বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী (20 টি প্রশ্ন )

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। ১ জানুয়ারি, ২০০৭ থেকে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য । রোমানিয়া হল ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম আয়াতনের দেশ । রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সপ্তম বৃহত্তম জনসংখ্যার দেশ । রোমানিয়ার রাজধানী বুখারেস্ট ইউরোপীয় ইউনিয়নের দশম বৃহত্তম শহর।




- কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত।
- ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে সমস্ত সমুদ্রপথের উপর দেশটি অবস্থিত। 
- হাভানা(Havana) কিউবার রাজধানী।
- কিউবার মুদ্রা পেসো।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 

বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে জানতে ক্লিক করুন




রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর উত্তর-পূর্বে রয়েছে ইউক্রেন ও মোলদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। রোমানিয়ার পূর্বদিকে রয়েছে কৃষ্ণ সাগর, আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত। এর রাজধানীর নাম বুখারেস্ট





দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী শহর রয়েছে:

* কেপ টাউন: আইনসভার রাজধানী
* প্রিটোরিয়া:** প্রশাসনিক রাজধানী
* ব্লুমফন্টেইন: বিচার বিভাগীয় রাজধানী

কেপ টাউনঃ দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর এবং আইনসভার আসন। এটি দেশের νομοθετική λειτουργία কেন্দ্র এবং জাতীয় সংসদ ভবন এখানে অবস্থিত।

প্রিটোরিয়াঃ দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। এটি দেশের সরকারের আসন এবং রাষ্ট্রপতি ভবন, মন্ত্রিপরিষদের ভবন এবং অন্যান্য সরকারি দপ্তর এখানে অবস্থিত।

ব্লুমফন্টেইনঃ দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী। এটি দেশের সুপ্রিম কোর্ট অফ অ্যাপিলের আসন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0