগ্নেয়গিরির বয়স আনুমানিক সাড়ে ১৪ কোটি বছর। সেজার বলেন, তামু মাসিফ পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি। মঙ্গলগ্রহে অবস্থিত গোটা সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মনসের সঙ্গেই কেবল তুলনা চলে তামু মাসিফের।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0